ফোন চার্জে দিয়ে কাছে রেখে ঘুমালে ব্যবহারকারী নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে ভয়ংকর যে বিপদ হতে পারে তা হলো, আইফোন চার্জ দেওয়ার সময় এত গরম হয় যে তা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। সম্প্রতি অ্যাপল এক ঘোষণায় গ্রাহককে এ বিষয়ে সতর্ক করেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি সম্প্রতি তাদের গ্রাহককে একটি স্পষ্ট ও সরাসরি সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবাতা মূলত তাঁদের জন্য, যাঁরা ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। অ্যাপলের অনলাইন ব্যবহারকারী নির্দেশনাতেও এই সতর্কবার্তা যোগ করা হয়েছে।
অ্যাপলের নির্দেশনায় বলা হয়, আইফোন এমন পরিবেশে চার্জ দিতে হবে, যেখানে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। টেবিলের মতো সমতল স্থানে চার্জ দিতে হবে। কম্বল, বালিশের মতো নরম কিছুর ওপর রেখে চার্জ দেওয়া যাবে না।
আইফোনে চার্জে দেওয়ার সময় অনেক তাপ উৎপন্ন হয়। বদ্ধস্থানে এই তাপ বের হতে পারে না, ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বলা হচ্ছে, ব্যবহারকারীদের সবচেয়ে বাজে অভ্যাস হলো, বালিশের নিচে ফোন রেখে চার্জে দেওয়া।
অ্যাপল বলছে, কোনো ফোন, পাওয়ার অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জার পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত রেখে ঘুমানো যাবে না। এগুলো কোনো কম্বল, বালিশ বা দেহের নিচেও রাখা যাবে না।
ক্ষতিগ্রস্ত কেব্ল, চার্জার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ভেজা অবস্থায় এর ব্যবহার বিপজ্জনক।
ফোন চার্জে দিয়ে কাছে রেখে ঘুমালে ব্যবহারকারী নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হতে পারেন। শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। সবচেয়ে ভয়ংকর যে বিপদ হতে পারে তা হলো, আইফোন চার্জ দেওয়ার সময় এত গরম হয় যে তা থেকে আগুন লাগার ঝুঁকি থাকে। সম্প্রতি অ্যাপল এক ঘোষণায় গ্রাহককে এ বিষয়ে সতর্ক করেছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, আইফোন নির্মাতা অ্যাপল কোম্পানি সম্প্রতি তাদের গ্রাহককে একটি স্পষ্ট ও সরাসরি সতর্কবার্তা দিয়েছে। এই সতর্কবাতা মূলত তাঁদের জন্য, যাঁরা ফোন চার্জে রেখে ঘুমিয়ে পড়েন। অ্যাপলের অনলাইন ব্যবহারকারী নির্দেশনাতেও এই সতর্কবার্তা যোগ করা হয়েছে।
অ্যাপলের নির্দেশনায় বলা হয়, আইফোন এমন পরিবেশে চার্জ দিতে হবে, যেখানে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রয়েছে। টেবিলের মতো সমতল স্থানে চার্জ দিতে হবে। কম্বল, বালিশের মতো নরম কিছুর ওপর রেখে চার্জ দেওয়া যাবে না।
আইফোনে চার্জে দেওয়ার সময় অনেক তাপ উৎপন্ন হয়। বদ্ধস্থানে এই তাপ বের হতে পারে না, ফলে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। বলা হচ্ছে, ব্যবহারকারীদের সবচেয়ে বাজে অভ্যাস হলো, বালিশের নিচে ফোন রেখে চার্জে দেওয়া।
অ্যাপল বলছে, কোনো ফোন, পাওয়ার অ্যাডাপ্টর বা ওয়্যারলেস চার্জার পাওয়ার সোর্সের সঙ্গে যুক্ত রেখে ঘুমানো যাবে না। এগুলো কোনো কম্বল, বালিশ বা দেহের নিচেও রাখা যাবে না।
ক্ষতিগ্রস্ত কেব্ল, চার্জার ব্যবহার না করার পরামর্শ দিয়েছে অ্যাপল। ভেজা অবস্থায় এর ব্যবহার বিপজ্জনক।
অফিসের কাজ করছেন বা ক্লাসের নোট নিচ্ছেন, এমন সময় হঠাৎ হাতের পানি বা কফির কাপ ল্যাপটপের ওপর পড়ে গেলে অনেকে ঘাবড়ে যান। কেউ কেউ আবার ভুল পদক্ষেপ নেন। ফলে ল্যাপটপটির আরও বেশি ক্ষতি হয়। তাই এ ধরনের মুহূর্তে কী করা উচিত, তা আগে থেকে জেনে নেওয়া জরুরি...
৭ ঘণ্টা আগেকারও অভিযোগ নেটওয়ার্ক নিয়ে, কেউ পান না রিচার্জ পয়েন্ট, কারও আবার ডেটা প্যাক কেনার পরও ইন্টারনেট ব্যবহার করতে পাড়ি দিতে হয় আধা ঘণ্টা দূরত্বের পথ। রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটকের গণশুনানিতে এসব অভিযোগের কথা জানান গ্রাহকেরা। আজ মঙ্গলবার অনলাইন প্ল্যাটফর্ম জুমে এই গণশুনানি...
১৭ ঘণ্টা আগেভক্তদের সঙ্গে প্রিয় ক্রিয়েটরের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে নতুন দুটি ফিচার চালু করছে ফেসবুক। ফিচার দুটি হলো—‘ফ্যান চ্যালেঞ্জ’ ও ‘কাস্টমাইজড টপ ফ্যান ব্যাজ’। নতুন ফ্যান চ্যালেঞ্জের মাধ্যমে যেকোনো ক্রিয়েটর তাঁদের ফলোয়ারদের উদ্দেশে নির্দিষ্ট একটি চ্যালেঞ্জ দিতে পারবেন।
১ দিন আগেকিশোর–কিশোরীদের ‘ভাইব–কোডিং’ এ মনোযোগী হতে পরামর্শ দিলেন প্রতিষ্ঠিত এআই বিজ্ঞানী ও বিলিয়নিয়ার আলেক্সান্ডার ওয়াং। সম্প্রতি টিবিপিএন পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী এ প্রযুক্তি উদ্যোক্তা বলেন, ‘যদি তুমি ১৩ বছর বয়সী হও, তবে তোমার সব সময় ‘ভাইব-কোডিং’-এ ব্যয় করা উচিত।
১ দিন আগে