প্রযুক্তি ডেস্ক
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
ঢাকা: প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যগুলোতে চিপ সংযোজনে অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে চাইছে। এরই মধ্যে এই বিষয়ে তারা কাজও শুরু করেছে।
অ্যাপল এম ১ চিপের সাফল্যের পর এখন এম ২ চিপের দিকে বিশেষ মনোযোগ দিয়েছে। এই এম ২ চিপগুলো শুরুতে ম্যাকবুকগুলোতে ব্যবহৃত হবে। এই ম্যাকবুকগুলো অ্যাপল এ বছর জুন পরবর্তী সময়ে বাজারে ছাড়বে। বিবিসি, নিউইয়র্ক টাইমসসহ বেশ কিছু পশ্চিমা সংবাদমাধ্যম অ্যাপলের এম ২ চিপের ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছে।
অ্যাপল জানায়, এই নতুন এম ২ চিপগুলোও আগের এম ১ চিপের মতো ম্যাকবুকের বাইরে ম্যাকমিনিসহ বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যাবে। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি এই এম ২ চিপগুলো বানাচ্ছে। তারা ৫-ন্যানোমিটার প্লাস প্রোডাকশন প্রযুক্তির সাহায্যে এই এম ২ চিপগুলো বানাচ্ছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানায়, তারা এ বছরের শেষের দিকে এম ২ চিপবিশিষ্ট আইপ্যাড প্রো, ম্যাকমিনি ও আইম্যাক বাজারে ছাড়বে। গ্রাফিকস, মেমোরি ও অপারেটিং সিস্টেমে এক দারুণ অভিজ্ঞতা দেবে এই এম ২ চিপবিশিষ্ট ডিভাইসগুলো।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, নিজস্ব চিপ দিয়ে ডিভাইস চালনার মাধ্যমে এক নতুন যুগে প্রবেশ করেছে অ্যাপল। অ্যাপলের এম ২ চিপগুলো এই বৈপ্লবিক অগ্রযাত্রা অব্যাহত রাখবে। গ্রাহকদের অসাধারণ দক্ষতাসম্পন্ন ডিভাইস উপহার দিতে পেরে অ্যাপল খুশি।
উল্লেখ্য, এম ১ চিপের মতো যদি এম ২ চিপ সফল হয়, তাহলে এই নিজস্ব চিপ নিয়ে আরও কাজ করবে অ্যাপল।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে