সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে