টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
টেকসই ও পানিরোধী স্মার্টফোন রিয়েলমি সি৭৫ এখন দেশের বাজারে। বিভিন্ন ক্যাম্পেইনে বোলিং উইদ আ স্প্ল্যাশ ও আন্ডারওয়াটার গেমিং চ্যালেঞ্জে অংশ নিয়ে ডিভাইসটিকে হ্যামার ফোন হিসেবে আখ্যা দিয়েছেন ব্যবহারকারীরা। পানিরোধী প্রযুক্তিসহ আর যেসব বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই স্মার্টফোনে—
আইপি ৬৯ রেটিং
রিয়েলমি সি৭৫-এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, এর অত্যাধুনিক পানি ও ধুলা প্রতিরোধী প্রযুক্তি। রিয়েলমি সি৭৫-এর আইপি ৬৬, আইপি ৬৮ ও আইপি ৬৯—প্রতিটি রেটিং আলাদাভাবে পরিপূর্ণ সুরক্ষা দেয়। আইপি ৬৬ পানির শক্তিশালী জেটের বিরুদ্ধে, আইপি ৬৮ পানির নিচে এবং আইপি ৬৯ হাই প্রেশার, হাই টেম্পারেচার পানির জেটের বিরুদ্ধে ফোনকে রক্ষা করে। এই সার্টিফিকেশন অনুযায়ী, ফোনটি ০.৫ মিটার পানির নিচে ১০ দিন পর্যন্ত সম্পূর্ণ অক্ষত থাকে! এ ছাড়া ২.৫ মিটারে ১২ ঘণ্টা, ২ মিটারে ১ ঘণ্টা এবং ১.৫ মিটার পানির নিচে ৩০ মিনিট ডুবে থাকাসহ উচ্চ চাপের পানি স্প্রে এবং এমনকি ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম পানির স্প্রেতেও কার্যক্ষম থাকে। এ জন্য দুর্ঘটনাবশত পানিতে পড়ে যাওয়া, বৃষ্টিতে ভেজা কিংবা অ্যাডভেঞ্চারের সময়—যেকোনো পরিস্থিতিতে ফোনটি থাকবে সম্পূর্ণ নিরাপদ।
ক্যামেরা
রিয়েলমি সি৭৫ স্মার্টফোনে একটি ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং পেছনের প্যানেলে একটি ফ্লিকার লেন্স রয়েছে। ফ্লিকার লেন্সের প্রধান কাজ হলো আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করা, যা ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে। একটি এলইডি লাইটবক্স বা ডিসপ্লে দিয়ে ছবি তোলার সময় এটি অতিরিক্ত সুবিধা দেয়। এর সঙ্গে এই ফোনে একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।
টেকসই
রিয়েলমি সি৭৫ ড্রপ-প্রুফ। ডিভাইসটি ১ দশমিক ৮ মিটার উচ্চতা থেকে মার্বেলের ওপর সামনের দিকে পড়ে গেলেও অক্ষত থাকে। স্ট্যান্ডার্ড ল্যাব পরীক্ষাগুলোতে ফোনটি ০.৯ মিটার উচ্চতা থেকে মার্বেলে ১৫০ বার মুখ থুবড়ে পড়া এবং ১.৫ মিটার উচ্চতা থেকে ৩০ বার একইভাবে পড়া সত্ত্বেও অক্ষত থেকেছে।
এটি মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স (এমআইএল-এসটিডি ৮১০ এইচ) এবং টিইউভি রেইনল্যান্ড সার্টিফিকেশন অর্জন করেছে এই ফোন। এ ছাড়া ডিভাইসটিতে ব্যবহৃত আর্মারশেল গ্লাস অতিরিক্ত চাপ ও স্ক্র্যাচ থেকে সুরক্ষা দেয়।
এসব বৈশিষ্ট্য ছাড়াও এই স্মার্টফোনে আছে ব্যাটারির স্থায়িত্ব, উন্নত চিপসেট ও এআই প্রযুক্তি, আল্ট্রাবুম স্পিকার, মিনি ক্যাপসুল ৩.০ প্রযুক্তি, এআই স্মার্ট লুপের মতো বেশ কিছু প্রযুক্তি।
মাত্র ২০ হাজার টাকায় রিয়েলমির আউটলেটে এই ফোন পাওয়া যাচ্ছে।
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে