গুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক্তিশালী পারফরম্যান্স দেখাবে।
বিভিন্ন তথ্য অনুসারে, আগামী বছরের মার্চে উন্মোচন হতে পারে পিক্সেল ৯ এ। ফোনটিতে থাকবে ৮ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম, যা ফোনের মাল্টিটাস্কিংকে (একসঙ্গে একাধিক কাজকে) সহজ করে তুলবে। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটি অ্যাপ, ছবি এবং ভিডিও সংস্করণের জন্য যথেষ্ট জায়গা দেবে।
ফোনটির ডিসপ্লেও অনেক উন্নত মানের হবে। পিক্সেল ৯ এ-তে ৬ দশমিক ২৮৫-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন হবে ১০৮০ x ২৪২৪। এতে একটি ১২০ হার্টজ প্যানেল এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফলে ফোনটিতে দ্রুত স্ক্রলিং করা যাবে। ডিসপ্লেতে ২ হাজার ৭০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ৮০০ নিটস এইচডিআর ব্রাইটনেস থাকবে। তাই ঘরের বাইরে তীব্র আলোতে ফোনটি ব্যবহারের সময় কোনো সমস্যা হবে না।
এ ছাড়া স্ক্রিনটি গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এটি বর্তমান মান অনুযায়ী পুরোনো হলেও কিছু নতুন গোরিলা গ্লাস সংস্করণের তুলনায় বেশি স্ক্রিনে দাগ প্রতিরোধে বেশি কার্যকারী।
পিক্সেল ৯এ মডেলের পেছনে থাকবে ডুয়েল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৭১২ আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। একই ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সরটি সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন নাইট সাইট, অ্যাস্ট্রো ফোটোগ্রাফি, সুপার রেস জুম (৮x পর্যন্ত)।
এই মডেলে ব্যাটারিও বেশ ভালো দেওয়া হয়েছে। পিক্সেল ৯ এ-তে থাকবে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, যা এর পূর্বসূরির তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে চার্জিং স্পিড এখনো বেশি ভালো নয়। এতে ২৩ ওয়াট ওয়্যারর্ড এবং ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটির আইপি রেটিং—আইপি ৬৮। অর্থাৎ এটি ধুলো এবং পানি প্রতিরোধী, যাতে বৃষ্টি বা দুর্ঘটনাক্রমে পানিতে পড়লেও কোনো সমস্যা হবে না।
পিক্সেল ৯ ফোনটি চারটি রঙে পাওয়া যাবে—অবসিডিয়ান, পোর্সেলেন, আইরিস, এবং পিওনি। এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের সম্ভাব্য মূল্য ৪৯৯ ডলার বা (প্রায় ৫৯ হাজার ৬১৫ টাকা হবে)।
পিক্সেল ৯এ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এটি সাত বছরের সফটওয়্যার এবং নিরাপত্তা আপডেট পাবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
গুগলের পরবর্তী মিড-রেঞ্জ ফোন পিক্সেল ৯ এ–সম্পর্কে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। মডেলটির স্পেসিফিকেশন থেকে শুরু করে সম্ভাব্য দাম সম্পর্কেও তথ্য জানা গেছে। ফোনটিতে গুগলের টেনসর জি৪ চিপসেট থাকবে, যা অন্য পিক্সেল ৯ সিরিজে ব্যবহৃত হয়েছে। এর ফলে দৈনন্দিন কাজ, গেমিং এবং কিছু ভারী অ্যাপের ক্ষেত্রে পিক্সেল ৯এ শক্তিশালী পারফরম্যান্স দেখাবে।
বিভিন্ন তথ্য অনুসারে, আগামী বছরের মার্চে উন্মোচন হতে পারে পিক্সেল ৯ এ। ফোনটিতে থাকবে ৮ জিবি এলপিডিডিআর ৫ এক্স র্যাম, যা ফোনের মাল্টিটাস্কিংকে (একসঙ্গে একাধিক কাজকে) সহজ করে তুলবে। ফোনটি ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণে পাওয়া যাবে। এটি অ্যাপ, ছবি এবং ভিডিও সংস্করণের জন্য যথেষ্ট জায়গা দেবে।
ফোনটির ডিসপ্লেও অনেক উন্নত মানের হবে। পিক্সেল ৯ এ-তে ৬ দশমিক ২৮৫-ইঞ্চি ডিসপ্লে থাকবে, যার রেজল্যুশন হবে ১০৮০ x ২৪২৪। এতে একটি ১২০ হার্টজ প্যানেল এবং ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট রয়েছে। ফলে ফোনটিতে দ্রুত স্ক্রলিং করা যাবে। ডিসপ্লেতে ২ হাজার ৭০০ নিটস পিক ব্রাইটনেস এবং ১ হাজার ৮০০ নিটস এইচডিআর ব্রাইটনেস থাকবে। তাই ঘরের বাইরে তীব্র আলোতে ফোনটি ব্যবহারের সময় কোনো সমস্যা হবে না।
এ ছাড়া স্ক্রিনটি গোরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। এটি বর্তমান মান অনুযায়ী পুরোনো হলেও কিছু নতুন গোরিলা গ্লাস সংস্করণের তুলনায় বেশি স্ক্রিনে দাগ প্রতিরোধে বেশি কার্যকারী।
পিক্সেল ৯এ মডেলের পেছনে থাকবে ডুয়েল-ক্যামেরা সেটআপ। এর মধ্যে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ১৩ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৭১২ আলট্রা-ওয়াইড ক্যামেরা থাকবে। একই ১৩ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড সেন্সরটি সেলফি ক্যামেরাতেও ব্যবহার করা হয়েছে। ক্যামেরায় বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন নাইট সাইট, অ্যাস্ট্রো ফোটোগ্রাফি, সুপার রেস জুম (৮x পর্যন্ত)।
এই মডেলে ব্যাটারিও বেশ ভালো দেওয়া হয়েছে। পিক্সেল ৯ এ-তে থাকবে ৫ হাজার ১০০ এমএএইচ ব্যাটারি, যা এর পূর্বসূরির তুলনায় ১৩ শতাংশ বেশি। তবে চার্জিং স্পিড এখনো বেশি ভালো নয়। এতে ২৩ ওয়াট ওয়্যারর্ড এবং ৭ দশমিক ৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সমর্থন করে। ফোনটির আইপি রেটিং—আইপি ৬৮। অর্থাৎ এটি ধুলো এবং পানি প্রতিরোধী, যাতে বৃষ্টি বা দুর্ঘটনাক্রমে পানিতে পড়লেও কোনো সমস্যা হবে না।
পিক্সেল ৯ ফোনটি চারটি রঙে পাওয়া যাবে—অবসিডিয়ান, পোর্সেলেন, আইরিস, এবং পিওনি। এর ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের সম্ভাব্য মূল্য ৪৯৯ ডলার বা (প্রায় ৫৯ হাজার ৬১৫ টাকা হবে)।
পিক্সেল ৯এ ফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। এটি সাত বছরের সফটওয়্যার এবং নিরাপত্তা আপডেট পাবে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
২ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৩ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
৩ দিন আগে