চীনের বাজারে নতুন ‘রেডমি ওয়াচ ৫’ স্মার্টঘড়ি উন্মোচন করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। নতুন এই ঘড়িটি ২ দশমিক শূন্য ৭ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে রয়েছে, যা ‘ওলওয়েজ অন মোড’ সমর্থন করে। ঘড়িটির একটি ইসিম সংস্করণও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ঘড়িটির মাধ্যমে ভয়েস কল করতে পারবে।
রেডমি ওয়াচ ৫–এ কাস্টমাইজড ওয়াচফেস ব্যবহার করা যাবে। এর ৫ এটিএম পানি প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এটি হৃৎস্পন্দন মনিটরিং করতে পারবে এবং ১৫০ টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। রেডমি ওয়াচ ৫-এ ৫৫০ এএমএইচ ব্যাটারি রয়েছে। ঘড়িটিতে একবার চার্জ দিলে টানা ২৪ দিন চলবে বলে দাবি করছে কোম্পানিটি।
রেডমি ওয়াচ ৫ এর দাম
রেডমি ওয়াচ ৫ এর দাম ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৯ হাজার ৮৪৭ টাকা। এটি ইলিগেন্ট ব্ল্যাক (কালো) ও মুন সিলভার (ধূসর) রঙে পাওয়া যাবে। আর ইসিম সংস্করণটির দাম ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ১৩ হাজার ১৩৫ টাকা। এটি সংস্করণটি টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। এই দুই সংস্করণেই এখন চীনের খুচরা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।
রেডমি ওয়াচ ৫ এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি ওয়াচ ৫-ঘড়িটিতে ২ দশমিক শূন্য ৭ ইঞ্চি অ্যামলেড ২ দশমিক ৫ স্ক্রিন রয়েছে, যার রেজল্যুশন ৪৩২ x ৫১৪ পিক্সেল, পিক ব্রাইটনেস ১ হাজার ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লেটি ৩২৪ পিপিআই পিক্সেল ডেনসিটি প্রদান করে বলে দাবি করা হয়েছে। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং মেটাল ডায়াল রয়েছে। এটি শাওমির হাইপারওএস ২ অপারেটিং সিস্টেমে চলবে।
শাওমি রেডমি ওয়াচ ৫-এর একটি ইসিম সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল দিতে পারবে এবং সমর্থিত প্ল্যাটফর্মে মেসেজ পাঠাতে পারবে। এই ঘড়িটি ১৫০ টিরও বেশি স্পোর্টস মোড সমর্থন করে, যার মধ্যে হাঁটা, দৌড়ানো, লাফানো, স্কেটিং অন্তর্ভুক্ত। এতে একটি বিল্ট-ইন জিএনএসএস পজিশনিং সেন্সর রয়েছে, যা নির্ভুলভাবে অ্যাক্টিভিটি বা নড়াচড়া ট্র্যাকিং করতে পারবে।
রেডমি ওয়াচ ৫-এ ২০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। এতে ২০ টিরও বেশি ভাইব্রেশন মোড রয়েছে। এই ঘড়িটি থার্ড পার্টি অ্যাপও সমর্থন করে।
এতে একটি এএফই চিপ রয়েছে। এর মাধ্যমে শাওমির নিজস্ব উন্নত অ্যালগরিদম হৃৎস্পন্দন এবং ঘুমানোর পর্যবেক্ষণ করে। এতে এসপিও ২ ট্র্যাকিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে ঘড়িটি রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারবে। এ ছাড়া শ্বাস প্রশ্বাস ট্র্যাকিং ফিচারও রয়েছে। স্মার্টওয়াচটিতে ব্লুটুথ ৫ দশমিক ৩ কানেকটিভিটি এবং এনএফসি সমর্থন রয়েছে।
রেডমি ওয়াচ ৫-এ ৫৫০ এএমএইচ ব্যাটারি রয়েছে। ঘড়িটিতে একবার চার্জ দিলে টানা ২৪ দিন চলবে বলে দাবি করছে কোম্পানিটি। ঘড়িটি অলওয়েজ ডিসপ্লে মোডে থাকলে ১২ দিন পর্যন্ত ব্যাটারি থাকে।
নতুন এই ঘড়িটি অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী সংস্করণ অথবা আইওএস ১২ বা পরবর্তী সংস্করণে চলমান ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনের বাজারে নতুন ‘রেডমি ওয়াচ ৫’ স্মার্টঘড়ি উন্মোচন করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। নতুন এই ঘড়িটি ২ দশমিক শূন্য ৭ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে রয়েছে, যা ‘ওলওয়েজ অন মোড’ সমর্থন করে। ঘড়িটির একটি ইসিম সংস্করণও রয়েছে। ফলে ব্যবহারকারীরা ঘড়িটির মাধ্যমে ভয়েস কল করতে পারবে।
রেডমি ওয়াচ ৫–এ কাস্টমাইজড ওয়াচফেস ব্যবহার করা যাবে। এর ৫ এটিএম পানি প্রতিরোধী ক্ষমতা রয়েছে। এটি হৃৎস্পন্দন মনিটরিং করতে পারবে এবং ১৫০ টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। রেডমি ওয়াচ ৫-এ ৫৫০ এএমএইচ ব্যাটারি রয়েছে। ঘড়িটিতে একবার চার্জ দিলে টানা ২৪ দিন চলবে বলে দাবি করছে কোম্পানিটি।
রেডমি ওয়াচ ৫ এর দাম
রেডমি ওয়াচ ৫ এর দাম ৫৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৯ হাজার ৮৪৭ টাকা। এটি ইলিগেন্ট ব্ল্যাক (কালো) ও মুন সিলভার (ধূসর) রঙে পাওয়া যাবে। আর ইসিম সংস্করণটির দাম ৭৯৯ চীনা ইউয়ান বা প্রায় ১৩ হাজার ১৩৫ টাকা। এটি সংস্করণটি টাইটানিয়াম রঙে পাওয়া যাবে। এই দুই সংস্করণেই এখন চীনের খুচরা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে।
রেডমি ওয়াচ ৫ এর স্পেসিফিকেশন ও ফিচার
রেডমি ওয়াচ ৫-ঘড়িটিতে ২ দশমিক শূন্য ৭ ইঞ্চি অ্যামলেড ২ দশমিক ৫ স্ক্রিন রয়েছে, যার রেজল্যুশন ৪৩২ x ৫১৪ পিক্সেল, পিক ব্রাইটনেস ১ হাজার ৫০০ নিটস এবং রিফ্রেশ রেট ৬০ হার্টজ। ডিসপ্লেটি ৩২৪ পিপিআই পিক্সেল ডেনসিটি প্রদান করে বলে দাবি করা হয়েছে। এতে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং মেটাল ডায়াল রয়েছে। এটি শাওমির হাইপারওএস ২ অপারেটিং সিস্টেমে চলবে।
শাওমি রেডমি ওয়াচ ৫-এর একটি ইসিম সংস্করণের মাধ্যমে ব্যবহারকারীরা ফোন কল দিতে পারবে এবং সমর্থিত প্ল্যাটফর্মে মেসেজ পাঠাতে পারবে। এই ঘড়িটি ১৫০ টিরও বেশি স্পোর্টস মোড সমর্থন করে, যার মধ্যে হাঁটা, দৌড়ানো, লাফানো, স্কেটিং অন্তর্ভুক্ত। এতে একটি বিল্ট-ইন জিএনএসএস পজিশনিং সেন্সর রয়েছে, যা নির্ভুলভাবে অ্যাক্টিভিটি বা নড়াচড়া ট্র্যাকিং করতে পারবে।
রেডমি ওয়াচ ৫-এ ২০০ টিরও বেশি ওয়াচ ফেস রয়েছে। এতে ২০ টিরও বেশি ভাইব্রেশন মোড রয়েছে। এই ঘড়িটি থার্ড পার্টি অ্যাপও সমর্থন করে।
এতে একটি এএফই চিপ রয়েছে। এর মাধ্যমে শাওমির নিজস্ব উন্নত অ্যালগরিদম হৃৎস্পন্দন এবং ঘুমানোর পর্যবেক্ষণ করে। এতে এসপিও ২ ট্র্যাকিং সিস্টেম রয়েছে যার মাধ্যমে ঘড়িটি রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ করতে পারবে। এ ছাড়া শ্বাস প্রশ্বাস ট্র্যাকিং ফিচারও রয়েছে। স্মার্টওয়াচটিতে ব্লুটুথ ৫ দশমিক ৩ কানেকটিভিটি এবং এনএফসি সমর্থন রয়েছে।
রেডমি ওয়াচ ৫-এ ৫৫০ এএমএইচ ব্যাটারি রয়েছে। ঘড়িটিতে একবার চার্জ দিলে টানা ২৪ দিন চলবে বলে দাবি করছে কোম্পানিটি। ঘড়িটি অলওয়েজ ডিসপ্লে মোডে থাকলে ১২ দিন পর্যন্ত ব্যাটারি থাকে।
নতুন এই ঘড়িটি অ্যান্ড্রয়েড ৮ বা পরবর্তী সংস্করণ অথবা আইওএস ১২ বা পরবর্তী সংস্করণে চলমান ডিভাইসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৯ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৯ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১২ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৩ ঘণ্টা আগে