চীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয় রয়েছে। এমনকি মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারবে।
ফোনটিতে অক্টাকর মিডিয়াটেক ৭৩০০ চিপসেট রয়েছে। এ ছাড়া শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সমর্থন করে।
অপো এ৫ প্রো (৫ জি) দাম ও রঙ
চীনে অপো এ৫ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৬৮৯ টাকা।
চীনে অপো এ৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪০ হাজার ৮৬৫ টাকা।
বর্তমানে অপোর চীনের ওয়েবসাইট থেকে ফোনটি প্রি অর্ডার শুরু হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে খুচরা বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
স্মার্টফোনটি নিউ ইয়ার রেড (লাল), কোয়ার্টজ হোয়াইট (সাদা), রক ব্ল্যাক (কালো) ও স্যান্ডস্টোর পার্পল (বেগুনি) –এই চারটি রঙে পাওয়া যাবে।
অপো এ৫ প্রো (৫ জি) এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি ভিওএলটিই
আয়তন: ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৫৫ মিলিমিটার (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক) এবং ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৬৭ মিলিমিটার (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
ওজন: ১৮০ গ্রাম (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক), ১৮৬ গ্রাম (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
সিম: ডুয়েল ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪১২ পিক্সেল) অ্যামলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২,১৬০ হার্টজ
গঠন: আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ রেটিং (ধুলো এবং পানি প্রতিরোধী)
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ১,০৮০ x ২,৪১২ পিক্সেল
ব্রাইটনেস: ১,২০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটি ৭৩০০
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: এমালি জি৭১০
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রতিরোধ,-৩৫ °সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা সহনশীলতা
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
রঙ: কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, নিউ ইয়ার রেড, স্যান্ডস্টোন পার্পল
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
চীনের বাজারে উন্মোচন হলো অপো এ৫ প্রো ৫ জি। এই ফোনটি বেশ টেকসই হবে বলে দাবি করছে কোম্পানিটি। কারণ এতে রয়েছে ৩৬০-ডিগ্রি ড্রপ রেজিস্ট্যান্ট ফিচার। অর্থাৎ যে কোনো দিক থেকে ফোনটি মাটিতে পড়লেও তার হার্ডওয়্যার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। ধুলা ও পানি প্রতিরোধের জন্য ফোনটিতে আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ সুরক্ষার সমন্বয় রয়েছে। এমনকি মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস চরম তাপমাত্রাতেও ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারবে।
ফোনটিতে অক্টাকর মিডিয়াটেক ৭৩০০ চিপসেট রয়েছে। এ ছাড়া শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ফাস্ট চার্জিং সমর্থন করে।
অপো এ৫ প্রো (৫ জি) দাম ও রঙ
চীনে অপো এ৫ প্রো এর ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ১ হাজার ৯৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৩২ হাজার ৬৮৯ টাকা।
চীনে অপো এ৫ প্রো এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল সংস্করণের দাম ২ হাজার ৪৯৯ চীনা ইউয়ান বা প্রায় ৪০ হাজার ৮৬৫ টাকা।
বর্তমানে অপোর চীনের ওয়েবসাইট থেকে ফোনটি প্রি অর্ডার শুরু হবে। আগামী ২৭ ডিসেম্বর থেকে খুচরা বাজারে স্মার্টফোনটির বিক্রি শুরু হবে।
স্মার্টফোনটি নিউ ইয়ার রেড (লাল), কোয়ার্টজ হোয়াইট (সাদা), রক ব্ল্যাক (কালো) ও স্যান্ডস্টোর পার্পল (বেগুনি) –এই চারটি রঙে পাওয়া যাবে।
অপো এ৫ প্রো (৫ জি) এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল
নেটওয়ার্ক: ৫ জি,৪জি ভিওএলটিই
আয়তন: ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৫৫ মিলিমিটার (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক) এবং ১৬১.৫০ x ৭৪.৮৫ x ৭.৬৭ মিলিমিটার (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
ওজন: ১৮০ গ্রাম (কোয়ার্টজ হোয়াইট ও রক ব্ল্যাক), ১৮৬ গ্রাম (নিউ ইয়ার রেড ও স্যান্ডস্টোন পার্পল)
সিম: ডুয়েল ন্যানো সিম
ডিসপ্লে: ৬.৭ ইঞ্চি ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪১২ পিক্সেল) অ্যামলেড
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
টাচ স্যাম্পলিং রেট: ২,১৬০ হার্টজ
গঠন: আইপি ৬৯, আইপি ৬৮ এবং আইপি ৬৬ রেটিং (ধুলো এবং পানি প্রতিরোধী)
সাইজ: ৬.৭ ইঞ্চি
রেজল্যুশন: ১,০৮০ x ২,৪১২ পিক্সেল
ব্রাইটনেস: ১,২০০ নিটস পিক ব্রাইটনেস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক কালারওএস ১৫
চিপসেট: মিডিয়াটেক ডাইনমেনসিটি ৭৩০০
সিপিইউ: অক্টা-কোর
জিপিইউ: এমালি জি৭১০
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
স্পিকার: স্টেরিও স্পিকার
ব্লুটুথ: ৫.৪
এনএফসি: আছে
জিপিএস: আছে
ইনফারেড পোর্ট: নেই
রেডিও: নেই
ইউএসবি: টাইপ-সি
ফিচার: ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩৬০-ডিগ্রি ড্রপ প্রতিরোধ,-৩৫ °সেলসিয়াস পর্যন্ত কম তাপমাত্রা সহনশীলতা
ব্যাটারি: ৬,০০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং
রঙ: কোয়ার্টজ হোয়াইট, রক ব্ল্যাক, নিউ ইয়ার রেড, স্যান্ডস্টোন পার্পল
তথ্যসূত্র: ৩৬০ গ্যাজেটস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে