আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি থাকবে এই মডেলে। নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে।
পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে।
যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–
ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে।
অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে।
আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।
আইপ্যাডের জন্য নতুন পেন্সিল নিয়ে এল অ্যাপল। এতে ইউএসবি সি পোর্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে পেন্সিলটিতে চার্জ দেয়া ও পেয়ারিং করা যাবে। অন্যান্য অ্যাপল পেন্সিলের তুলনায় এটি সবচেয়ে সাশ্রয়ী। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এর প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
অ্যাপল দাবি করছে, প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের মত টিল্ট সেন্সিটিভিটি ও কম ল্যাটেন্সি থাকবে এই মডেলে। নোট, স্কেচিং, জার্নালিংসহ অন্যান্য কাজ পেন্সিলটি নির্ভুলভাবে করতে পারবে।
পেন্সিলটির দাম ও যেসব স্থানে পাওয়া যাবে
নভেম্বর থেকে ইউএসবি টাইপ সি যুক্ত অ্যাপল পেন্সিলটি পাওয়া যাবে। এটির দাম হল ৭ হাজার ৯৯০ রুপি। বর্তমান শিক্ষার্থী ও কলেজে ভর্তি হবে এমন ছাত্র–ছাত্রী ও অভিভাবক, ফ্যাকাল্টি ও ফ্যাকাল্টির সদস্য এবং হোম–স্কুলের শিক্ষকরা ৬ হাজার ৯৯০ রুপিতে পেন্সিলটি কিনতে পারবে।
যেসব আইপ্যাডে অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে
ইউএসবি টাইপ সি পোর্ট যুক্ত আইপ্যাডে নতুন অ্যাপল পেন্সিলটি ব্যবহার করা যাবে। যেসব আইপ্যাডে এই পেন্সিল ব্যবহার করা যাবে সেগুলো হল–
ইউএসবি সি যুক্ত অ্যাপল পেন্সিলের ফিচার
অ্যাপল পেন্সিলের একদম উপরে স্লাইডিং কভারের ভেতরে ইউএসবি সি পোর্ট রয়েছে। ইউএসবি সি পোর্টের মাধ্যমে চার্জিং ও পেয়ারিং করা যাবে।
অ্যাপল বলছে, আইপ্যাডে চুম্বকের সঙ্গে আটকে পেন্সিলটি চার্জিং দেওয়া যাবে। এ সময় ব্যাটারি সাশ্রয় করতে পেন্সিলটি স্লিপিং স্টেটে থাকবে। প্রথম ও দ্বিতীয় জেনারেশনের অ্যাপল পেন্সিলের সব সুবিধা এতে পাওয়া যাবে। এটি অ্যাপলের ইকোসিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
নতুন অ্যাপল পেন্সিলটি আইপ্যাডওসের স্ক্রিবল, কুয়িক নোটের সঙ্গে কাজ করবে। এছাড়া ফ্রি ফর্মেও এই পেন্সিলটি ব্যবহার করা যাবে।
আইপ্যাড প্রো এর এম২ মডেলের সঙ্গে পেয়ার করলে পেন্সিলটি দিয়ে হোভার ফিচারের ব্যবহার করা যাবে। স্কেচিং ও ইলাস্ট্রেশনকে আরও সহজ করে তুলবে এই ফিচার।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
১৭ ঘণ্টা আগে