অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
অনন্য আলোর ক্যামেরাসহ ভি২৯ ৫জি সিরিজ ভারতের বাজারে নিয়ে আসছে ভিভো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলছে, অরা লাইট ফিচার নিয়ে আগামী ৪ অক্টোবর সিরিজটি বাজারে আসবে। ভি২৯ ৫জি সিরিজের মধ্যে ভিভোর বেসিক ফোন ভি২৯ ৫জি ও ভি২৯ প্রো রয়েছে।
ক্যামেরার অরা লাইট ফিচার
ভি ২৯ সিরিজে সেলফিতে কালার টেম্পারেচার অ্যাডজাস্ট (সমন্বয়) করার জন্য ক্যামেরায় অরা লাইট ফিচার যুক্ত করা হয়েছে। ভি ২৯ প্রোতে ওয়ার্ম ১৮০০কে থেকে কুল ৪৫০০কে পর্যন্ত কালার টেম্পারেচার পরিবর্তন করা যাবে। এই মডেলে ৫০ এমএম ফোকাল লেন্থসহ ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৬৬৩ প্রাইমারি সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনগুলোর দাম ও রং
ডিভাইসের দাম নিয়ে তথ্য প্রদানকারী ওয়েবসাইট মাইস্মার্টপ্রাইস এক প্রতিবেদনে বলে, ভি২৯ সিরিজের দাম ৪০ হাজার রুপির মধ্যে হবে। ফোনগুলো তিনটি রঙে পাওয়া যাবে–হিমালিয়ান ব্লু (হালকা নীল), ম্যাজিস্টিক রেড (লাল) ও স্পেস ব্ল্যাক (কালো। এর মধ্যে লাল রঙটি পরিবর্তনশীল।
ভিভোর ভারতীয় ওয়েবসাইট, ফ্লিপকার্ট ও খুচরা দোকানে ফোনটি কিনতে পাওয়া যাবে।
ভিভো ভি২৯ এর স্পেসিফিকেশন
পিছনের ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম
সেলফি ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল
ডিসপ্লে: ৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামলেড ডিসপ্লে (২৮০০ x ১২৬০)
রিফ্রেশ রেট: ১২০ হার্টজ
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩
চিপসেট: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি
র্যাম: ৮ জিবি ও ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ১২৮ জিবি ও ২৫৬ জিবি
ব্যাটারি: ৪,৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ফাস্ট চার্জিং
ভি ২৯ প্রো এর স্পেসিফিকেশনের শুধু ব্যাটারি সম্পর্কিত তথ্য জানা যায়। মডেলটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি ও ৮০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে। ফোনটিতে ১৮ মিনিটে ৫০ শতাংশ ও ৫০ মিনিটে ১০০ শতাংশ চার্জ হবে।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে