ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এসব তথ্য জানায় কোম্পানিটি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, ২০২৩ সালে প্ল্যাটফরমটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন বা ১০ কোটি।
ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকায় থাকা ৯২ শতাংশ কোম্পানি ওপেনএআইয়ের পণ্য ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) প্রোগ্রাম ব্যবহার করছে। বিশেষ করে জুলাই মাসে জিপিটি–৪.০ মিনি চালুর পরেই কোম্পানিটির পণ্যের ব্যবহার দ্বিগুণ বেড়েছে।
জিপিটি–৪.০ একটি খরচবান্ধব ছোট এআই মডেল। এটি তার প্রযুক্তিকে আরও বিদ্যুৎ সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া অন্য মডেলের তুলনায় সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কম হওয়ায় এটি বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।
চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সান ফ্রান্সেসকো-ভিত্তিক ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, এআই স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর গবেষণা, পরীক্ষা ও মূল্যায়নের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এর ফলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ ছাড়া মাইক্রোসফটও আবারও ওপেনএআইতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে খোশলা ভেঞ্চার, ইনফোসিস ও ওয়াই কম্বিনেটর।
চ্যটজিপিটির সাফল্য দেখে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোও নিজস্ব এআই মডেল বাজারে ছেড়েছে। তবে এগুলোর মধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যাই বেশি বাড়ছে।
আবার দ্য ইনফরমশনের প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত ৪০ কোটি গ্রাহক ও প্রতিদিন ৪০ কোটি গ্রাহক মেটার এআই অ্যাস্টিস্টেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য ইকোনমিক টাইমস
ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-ভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা এখন ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি। এই সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ। গত বৃহস্পতিবার এক ঘোষণায় এসব তথ্য জানায় কোম্পানিটি।
২০২২ সালের নভেম্বরে চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এর জনপ্রিয়তা দ্রুতগতিতে বাড়তে থাকে। গত বছরের নভেম্বরে ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান জানান যে, ২০২৩ সালে প্ল্যাটফরমটিতে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১০০ মিলিয়ন বা ১০ কোটি।
ফরচুন ম্যাগাজিনের বিশ্বের শীর্ষ ৫০০ কোম্পানির তালিকায় থাকা ৯২ শতাংশ কোম্পানি ওপেনএআইয়ের পণ্য ও এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) প্রোগ্রাম ব্যবহার করছে। বিশেষ করে জুলাই মাসে জিপিটি–৪.০ মিনি চালুর পরেই কোম্পানিটির পণ্যের ব্যবহার দ্বিগুণ বেড়েছে।
জিপিটি–৪.০ একটি খরচবান্ধব ছোট এআই মডেল। এটি তার প্রযুক্তিকে আরও বিদ্যুৎ সাশ্রয়ী করে তুলেছে। এ ছাড়া অন্য মডেলের তুলনায় সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কম হওয়ায় এটি বিস্তৃত গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে।
চ্যাটজিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তাকে বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে সান ফ্রান্সেসকো-ভিত্তিক ওপেনএআইয়ের বাজারমূল্য খুব দ্রুত বেড়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা ইনস্টিটিউট জানিয়েছে, এআই স্টার্টআপ ওপেনএআই ও অ্যানথ্রপিক তাদের কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলোর গবেষণা, পরীক্ষা ও মূল্যায়নের জন্য মার্কিন সরকারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ওপেনএআইতে বিনিয়োগের জন্য আলোচনা করছে অ্যাপল ও এনভিডিয়া। এর ফলে ওপেনএআইয়ের বাজারমূল্য ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।
এ ছাড়া মাইক্রোসফটও আবারও ওপেনএআইতে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া প্রতিষ্ঠানটির বর্তমান বিনিয়োগকারীদের মধ্যে আরও রয়েছে খোশলা ভেঞ্চার, ইনফোসিস ও ওয়াই কম্বিনেটর।
চ্যটজিপিটির সাফল্য দেখে গুগল, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি কোম্পানিগুলোও নিজস্ব এআই মডেল বাজারে ছেড়েছে। তবে এগুলোর মধ্যে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির ব্যবহারকারী সংখ্যাই বেশি বাড়ছে।
আবার দ্য ইনফরমশনের প্রতিবেদনে বলা হয়, প্রতি মাসে অন্তত ৪০ কোটি গ্রাহক ও প্রতিদিন ৪০ কোটি গ্রাহক মেটার এআই অ্যাস্টিস্টেন্ট প্ল্যাটফর্মটি ব্যবহার করেন।
তথ্যসূত্র: দ্য ভার্জ ও দ্য ইকোনমিক টাইমস
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৩ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৬ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৭ ঘণ্টা আগে