ফিচার ডেস্ক
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।
মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।
সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।
এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।
পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স
ভার্চুয়াল রিয়েলিটি বা ভিআর প্রযুক্তি এ বছর আরও উন্নত হবে। এটি গেমিং, বিনোদন এবং কাজের অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এ বছর বাজারে থাকা সেরা কিছু ভিআর গ্যাজেটের খোঁজ রইল এখানে।
অ্যাপল ভিশন প্রো
অ্যাপলের ভিশন প্রো হলো এক অসাধারণ মিক্সড রিয়েলিটি (এমআর) হেডসেট। এটি ভিআর ও এআর (অগমেন্টেড রিয়েলিটি) দুটোতেই কাজ করে। এতে রয়েছে অত্যাধুনিক মাইক্রো-ওএলইডি ডিসপ্লে। এটি চমৎকার গ্রাফিকস ও ঝকঝকে ভিডিও নিশ্চিত করবে। উন্নত মানের এম২ চিপ, চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি এবং হাতের ইশারায় নিয়ন্ত্রণের সুবিধা থাকায় এটি প্রযুক্তিপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। এর মূল্য ৩ হাজার ৪৯৯ ডলার বা ৪ লাখ ২৬ টাকার বেশি।
মেটা কোয়েস্ট ৩
মেটা কোয়েস্ট ৩ আগের সংস্করণগুলোর চেয়ে আরও উন্নত এবং শক্তিশালী। এর ২০৬৪×২২০৮ পিক্সেল ডিসপ্লে, স্ন্যাপড্রাগন এক্সআর ২ জেন ২ প্রসেসর এবং ৮ গিগাবাইট র্যাম থাকার কারণে দারুণ পারফরম্যান্স গ্যাজেটটির। হালকা ওজন ও ডিজাইনের কারণে এটি দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। এর মূল্য ৪৯৯ ডলার বা প্রায় ৬১ হাজার টাকা।
সনি প্লেস্টেশন ভিআর ২
প্লেস্টেশন ৫ ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে তৈরি এই ভিআর হেডসেট গেমারদের জন্য দারুণ এক গ্যাজেট। এর ভিজ্যুয়াল অভিজ্ঞতা অনেক বেশি স্পষ্ট ও স্মুথ। এতে চোখের নড়াচড়া শনাক্ত করার প্রযুক্তি, হ্যাপটিক ফিডব্যাক এবং অত্যাধুনিক সেন্স কন্ট্রোলার রয়েছে, যা গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবসম্মত করে তোলে। এর মূল্য ৫৪৯ ডলার বা প্রায় ৬৭ হাজার টাকা।
এইচটিসি ভাইভ এক্সআর এলিট ২
এইচটিসির ভাইভ এক্সআর এলিট ২ একটি মাল্টি-ফাংশনাল ভিআর সেট। এটি ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়েলিটির মধ্যে সেতুবন্ধ তৈরি করে। এতে রয়েছে উচ্চমানের অডিও সিস্টেম। মাল্টি-প্ল্যাটফর্ম সমর্থন থাকায় গেমিং থেকে শুরু করে পেশাদারদের জন্য এটি উপযুক্ত।
পিকো ৪
পিকো ৪ হলো আরও একটি জনপ্রিয় ভিআর হেডসেট। এটি তুলনামূলকভাবে সাশ্রয়ী মূল্যে বেশ ভালো পারফরম্যান্স দেয়। এর ওজন হালকা এবং ডিজাইন ব্যালান্সড হওয়ায় দীর্ঘ সময় ব্যবহারের জন্য আরামদায়ক। তবে এর কনটেন্ট লাইব্রেরি মেটা বা সনির মতো বড় নয়। এর মূল্য ৪২৯ ডলার বা প্রায় ৫২ হাজার টাকা।
এ বছর ভিআর প্রযুক্তি অনেকটাই পরিপূর্ণ হয়ে উঠেছে। অ্যাপল, মেটা, সনি ও এইচটিসির মতো ব্র্যান্ডগুলো বাজারে আধিপত্য করছে।
সূত্র: ডিউসেন্স
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
২ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
২ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৫ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
৬ ঘণ্টা আগে