Ajker Patrika

এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনছে স্যামসাং

প্রযুক্তি ডেস্ক
এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনছে স্যামসাং

এবার এআর-ভিআর প্রযুক্তির হেডসেট আনছে প্রযুক্তি জায়ান্ট স্যামসাং। এই হেডসেটে একই সঙ্গে ভার্চ্যুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। হেডসেটটি নির্মাণে গুগল ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে স্যামসাং। গত ২০১৫ সালে ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট বাজারে এনেছিল স্যামসাং। তবে গ্রাহকের চাহিদা বিবেচনায় এনে এবার মিক্সড রিয়্যালিটি প্রযুক্তির হেডসেট তৈরি করবে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাংয়ের মোবাইল বিভাগের প্রধান টিএম রোহ বলেন, ‘গুগলের সফটওয়্যার ও কোয়ালকমের প্রসেসরের সমন্বয়ে হেডসেটটি তৈরি করা হবে।’ তবে কবে নাগাদ হেডসেটটি বাজারে আসবে এ ব্যাপারে কিছু জানাননি তিনি। 

গুগলের অ্যান্ড্রয়েড বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) হিরোশি লকহাইমার বলেন, ‘গুগল দীর্ঘদিন ধরেই এআর ও ভিআর প্রযুক্তিতে বিনিয়োগ করছে। এ প্রযুক্তির জন্য যন্ত্র এবং সফটওয়্যারের উন্নয়ন করা প্রয়োজন হবে। আর এ কারণেই স্যামসাং ও কোয়ালকমের সঙ্গে কাজ করবে গুগল।’

দীর্ঘদিন ধরে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলও ভিআর (ভার্চ্যুয়াল রিয়্যালিটি) এবং এআর (অগমেন্টেড রিয়্যালিটি) প্রযুক্তির হেডসেট নিয়ে কাজ করছে। হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ম্যাক-লেভেল এম ২ চিপ। ডিভাইসটির ভেতরে এবং বাইরে ১০ টিরও বেশি ক্যামেরা রয়েছে। এ ছাড়া হেডসেটটিতে বাজারে থাকা যে কোনো হেডসেটের চেয়ে বেশি রেজ্যুলেশনের ডিসপ্লে রাখছে অ্যাপল। দুটি ৪কে প্রযুক্তির মাইক্রো ওএলইডি ডিসপ্লে রয়েছে হেডসেটটিতে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত