প্রযুক্তি ডেস্ক
গত সোমবার (২৭ মার্চ) আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন— নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে।
অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪ — এ কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটি’র ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল— এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’ এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির ফলে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।
অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।
এদিকে অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিংক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে।
অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।
গত সোমবার (২৭ মার্চ) আইওএস ১৬ দশমিক ৪ এবং অন্যান্য সফটওয়্যারের আপডেট এনেছে অ্যাপল। একাধিক নতুন বৈশিষ্ট্য যেমন— নতুন ইমোজি, ওয়েব অ্যাপের নোটিফিকেশন ও অ্যাক্সেসিবিলিটিতে উন্নতির পাশাপাশি ৩০টির বেশি নিরাপত্তা ত্রুটি সারানো হয়েছে নতুন আপডেটে।
অ্যাপলের ওয়েবসাইট অনুযায়ী, আইওএস ১৬ দশমিক ৪, ম্যাকওএস ভেনচুরা ১৩ দশমিক ৩, ওয়াচ ওএস ৯ দশমিক ৪ ও টিভি ওএস ১৬ দশমিক ৪ — এ কয়েক ডজন নিরাপত্তা ত্রুটি ঠিক করা হয়েছে। উদাহরণস্বরূপ, অ্যাক্সেসিবিলিটি’র ফিচারগুলোতে একটি নিরাপত্তা ত্রুটি ছিল— এর মাধ্যমে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীর ‘কন্টাক্ট’ এর তথ্য হাতিয়ে নিতে পারত। আরেকটি ত্রুটির ফলে তৃতীয় পক্ষের অ্যাপগুলো ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নেওয়ার সুযোগ পেত।
অন্যান্য ত্রুটি অ্যাপল নিউরাল ইঞ্জিন, ক্যালেন্ডার, ক্যামেরা, কারপ্লে, ব্লুটুথ, ফাইন্ড মাই, আইক্লাউড, ফটো, পডকাস্ট ও সাফারির মতো অংশগুলোকে আক্রান্ত করে। এগুলো সারিয়েছে অ্যাপল। এ ছাড়া কার্নেলে পাওয়া ত্রুটিও সারানো হয়েছে।
এদিকে অ্যাপল মিউজিকে সম্প্রতি দেখা দেয় নতুন এক ত্রুটি। এই ত্রুটির ফলে ব্যবহারকারীরা নিজের লাইব্রেরিতে ব্যবহারকারীর প্লেলিস্ট ও গান দেখতে পাচ্ছেন। রেডিটে এমন অভিযোগ জানিয়েছেন অনেক ব্যবহারকারী। এর মধ্যে কয়েকজন জানিয়েছেন, তাঁদের প্লেলিস্ট একেবারে উধাও বা অন্য কারও সঙ্গে অদলবদল হয়ে গেছে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ ম্যাকের প্রতিবেদন অনুযায়ী, এই ত্রুটি শুধু আইওএস অপারেটিং সিস্টেমে চালিত অ্যাপল মিউজিক অ্যাপেই দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি আইক্লাউডজনিত কোনো সমস্যা। অনেকে রেডিটে লিখেছেন, অ্যাপটির ‘আইক্লাউড সিংক’ সুবিধা বন্ধ করে পুনরায় চালুর পর সমস্যার সমাধান হয়েছে।
অতীতেও একই ধরনের ‘আইক্লাউড সিংক’ সমস্যার মুখে পড়েছিল অ্যাপল। আইফোন-১৩ উন্মোচনের পরপরই যাঁরা অন্য কোনো ফোন থেকে ডেটা স্থানান্তর করেছিলেন তাঁরা তাঁদের মিউজিক লাইব্রেরিতে আর প্রবেশ করতে পারছিলেন না।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে