সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
সিএনজিচালিত বাইক আনল বাজাজ। হাইব্রিড এই বাইকটিতে থাকবে দুটি ট্যাংকি—একটিতে পেট্রল, অন্যটিতে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি)। আজ শুক্রবার ১২৫ সিসির এই বাইক ভারতের বাজারে উন্মুক্ত করেছে বাজাজ।
এনডিটিভিসহ ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নতুন বাইকটির নাম ‘বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি’। এটি পেট্রলের পাশাপাশি সিএনজিতেও চলবে। দাবি করা হচ্ছে, নতুন এই সংযোজনের ফলে বাইক চালানোর খরচ অনেকাংশে কমে যেতে পারে।
প্রাথমিকভাবে নতুন বাইকের তিনটি ভ্যারিয়েন্ট ছাড়া হয়েছে বাজারে। এর মধ্যে একটি ৯৫ হাজার রুপিতে বিক্রি হবে (শোরুম প্রাইস)। অন্য দুটি বিক্রি হবে যথাক্রমে ১ লাখ ৫ হাজার ও ১ লাখ ১০ হাজার রুপিতে। ইতিমধ্যে এই বাইকের জন্য ভারতের মহারাষ্ট্র ও গুজরাটে প্রি অর্ডার নেওয়া শুরু হয়েছে। শিগগিরই এটি ভারতের অন্যান্য রাজ্যেও পাওয়া যাবে।
বাইকটির ৯ দশমিক ৫ হর্সপাওয়ারের ইঞ্জিনের টর্ক হবে ৯ দশমিক ৭ এনএম। দুটি ট্যাংকির একটিতে ২ লিটার পেট্রল রাখা যাবে। অন্যটিতে ২ কেজি পরিমাণ সিএনজি আঁটবে। দুই ট্যাংকির জ্বালানি ব্যবহার করে ৩৩০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়া সম্ভব হবে বলে দাবি করেছে কোম্পানি। চলন্ত অবস্থায়ই গাড়িটির জ্বালানি সরবরাহ লাইন পরিবর্তন করা যাবে।
বাজাজ আরও দাবি করেছে, সাধারণ পেট্রলচালিত বাইকের তুলনায় নতুন বাইকটি থেকে ২৬ শতাংশ কম কার্বন ডাই–অক্সাইড এবং ৪৩ শতাংশ কম নাইট্রোজেন অক্সাইড নির্গত হবে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
৮ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
৮ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
৮ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১১ ঘণ্টা আগে