Ajker Patrika

অ্যাকাউন্ট যাচাইকরণের পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন মাস্ক 

অ্যাকাউন্ট যাচাইকরণের পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন মাস্ক 

ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার যেভাবে কোনো একটি অ্যাকাউন্ট আসল কিনা তা যাচাই করে সেই পদ্ধতি জানালেই কেবল আগের শর্তে টুইটার কিনবেন তিনি। টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, কেবল পদ্ধতি জানালেই হবে না একই সঙ্গে অন্তত ১০০টি অ্যাকাউন্ট যাচাইয়ের নমুনা দিলেই কেবল তিনি টুইটার কেনার ডিলে অগ্রসর হবেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত শনিবার ইলন মাস্ক এক টুইটে বলেছেন, ‘যাই হোক, যদি দেখা যায় যে—তাদের (টুইটার) মার্কিন শেয়ার বাজারে বস্তুগতভাবে মিথ্যা তথ্য দিয়ে নথিভুক্ত হয়েছে তাহলেও এই ডিল এগোবে না।’ যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার কর্তৃপক্ষ টুইটারের বিষয়ে এমন কোনো ‘সন্দেহজনক অভিযোগের’ তদন্ত করছে কিনা এমন এক টুইটের জবাবে মাস্ক এই টুইট করেন। 

তবে, এই বিষয়ে জানার জন্য টুইটার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

এর আগে, গত বৃহস্পতিবার টুইটার মাস্কের দাবি—টুইটার কর্তৃপক্ষ তাঁকে ভুল তথ্য দিয়ে প্রতারিত করার মাধ্যমে টুইটার ক্রয়ের বিষয়ে বাধ্য করেছিল—খারিজ করে দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, মাস্কের দাবি ‘অকল্পনীয় এবং সত্যের বিপরীত’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত