Ajker Patrika

ইনস্টাগ্রাম নোটসে দুই সেকেন্ডের ভিডিও পোস্ট করার সুবিধা এল 

ইনস্টাগ্রাম নোটসে দুই সেকেন্ডের ভিডিও পোস্ট করার সুবিধা এল 

নোটস ফিচারে দুই সেকেন্ডের লুপিং ভিডিও পোস্ট করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এই ফিচার বুমেরাং ভিডিওয়ের মতো কাজ করবে। এছাড়া নতুন আপডেটের মাধ্যমে এখন নোটসের স্ট্যাটাসে সরাসরি রিপ্লাইও দেওয়া যাবে। 

নোটস ফিচার দুই বছর আগে উন্মোচন করা হয়। এর মাধ্যমে ইনস্টাগ্রামে সীমিত টেক্সট ভিত্তিক স্ট্যাটাস দেওয়ার সুবিধা দেওয়া হয়। পরবর্তীতে এতে মিউজিক ও অনুবাদের ফিচার যুক্ত করা হয়। এখন এই ফিচারের মধ্যেই ২ সেকেন্ডের ‘মিনি বুমেরাং’ ভিডিও পোস্ট করা যাবে। বন্ধুদের ইনবক্সে আপনার সাধারণ প্রোফাইল ছবির পরিবর্তে এই ভিডিও দেখানো হবে। ভিডিওগুলোর মেয়াদ হবে ২৪ ঘন্টা। এরপর স্বয়ক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে যাবে। 

যেভাবে ভিডিও নোট পোস্ট করবে

১. ভিডিও নোট পোস্টের জন্য ইনস্টাগ্রামের ইনবক্সে প্রবেশ করতে হবে। 
২. ইনবক্সে নোটের সারি থেকে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। 
৩. এরপর ছবির ওপরে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৪. ট্যাপ করার পর ২ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ শুরু হবে। 
৫. ভিডিওটি পছন্দ হলে এর সঙ্গে কোনো টেক্সট যুক্ত করে তা পোস্ট করুন। টেক্সট যুক্ত না করেও শুধু ভিডিও পোস্ট করা যাবে।

এরপর ছবির ওপরে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন। ছবি: ইনস্টাগ্রামনোটসে ভিডিও যুক্ত করার সুবিধা ছাড়াও স্টোরির মতো প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেবে মেটা। ইনবক্সে 
স্ট্যাটাসের রিপ্লাইয়ের জন্য কোনো নোটে ট্যাপ করলে জিআইএফ, স্টিকার, ভয়েস নোট, ছবি ও টেক্সট পাঠানোর জন্য একটি শর্টকাট দেখা যাবে। এসব রিপ্লাই ইনবক্সের অন্যান্য মেসেজের সঙ্গে দেখা যাবে। 

পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে সম্প্রতি ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর আগে এই সুবিধা শুধু স্টোরিতে ব্যবহার করা যেত। এখন নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যাবে। 

তথ্যসূত্র: এন্ডগেজেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত