নোটস ফিচারে দুই সেকেন্ডের লুপিং ভিডিও পোস্ট করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এই ফিচার বুমেরাং ভিডিওয়ের মতো কাজ করবে। এছাড়া নতুন আপডেটের মাধ্যমে এখন নোটসের স্ট্যাটাসে সরাসরি রিপ্লাইও দেওয়া যাবে।
নোটস ফিচার দুই বছর আগে উন্মোচন করা হয়। এর মাধ্যমে ইনস্টাগ্রামে সীমিত টেক্সট ভিত্তিক স্ট্যাটাস দেওয়ার সুবিধা দেওয়া হয়। পরবর্তীতে এতে মিউজিক ও অনুবাদের ফিচার যুক্ত করা হয়। এখন এই ফিচারের মধ্যেই ২ সেকেন্ডের ‘মিনি বুমেরাং’ ভিডিও পোস্ট করা যাবে। বন্ধুদের ইনবক্সে আপনার সাধারণ প্রোফাইল ছবির পরিবর্তে এই ভিডিও দেখানো হবে। ভিডিওগুলোর মেয়াদ হবে ২৪ ঘন্টা। এরপর স্বয়ক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে যাবে।
যেভাবে ভিডিও নোট পোস্ট করবে
১. ভিডিও নোট পোস্টের জন্য ইনস্টাগ্রামের ইনবক্সে প্রবেশ করতে হবে।
২. ইনবক্সে নোটের সারি থেকে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ছবির ওপরে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৪. ট্যাপ করার পর ২ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ শুরু হবে।
৫. ভিডিওটি পছন্দ হলে এর সঙ্গে কোনো টেক্সট যুক্ত করে তা পোস্ট করুন। টেক্সট যুক্ত না করেও শুধু ভিডিও পোস্ট করা যাবে।
নোটসে ভিডিও যুক্ত করার সুবিধা ছাড়াও স্টোরির মতো প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেবে মেটা। ইনবক্সে
স্ট্যাটাসের রিপ্লাইয়ের জন্য কোনো নোটে ট্যাপ করলে জিআইএফ, স্টিকার, ভয়েস নোট, ছবি ও টেক্সট পাঠানোর জন্য একটি শর্টকাট দেখা যাবে। এসব রিপ্লাই ইনবক্সের অন্যান্য মেসেজের সঙ্গে দেখা যাবে।
পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে সম্প্রতি ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর আগে এই সুবিধা শুধু স্টোরিতে ব্যবহার করা যেত। এখন নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যাবে।
তথ্যসূত্র: এন্ডগেজেট
নোটস ফিচারে দুই সেকেন্ডের লুপিং ভিডিও পোস্ট করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এই ফিচার বুমেরাং ভিডিওয়ের মতো কাজ করবে। এছাড়া নতুন আপডেটের মাধ্যমে এখন নোটসের স্ট্যাটাসে সরাসরি রিপ্লাইও দেওয়া যাবে।
নোটস ফিচার দুই বছর আগে উন্মোচন করা হয়। এর মাধ্যমে ইনস্টাগ্রামে সীমিত টেক্সট ভিত্তিক স্ট্যাটাস দেওয়ার সুবিধা দেওয়া হয়। পরবর্তীতে এতে মিউজিক ও অনুবাদের ফিচার যুক্ত করা হয়। এখন এই ফিচারের মধ্যেই ২ সেকেন্ডের ‘মিনি বুমেরাং’ ভিডিও পোস্ট করা যাবে। বন্ধুদের ইনবক্সে আপনার সাধারণ প্রোফাইল ছবির পরিবর্তে এই ভিডিও দেখানো হবে। ভিডিওগুলোর মেয়াদ হবে ২৪ ঘন্টা। এরপর স্বয়ক্রিয়ভাবে ভিডিওগুলো মুছে যাবে।
যেভাবে ভিডিও নোট পোস্ট করবে
১. ভিডিও নোট পোস্টের জন্য ইনস্টাগ্রামের ইনবক্সে প্রবেশ করতে হবে।
২. ইনবক্সে নোটের সারি থেকে নিজের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
৩. এরপর ছবির ওপরে থাকা ক্যামেরা বাটনে ট্যাপ করুন।
৪. ট্যাপ করার পর ২ সেকেন্ডের জন্য ভিডিও ধারণ শুরু হবে।
৫. ভিডিওটি পছন্দ হলে এর সঙ্গে কোনো টেক্সট যুক্ত করে তা পোস্ট করুন। টেক্সট যুক্ত না করেও শুধু ভিডিও পোস্ট করা যাবে।
নোটসে ভিডিও যুক্ত করার সুবিধা ছাড়াও স্টোরির মতো প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেবে মেটা। ইনবক্সে
স্ট্যাটাসের রিপ্লাইয়ের জন্য কোনো নোটে ট্যাপ করলে জিআইএফ, স্টিকার, ভয়েস নোট, ছবি ও টেক্সট পাঠানোর জন্য একটি শর্টকাট দেখা যাবে। এসব রিপ্লাই ইনবক্সের অন্যান্য মেসেজের সঙ্গে দেখা যাবে।
পোস্ট ও রিলস শেয়ারের ক্ষেত্রে সম্প্রতি ক্লোজড ফ্রেন্ডস ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এর আগে এই সুবিধা শুধু স্টোরিতে ব্যবহার করা যেত। এখন নির্দিষ্ট বন্ধুদের নিয়ে গ্রুপ তৈরি করে সেখানে পোস্ট ও রিলস শেয়ার করা যাবে।
তথ্যসূত্র: এন্ডগেজেট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে ভবিষ্যতবাণী করল ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান। সান ফ্রান্সিসকোতে এক সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে তিনি বলেন, চ্যাটজিপিটি এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ এর সঙ্গে কথা বলবে। এমনকি, ভবিষ্যতে চ্যাটজিপিটি হয়তো মানুষের সমস্
৪৪ মিনিট আগেচীনের বেইজিংয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট গেমস। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) শুরু হওয়া এই আয়োজনে ১৬টি দেশ থেকে ২৮০টি দল অংশ নিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও রোবোটিক্সে নিজেদের অগ্রগতি তুলে ধরতেই এমন আয়োজন করেছে চীন।
২ ঘণ্টা আগেস্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে শুরুর দিকের স্মার্টফোনগুলোতে এত ফিচার ছিল না এবং এত বিস্তৃত পরিসরেও ব্যবহার করা যেত না। সেই সময়ের স্মার্টফোনগুলো ছিল বড়, ভারী ও সীমিত ক্ষমতার।
৩ ঘণ্টা আগেবর্তমান প্রজন্মের সাজসজ্জায় এসেছে এক অভিনব পরিবর্তন। চোখের নিচে কালো দাগ, ফ্যাকাশে মুখ আর ঠোঁটে হালকা বেগুনি রং মিলিয়ে এক ধরনের ক্লান্ত ও অবসন্ন মেকআপ লুক এখন টিকটকে খুবই জনপ্রিয়। এত দিন চেহারার যেসব ক্লান্তির চিহ্ন লুকানোর চেষ্টা করা হতো, এখন সেটাই ‘টায়ার্ড গার্ল’ নামের নতুন ট্রেন্ড।
৪ ঘণ্টা আগে