অনলাইন ডেস্ক
একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল প্রযুক্তির বড় বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তির রূপ—ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হতে শুরু করেছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। তবে এখন ভবন নির্মাণেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাকস, এমনকি মঙ্গলগ্রহে বসবাসের জন্য পরীক্ষামূলক ঘর নির্মাণের পর এবার তৈরি হলো যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে এই অভিনব স্টারবাকস। ২০২৪ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শুরু হয়। যদিও স্টারবাকস কর্তৃপক্ষ ভবনটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান কোম্পানি পারি ৩ডি কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠান এর আগেও ইউরোপের সবচেয়ে বড় আকারের থ্রিডি প্রিন্টেড ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণে কোম্পানিটি ব্যবহার করেছে কোবড বিওডি–২ নামের থ্রিডি প্রিন্টার। এটি স্বয়ংক্রিয়ভাবে রোবটিক নোজল থেকে সিমেন্টজাতীয় পদার্থ নির্দিষ্ট নকশা অনুযায়ী স্তরে স্তরে প্রিন্ট করে ভবনের মূল কাঠামো তৈরি করে।
কাঠামোটি একবার প্রিন্ট করা শেষ হলে চূড়ান্তভাবে জানালা, বারান্দা ও অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে মানুষেরই হাত লাগাতে হয়। ভবনটি একতলা ও এর আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। ভবনটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) অর্ডারের জন্য ব্যবহৃত হবে, বসে কফি খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্সের নথি অনুযায়ী, প্রকল্পটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। যদিও চূড়ান্ত খরচ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে থ্রিডি প্রিন্টেড ভবনের যে জোয়ার চলছে, এটি তারই আরেকটি নজির। টেক্সাসের অন্য এলাকাতেও আইকন নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ।
এদিকে সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন নির্মাণ সম্পন্ন করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস
একসময় ছিল, যখন কাগজে লেখা প্রিন্টই ছিল প্রযুক্তির বড় বিস্ময়। এরপর সময়ের সঙ্গে বদলেছে প্রযুক্তির রূপ—ঘরে বসেই থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টারে তৈরি হতে শুরু করেছে ছোটখাটো মডেল, খেলনা কিংবা যন্ত্রাংশ। তবে এখন ভবন নির্মাণেও জায়গা করে নিচ্ছে এই প্রযুক্তি। ওয়ালমার্টের এক্সটেনশন, মেরিন ব্যারাকস, এমনকি মঙ্গলগ্রহে বসবাসের জন্য পরীক্ষামূলক ঘর নির্মাণের পর এবার তৈরি হলো যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্টেড স্টারবাকস কফিশপ।
টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিল শহরে স্থাপন করা হয়েছে এই অভিনব স্টারবাকস। ২০২৪ সালের শেষ দিকে এর নির্মাণকাজ শুরু হয়। যদিও স্টারবাকস কর্তৃপক্ষ ভবনটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি। তবে স্থানীয় ফেসবুকভিত্তিক সংবাদমাধ্যম ব্রাউনসভিল টুডে জানিয়েছে, ২৮ এপ্রিল থেকে এখানে কফি পরিবেশন শুরু হতে পারে।
প্রকল্পটি বাস্তবায়ন করেছে জার্মান কোম্পানি পারি ৩ডি কনস্ট্রাকশন। এই প্রতিষ্ঠান এর আগেও ইউরোপের সবচেয়ে বড় আকারের থ্রিডি প্রিন্টেড ভবন নির্মাণ করেছে। ভবনটি নির্মাণে কোম্পানিটি ব্যবহার করেছে কোবড বিওডি–২ নামের থ্রিডি প্রিন্টার। এটি স্বয়ংক্রিয়ভাবে রোবটিক নোজল থেকে সিমেন্টজাতীয় পদার্থ নির্দিষ্ট নকশা অনুযায়ী স্তরে স্তরে প্রিন্ট করে ভবনের মূল কাঠামো তৈরি করে।
কাঠামোটি একবার প্রিন্ট করা শেষ হলে চূড়ান্তভাবে জানালা, বারান্দা ও অন্যান্য অভ্যন্তরীণ কাঠামো নির্মাণে মানুষেরই হাত লাগাতে হয়। ভবনটি একতলা ও এর আয়তন ১ হাজার ৪০০ বর্গফুট। ভবনটি মূলত পিকআপ ও ড্রাইভ-থ্রু (গাড়িতে বসে অর্ডার) অর্ডারের জন্য ব্যবহৃত হবে, বসে কফি খাওয়ার জন্য নয়।
২০২৩ সালের সরকারি লাইসেন্সের নথি অনুযায়ী, প্রকল্পটির বাজেট ধরা হয়েছিল প্রায় ১২ লাখ মার্কিন ডলার। যদিও চূড়ান্ত খরচ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি।
যুক্তরাষ্ট্রে থ্রিডি প্রিন্টেড ভবনের যে জোয়ার চলছে, এটি তারই আরেকটি নজির। টেক্সাসের অন্য এলাকাতেও আইকন নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যেই বেশ কয়েকটি আবাসন প্রকল্প সম্পন্ন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য উলফ র্যাঞ্চ ও কমিউনিটি ফার্স্ট ভিলেজ।
এদিকে সম্প্রতি মাত্র ছয় ঘণ্টায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রেলস্টেশন নির্মাণ সম্পন্ন করেছে জাপান।
তথ্যসূত্র: নিউ অ্যাটলাস
বর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৪৩ মিনিট আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৩ ঘণ্টা আগেএক রাতেই যুক্তরাষ্ট্রের অ্যাপলের ফ্রি অ্যাপ তালিকার শীর্ষে উঠে আসে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ডিপসিকের তৈরি চ্যাটবট ডিপসিক আর১। অ্যাপটি যেন ঝড় তোলে প্রযুক্তি বিশ্বে। কোম্পানিটি দাবি করে, এ চ্যাটবট ওপেনএআইয়ের চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী এবং তা তৈরি করতে ব্যয় হয়েছে সামান্য অর্থ।
১৯ ঘণ্টা আগে