Ajker Patrika

একটি শব্দ থেকেই ইউটিউব–টিকটকের জন্য ভিডিও বানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০০: ০৭
একটি শব্দ থেকেই ইউটিউব–টিকটকের জন্য ভিডিও বানিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা যাবে ভিডিও। অনেকগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমকে একত্র করে একক একটি ওয়েব টুল চালু করা হয়েছে। এই টুল ব্যবহার করে ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো প্ল্যাটফর্মগুলোর জন্য স্বয়ংক্রিয়ভাবে ছোট আকারের ভিডিও বানানো যাবে। 

টেক ক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, ওয়েব টুলটির নাম ‘কুইকভিড’। কুইকভিডে ছোট একটি শব্দ দেওয়া হলে এটি নিজস্ব লাইব্রেরি থেকে পটভূমির জন্য একটি ভিডিও বাছাই করবে। এরপর চিত্রনাট্য এবং কিওয়ার্ড লিখবে এবং ড্যাল-ই-২ ওপেন এআই সিস্টেমের মাধ্যমে ছবি বসাবে। এরপর এতে কৃত্রিম ভয়েস ওভার এবং ইউটিউবের ফ্রি মিউজিক লাইব্রেরি থেকে আবহসংগীত যোগ করবে।

কুইকভিডের নির্মাতা ড্যানিয়েল হাবিব বলেন, ‘ভিডিও নির্মাতারা এবং তাঁদের অনুসারীর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সাহায্য করবে এই এআই।’

তিনি আরও বলেন, ‘কুইকভিড ভিডিও নির্মাতাদের দ্রুত এবং সহজে মানসম্পন্ন কনটেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় টুল সরবরাহ করছে। এভাবে নির্মাতাদের তাঁদের কনটেন্ট বাড়াতে সাহায্য করছে ওয়েব টুলটি। ফলে ভিডিও নির্মাতাদেরও পরিশ্রম কমে এসেছে।’ 

কুইকভিডের নির্মাতা ড্যানিয়েল হাবিব একজন স্বশিক্ষিত ডেভেলপার। এর আগে ফেসবুক লাইভ এবং ভিডিও বিভাগে কাজ করেছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত