কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি ইনফ্লুয়েন্সারদের নিয়ে বিশ্বের প্রথম সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীর মুকুট অর্জন করেছেন কেনজা লাইলি নামে মরক্কোর ইনফ্লুয়েন্সার। এই শিরোপার সঙ্গে ২০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লাইলি।
এআই দিয়ে বিভিন্ন একটি অ্যাভাটার তৈরি করে থাকে প্রযুক্তি কোম্পানি। কৃত্রিম মডেলগুলো ছবি দেখতে একদম বাস্তব বলে মনে হয়। এদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট থাকে। এআই ইনফ্লুয়েন্সারদের একেকজনের একেক বৈশিষ্ট্য থাকে। বিভিন্ন কাল্পনিক প্রেক্ষাপট জুড়ে দিয়ে তাদের ছবি অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে পোস্ট করা হয়। এসব অ্যাকাউন্টের হাজার হাজার ফলোয়ার রয়েছে। বিশেষ করে ইনস্টাগ্রামে এই ধরনের ইনফ্লুয়েন্সাররা জনপ্রিয়। এমনই এআই ইনফ্লুয়েন্সাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিজয়ী কেনজা লাইলি একজন অ্যাকটিভিস্ট ও ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার। মরক্কোর প্রথম ভার্চ্যুয়াল ইনফ্লুয়েন্সার হলো লাইলি। নিজের কনটেন্টের মাধ্যমে লাইলি মরক্কোর ঐতিহ্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায়। এ ছাড়া বিভিন্ন খাবার, সংস্কৃতি, ফ্যাশন ও সৌন্দর্য বিষয়ে পোস্ট করে লাইলি। খুব দ্রুতই এই এআই জনপ্রিয়তা পায়। প্রায় ১ হাজার ৫০০ প্রতিযোগীকে পেছনে ফেলে পুরস্কৃত হয়েছে এই এআই।
শিরোপা জয়ের পর লাইলি বলেন, শিক্ষা ও ইতিবাচক উদাহরণের মাধ্যমে আমরা সমাজে এআইয়ের ভূমিকা সম্পর্কে আরও সচেতন ও আশাবাদী দৃষ্টিভঙ্গি তৈরি করতে পারি। মরক্কোর হয়ে এই পুরস্কার জিততে পেরে আমিও গর্বিত!’
গত এপ্রিলে ‘মিস এআই’ প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয় অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যানভু’। এই প্রতিযোগিতা এআই দিয়ে তৈরি অ্যাভাটারের নাম নিবন্ধন করেছিল বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এআই ইনফ্লুয়েন্সারের চেহারা, আচরণ, অনলাইন উপস্থিতি ও প্রভাবের মতো বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে সেরা সুন্দরী নির্বাচন করা হয়। পর্যায়ক্রমে শীর্ষ সুন্দরী এআইদের বাছাই করা হয়। এর আগে শীর্ষ দশজনের নাম প্রকাশ করা হয়েছিল। এই তালিকায় বাংলাদেশি এআই ইনফ্লুয়েন্সার এলিজা খানও ছিল।
এ ছাড়া রানার্সআপ হয়েছে ফ্রান্সের লালিনা ভালিনা ও পর্তুগালের অলিভিয়া সি।
তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
৩ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৪ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৫ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৫ দিন আগে