অনলাইন ডেস্ক
চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।’
চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।
তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।
মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।
গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
হুয়াওয়ের প্রসেসরে টিএসএমসির চিপ পাওয়ার খবর সামনে আসার পর তাইওয়ানের প্রতিষ্ঠানটি চীনের চিপ ডিজাইনার ‘শপগো’র কাছে পূর্বনির্ধারিত সব শিপমেন্ট বাতিল করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ টিএসএমসিকে আরও কিছু চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।
এদিকে তাইওয়ান সরকার বারবার অভিযোগ করেছে যে চীনা কোম্পানিগুলো, বিশেষত এসএমআইসি, তাইওয়ান থেকে প্রযুক্তি চুরি এবং দক্ষ চিপ ইঞ্জিনিয়ার নিয়োগের চেষ্টা করছে।
উল্লেখ্য, এসএমআইসি হলো চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে উৎপাদন বাড়াতে বিনিয়োগ জোরদার করেছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স
চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।’
চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।
তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।
মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।
গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
হুয়াওয়ের প্রসেসরে টিএসএমসির চিপ পাওয়ার খবর সামনে আসার পর তাইওয়ানের প্রতিষ্ঠানটি চীনের চিপ ডিজাইনার ‘শপগো’র কাছে পূর্বনির্ধারিত সব শিপমেন্ট বাতিল করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ টিএসএমসিকে আরও কিছু চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।
এদিকে তাইওয়ান সরকার বারবার অভিযোগ করেছে যে চীনা কোম্পানিগুলো, বিশেষত এসএমআইসি, তাইওয়ান থেকে প্রযুক্তি চুরি এবং দক্ষ চিপ ইঞ্জিনিয়ার নিয়োগের চেষ্টা করছে।
উল্লেখ্য, এসএমআইসি হলো চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে উৎপাদন বাড়াতে বিনিয়োগ জোরদার করেছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে