আজকের পত্রিকা ডেস্ক
চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।’
চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।
তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।
মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।
গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
হুয়াওয়ের প্রসেসরে টিএসএমসির চিপ পাওয়ার খবর সামনে আসার পর তাইওয়ানের প্রতিষ্ঠানটি চীনের চিপ ডিজাইনার ‘শপগো’র কাছে পূর্বনির্ধারিত সব শিপমেন্ট বাতিল করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ টিএসএমসিকে আরও কিছু চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।
এদিকে তাইওয়ান সরকার বারবার অভিযোগ করেছে যে চীনা কোম্পানিগুলো, বিশেষত এসএমআইসি, তাইওয়ান থেকে প্রযুক্তি চুরি এবং দক্ষ চিপ ইঞ্জিনিয়ার নিয়োগের চেষ্টা করছে।
উল্লেখ্য, এসএমআইসি হলো চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে উৎপাদন বাড়াতে বিনিয়োগ জোরদার করেছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স
চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।
তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।
অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি।
রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।
বিবৃতিতে আরও বলা হয়, ‘উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।’
চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।
তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।
মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।
গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।
হুয়াওয়ের প্রসেসরে টিএসএমসির চিপ পাওয়ার খবর সামনে আসার পর তাইওয়ানের প্রতিষ্ঠানটি চীনের চিপ ডিজাইনার ‘শপগো’র কাছে পূর্বনির্ধারিত সব শিপমেন্ট বাতিল করে। এরপর গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ টিএসএমসিকে আরও কিছু চীনা গ্রাহকদের কাছে চিপ সরবরাহ বন্ধের নির্দেশ দেয়।
এদিকে তাইওয়ান সরকার বারবার অভিযোগ করেছে যে চীনা কোম্পানিগুলো, বিশেষত এসএমআইসি, তাইওয়ান থেকে প্রযুক্তি চুরি এবং দক্ষ চিপ ইঞ্জিনিয়ার নিয়োগের চেষ্টা করছে।
উল্লেখ্য, এসএমআইসি হলো চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান। দেশটির নিজস্ব সেমিকন্ডাক্টর সক্ষমতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের কঠোর রপ্তানি নিষেধাজ্ঞার মধ্যে উৎপাদন বাড়াতে বিনিয়োগ জোরদার করেছে তারা।
তথ্যসূত্র: রয়টার্স
চাকরির আবেদন মানেই সিভি তৈরি করা। কিন্তু এখন আর সেটি কঠিন বা সময়সাপেক্ষ নয়। এআই টুল ব্যবহার করে খুব সহজে তৈরি করা যায় যেকোনো পেশার উপযোগী সিভি। নিয়োগদাতার কাছে নিজেকে উপস্থাপনের প্রথম ধাপ সিভি। এটি যত পরিষ্কার, সংক্ষিপ্ত ও আকর্ষণীয় হবে, চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে।
১২ মিনিট আগেএকটা সময় স্মার্ট গ্লাস বা স্মার্ট চশমা প্রযুক্তি জগতে ব্যাপক সাড়া ফেলে। স্মার্ট চশমায় মূলত নোটিফিকেশন দেখা, ছবি তোলা ইত্যাদি করা যেত। বর্তমানে এর সঙ্গে এআই যুক্ত করা হচ্ছে। তাই চশমা চোখে দেওয়ার সঙ্গে সঙ্গে এআই চারপাশের পরিবেশ বুঝতে, শুনতে এবং সরাসরি সহায়তা করতে পারে।
১ ঘণ্টা আগেগুগল তাদের এআই প্ল্যাটফর্ম জেমিনি প্রো এক বছরের জন্য শিক্ষার্থীদের বিনা মূল্যে ব্যবহারের সুযোগ দিয়েছে। তালিকায় বাংলাদেশও রয়েছে। এই সুযোগ শিক্ষার্থীদের গবেষণা, অ্যাসাইনমেন্ট, কোডিং, প্রতিবেদন তৈরি, ভিডিও প্রজেক্টসহ নানা শিক্ষামূলক কাজে সহায়তা করবে। সুযোগটি চলতি বছরের ৯ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য।
১ ঘণ্টা আগেস্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
২ দিন আগে