এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
১৩ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
১৪ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১৭ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৮ ঘণ্টা আগে