ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
ওয়্যারহাউসে মালামাল ওঠানামার জন্য পরীক্ষামূলকভাবে রোবট ব্যবহার করছে অ্যামাজন। এর ফলে কর্মীদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
অ্যামাজন ডিজিট নামের হিউম্যানোয়েড রোবট (মানবিক রোবট) ব্যবহার করছে। দুপেয়ে রোবটটি বিভিন্ন বস্তু ধরতে ও ওঠাতে পারে। এটিকে দিয়ে খালি প্লাস্টিকের বাক্স সরানোর কাজ করছে অ্যামাজন।
বিভিন্ন কাজে রোবটকে যুক্ত করার পরিকল্পনা কোম্পানির ১৫ লাখ কর্মীর ওপর প্রভাব ফেলার সম্ভাবনা তৈরি করছে। কারণ, ওয়ারহাউসগুলো স্বয়ংক্রিয় করতে এই উদ্যোগ নিয়েছে অ্যামাজন।
তবে আমাজন রোবোটিকসের প্রধান প্রযুক্তিবিদ টাই ব্র্যাডি দাবি করছেন, গতানুগতিক, পুনরাবৃত্তিমূলক ও নিম্ন স্তরের কাজকে কোম্পানি বাদ দিতে চায়। এর ফলে কিছু কর্মী চাকরি হারাবে। তবে নতুন চাকরির সুযোগও সৃষ্টি হবে।
কোম্পানির জন্য কর্মীদের চাহিদা ‘অপূরণীয়’। তবে অ্যামাজন একদিন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ওয়্যারহাউস তৈরি করবে বলে ব্র্যাডি দাবি করেন।
রোবটটি সামনে, পেছনে ও পাশাপাশি চলতে পারে এবং নত হতে পারে। এর উচ্চতা ৫ ফিট ৯ ইঞ্চি (১৭৫ সেমি) ও ওজন ৬৫ কেজির মতো। রোবটটি প্রায় ১৬ কেজি ভারউত্তোলন করতে পারে।
এক ব্লগপোস্টে অ্যামাজন বলে, বিভিন্ন খালি জায়গা ও কোনায় অভিনব উপায়ে ডিজিটকে ব্যবহার করবে। এই প্রযুক্তি কর্মীদের প্লাস্টিক বাক্স রিসাইকেল করতে সাহায্য করবে।
ডিজিট রোবটের প্রথম ক্রেতা গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। গত বছর অ্যামাজনের ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাজেলিটি রোবোটিকসের ওপর বিনিয়োগ করে।
এ ছাড়া গত বুধবার আরেকটি ইভেন্টে যুক্তরাষ্ট্রর হিউস্টন ওয়্যারহাউসে সেকোইয়া নামের আরেকটি রোবট সিস্টেমের স্থাপনের ঘোষণা দেয় অ্যামাজন। দ্রুত পণ্য ডেলিভারির জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ব্র্যাডি বলেন, এই ধরনের সহযোগিতামূলক রোবটের জন্য কর্মীদেরও প্রয়োজন হয়।
‘অ্যাজিলিটি রোবটিক্স’ কোম্পানি রোবটটি তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের কর্ভাল্লিস ও অরিগন শহরভিত্তিক স্টার্টআপ এই কোম্পানিতে অ্যামাজনের বিনিয়োগ আছে।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১১ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১১ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১১ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১৪ ঘণ্টা আগে