Ajker Patrika

শুরু হচ্ছে ‘উইমেন ইন টেক’ প্রতিযোগিতা

প্রযুক্তি ডেস্ক
শুরু হচ্ছে  ‘উইমেন  ইন টেক’ প্রতিযোগিতা

বাংলাদেশের নারীদের জন্য একটি বিশেষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা নিয়ে এসেছে হুয়াওয়ে দক্ষিণ এশিয়া অফিস। সম্প্রতি ঢাকায় হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে ‘উইমেন ইন টেক ২০২৩’ শীর্ষক এই প্রোগ্রামের উদ্বোধন করা হয়। আইসিটি খাতে প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখতে এবং নারীদের মাঝে এই খাত-সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজটি করছে হুয়াওয়ে। বাংলাদেশে এই প্রতিযোগিতার কৌশলগত সহযোগী ইউনেসকো।

‘টেক ফর হার, টেক বাই হার, টেক উইথ হার’ এই থিম নিয়ে ২০২০ সালে বিশ্বব্যাপী হুয়াওয়ে ‘উইমেন ইন টেক’ প্রোগ্রামটি চালু করেছে। এ বছর প্রথমবারের মতো বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে হুয়াওয়ে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া নারী শিক্ষার্থী কিংবা দুই বছরের মধ্যে স্নাতক সম্পূর্ণ করেছেন এমন নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং এবং ইউনেসকো ঢাকা কার্যালয়ের অফিসার ইন চার্জ সুজান ভাইজ যৌথভাবে এই প্রোগ্রামের উদ্বোধন করেন। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সংশ্লিষ্ট আরো অনেকে।

এই প্রতিযোগিতায় অংশগ্রহণে নিবন্ধন প্রক্রিয়া উন্মুক্ত করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ জুলাইয়ের মধ্যে হুয়াওয়ের মেইলে ([email protected]) নিজেদের সিভি পাঠিয়ে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়া হবে। পরে শীর্ষ ৫০ জন মনোনীত আবেদনকারী হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে আট দিনের বুট ক্যাম্প প্রশিক্ষণে যোগ দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত