Ajker Patrika

গত বছর ৩৪ কোটির বেশি স্মার্টফোন সরবরাহ করেছে চীন

প্রযুক্তি ডেস্ক
গত বছর ৩৪ কোটির বেশি স্মার্টফোন সরবরাহ করেছে চীন

গত বছর দেশের গ্রাহকদের কাছে ৩৪ কোটি ২৮ লাখ স্মার্টফোন সরবরাহ করেছে চীন, যা এর আগের বছরের তুলনায় ১৫ দশমিক ৯ শতাংশ বেশি। আজ মঙ্গলবার চীনের সরকারি এক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে কোভিড মহামারির শুরুর দিকে এই খাতে হওয়া ক্ষতি অনেকটাই পুষিয়ে নেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

চায়না একাডেমি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ২০১৯ সালের চেয়ে ২০২০ সালে এ খাতে সংকোচন হয়েছিল। ২০২০ সালে ৩৭ কোটি ২০ লাখ স্মার্টফোনের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৯ কোটি ৬০ লাখ স্মার্টফোন সরবরাহ হয় ওই বছর।

গত মাসে অভ্যন্তরীণ ভাবে ৩ কোটি ২৭ লাখ স্মার্টফোন সরবরাহ করে চীন, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৬ শতাংশ বেশি। 

রয়টার্স জানায়, বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর চিপের খরা অনেক দিন ধরেই চলছে। এটি প্রযুক্তি খাতকে বেশ ভোগাচ্ছে। এর ফলে ২০২১ সালে মোবাইল ব্র্যান্ড এবং অন্যান্য হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। চিপ ঘাটতির বলয় থেকে চীন নিজেও বের হতে পারেনি। তাই সাম্প্রতিক সময়ে বেশ ধীর গতিতে উৎপাদনকাজ এগিয়ে নিতে হয়েছে ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোকে। এ কারণেই গ্রাহকদের কাছে আপগ্রেড মোবাইল হ্যান্ডসেট পৌঁছাতে বেশ দেরি হচ্ছে দেশটির।

চীনের অভ্যন্তরীণ বাজারে একমাত্র বিদেশি ব্র্যান্ড হিসেবে ২০২১ সালে বেশ দাপট দেখিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। গত বছরের তৃতীয় প্রান্তিকে এ অঞ্চল থেকে এর আগের বছরের তুলনায় ৮৩ শতাংশ বেশি রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি। এর পুরোটাই এসেছে তাইওয়ান, হংকং ও চীনের বাজার থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত