অ্যান্ড্রয়েডের গুগল ফটোজে গ্যালারি গুছিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। ‘ফটো স্ট্যাকস’ নামে এই ফিচার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখবে।
এআইভিত্তিক ফিচারটি এলোমেলোভাবে থাকা ছবিগুলো গুছিয়ে রাখতে বিষয়ভিত্তিক গ্রুপ ও ছোট ছোট অ্যালবাম তৈরি করে দেবে। একই ধরনের ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবি চিহ্নিত করে দেবে ফটো স্ট্যাকস। আর সবচেয়ে ভালো ছবিটি দিয়ে গ্রুপটির কভার ছবি তৈরি করবে।
তবে গ্রাহকেরা চাইলে কভার ছবিটি পরিবর্তন করতে পারবেন বা ফিচারটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন। স্ক্রিনের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন থেকে ফিচারটি বন্ধ করা যাবে।
যদি গ্রাহকের অ্যাকাউন্টে ফটো স্ট্যাকস থাকে, তাহলে গুগল ফটোজে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের সামনে ফিচারটি চালু হবে। গ্রুপে মোট ১০০টি ছবি ব্যবহারকারীরা রাখতে পারবেন। এই ফিচার শুধু গুগল ক্লাউডে রাখা ছবিগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ‘ফটো ব্যাকআপ’ অপশনটি চালু রাখতে হতে পারে।
এ ছাড়া গুগল ফটোজের আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট ও ডকুমেন্টের আলাদা গ্রুপ তৈরি করবে।
শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গত বছরে ফিচারটি উন্মোচন করা হয়েছিল। এখন সব অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হবে। তবে ফিচারটি অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে চালু হতে আরও কিছু সপ্তাহ বা মাস লাগতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
অ্যান্ড্রয়েডের গুগল ফটোজে গ্যালারি গুছিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার আসছে। ‘ফটো স্ট্যাকস’ নামে এই ফিচার ছবিগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সাজিয়ে রাখবে।
এআইভিত্তিক ফিচারটি এলোমেলোভাবে থাকা ছবিগুলো গুছিয়ে রাখতে বিষয়ভিত্তিক গ্রুপ ও ছোট ছোট অ্যালবাম তৈরি করে দেবে। একই ধরনের ছবিগুলোর মধ্য থেকে সবচেয়ে ভালো ছবি চিহ্নিত করে দেবে ফটো স্ট্যাকস। আর সবচেয়ে ভালো ছবিটি দিয়ে গ্রুপটির কভার ছবি তৈরি করবে।
তবে গ্রাহকেরা চাইলে কভার ছবিটি পরিবর্তন করতে পারবেন বা ফিচারটি পুরোপুরি বন্ধ করে রাখতে পারবেন। স্ক্রিনের ডান পাশের প্রোফাইল ছবিতে ট্যাপ করে সেটিংস অপশন থেকে ফিচারটি বন্ধ করা যাবে।
যদি গ্রাহকের অ্যাকাউন্টে ফটো স্ট্যাকস থাকে, তাহলে গুগল ফটোজে প্রবেশ করলেই স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের সামনে ফিচারটি চালু হবে। গ্রুপে মোট ১০০টি ছবি ব্যবহারকারীরা রাখতে পারবেন। এই ফিচার শুধু গুগল ক্লাউডে রাখা ছবিগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে। সেই সঙ্গে ফিচারটি ব্যবহারের জন্য গুগলের ‘ফটো ব্যাকআপ’ অপশনটি চালু রাখতে হতে পারে।
এ ছাড়া গুগল ফটোজের আরেক গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো, এটি স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনশট ও ডকুমেন্টের আলাদা গ্রুপ তৈরি করবে।
শুধু আইফোন ব্যবহারকারীদের জন্য গত বছরে ফিচারটি উন্মোচন করা হয়েছিল। এখন সব অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য পর্যায়ক্রমে ফিচারটি চালু করা হবে। তবে ফিচারটি অ্যান্ড্রয়েডের সব ডিভাইসে চালু হতে আরও কিছু সপ্তাহ বা মাস লাগতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথরিটি
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১৬ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১৬ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১৭ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৭ ঘণ্টা আগে