Ajker Patrika

নতুন অর্থায়ন ও অংশীদারত্ব চুক্তি পরিবর্তন নিয়ে আলোচনায় মাইক্রোসফট-ওপেনএআই

অনলাইন ডেস্ক
মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। ছবি: নিউজ বাইটস
মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। ছবি: নিউজ বাইটস

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআই ও যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের বিলিয়ন ডলারের অংশীদারত্ব চুক্তির শর্ত পুনর্লিখনের আলোচনায় বসেছে। আলোচনার লক্ষ্য হলো ওপেনএআইকে ভবিষ্যতে প্রাথমিক শেয়ারবাজারে (আইপিও) আসার সুযোগ করে দেওয়া এবং মাইক্রোসফটের জন্য আধুনিকতম এআই প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করা।

ফিন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, মাইক্রোসফট এখন পর্যন্ত ওপেনএআইতে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। তাই এই আলোচনার মূল বিষয় হলো এই বিনিয়োগের ফলে ওপেনএআইয়ের নতুন লাভজনক কাঠামোর আওতায় মাইক্রোসফট ঠিক কতটুকু শেয়ার পাবে।

প্রতিবেদনে আরও জানানো হয়, ২০৩০ সালের পর নতুন প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়ার শর্তে মাইক্রোসফট তাদের কিছু শেয়ার ছেড়ে দিতেও প্রস্তুত।

২০১৯ সালে ওপেনএআইয়ে প্রাথমিকভাবে এক বিলিয়ন ডলার বিনিয়োগের সময় যেই চুক্তি হয়েছিল তার শর্তগুলোও এখন পুনর্বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, বিনিয়োগকারীদের ওপেনএআই জানিয়েছে, কোম্পানির কাঠামোগত পরিবর্তনের অংশ হিসেবে মাইক্রোসফটের সঙ্গে আয়ের ভাগ কমানোর পরিকল্পনা করছে তারা।

বর্তমানে নিজেদের আয়ের ২০ শতাংশ মাইক্রোসফটের সঙ্গে শেয়ার করে ওপেনএআই, যা ২০৩০ সাল পর্যন্ত কার্যকর হওয়ার কথা ছিল। তবে কোম্পানিটির নতুন আর্থিক পূর্বাভাস অনুসারে, এই ভাগ কমিয়ে ১০ শতাংশ করা হতে পারে।

অন্যদিকে, চলতি বছরের জানুয়ারিতে ওরাকল ও জাপানের সফটব্যাংক গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার কোটি ডলারের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণের পর ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির কিছু গুরুত্বপূর্ণ শর্তে পরিবর্তন এনেছে মাইক্রোসফট।

উল্লেখ্য, মাইক্রোসফট এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। আর ওপেনএআইয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৫ সালে স্যাম অল্টম্যান, ইলন মাস্ক এবং আরও নয়জনের উদ্যোগে ওপেনএআই অলাভজনক গবেষণাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি একটি লাভজনক সহপ্রতিষ্ঠান (সাবসিডিয়ারি) চালু করে, যেখানে বাইরের প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতের মুনাফার একটি নির্দিষ্ট অংশ পাওয়ার শর্তে বিনিয়োগ করতে পারে।

তখন ওপেনএআই বিনিয়োগকারীদের, বিশেষ করে মাইক্রোসফটকে, এই অর্থায়নকে ‘দানসদৃশ’ মনোভাব থেকে দেখার আহ্বান জানিয়েছিল। সেই সঙ্গে প্রতিষ্ঠানটি আরও জানায়, মুনাফার চেয়েও ওপেনএআইয়ের মূল লক্ষ্যকে অগ্রাধিকার দেওয়া হবে।

তবে সাম্প্রতিক বিনিয়োগকারীরা এই অর্থায়নকে দান হিসেবে দেখেননি।

গত বছরের অক্টোবর মাসে ওপেনএআই সফটব্যাংক, মাইক্রোসফট এবং থ্রাইভ ক্যাপিটাল ও অল্টিমিটার ক্যাপিটালসহ বেশ কয়েকটি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ দশমিক ৬ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করে। এরপর চলতি বছরের মার্চ মাসে সফটব্যাংকের নেতৃত্বে আরও ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস ও রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত