টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
টিন্ডার অ্যাপে ভার্চুয়াল ডেটিংয়ের অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন রুশ নাগরিক আলেক্সান্ডার জাদান। ওপেনএআই কোম্পানির এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক জিপিটির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে একাধারে ৫ হাজার নারীর সঙ্গে চ্যাট করেছেন তিনি। নিজের মতো করে সাজানো মডেল ব্যবহার করে জীবনসঙ্গীর সন্ধান পেয়েছেন জাদান।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে বলছে, বাস্তব জীবনে ডেটিংয়ের জন্য নারীদের প্রোফাইল ফিল্টার করতে জাদান এই প্রোগ্রাম ব্যবহার করেন। অ্যালকোহলের ছবি সংযুক্ত নারীদের প্রোফাইলে ডেটিংয়ের তালিকা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়ে। এই পদ্ধতি ব্যবহার করেই জীবনসঙ্গী স্ত্রী কারিনা ভ্যায়ালশাকায়েভাকে খুঁজে পেলেন জাদান।
২০২২ সালের ডিসেম্বরে কারিনার সঙ্গে জিদানের টিন্ডার প্রোফাইল ম্যাচ হয়। সম্পর্কের শুরুর প্রথম কয়েক মাস না জেতেই এআই চ্যাটবটের সঙ্গে চ্যাট করেন কারিনা। কিছুদিন পর জাদান নিজেই কারিনার সঙ্গে চ্যাট করেন আর বাস্তব জগতে একে অপরের সঙ্গে দেখা-সাক্ষাৎ শুরু করেন। বিষয়টি জানার পর কারিনার রাগ হয়নি, তবে তিনি অবাক হয়েছিলেন।
জাদান বলেন, প্রাথমিকভাবে তাঁর বিয়ের কোনো পরিকল্পনা ছিল না। বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য এআই মডেলই তাঁকে পরামর্শ দেয় ।
জাদানের অভিনব ডেটিং পদ্ধতি নিয়ে কারিনা বলেন, জাদান এই কাজে অনেক সময় ব্যয় করেছেন। যুক্তিসংগত উপায়ে এটি ব্যবহার করা হয়েছে বলে কারিনার আপত্তি নেই।
তিনি আরও বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বাস্তব জীবনের সম্পর্ক, যা অনেক চমৎকার।’
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১৪ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১৪ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১৪ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৪ ঘণ্টা আগে