প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
চীনের ইন্টারনেট জায়ান্ট বাইদু ২০২৬ সালে যুক্তরাজ্য ও জার্মানিতে রোবোট্যাক্সি পরিষেবা চালু করার পরিকল্পনা নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড-শেয়ারিং অ্যাপ লিফট–এর মাধ্যমে এ সেবা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরিকল্পনাটি বাস্তবায়িত হবে সংশ্লিষ্ট দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে।
১৯ মিনিট আগেসামাজিক যোগাযোগমাধ্যম টিকটক তাদের কমিউনিটি গাইডলাইনে বড় ধরনের পরিবর্তন আনছে। গত বৃহস্পতিবার এক ব্লগপোস্টে বিষয়টি নিশ্চিত করেন টিকটকের গ্লোবাল ট্রাস্ট অ্যান্ড সেফটি প্রধান সন্দীপ গ্রোভার। নতুন নিয়মগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
১ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসে ৯ হাজার ২০০ বার বেশি হ্যাকিংয়ের প্রচেষ্টা প্রতিহত করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেশি। এসব হামলার বেশির ভাগই উত্তর কোরিয়া থেকে পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এর সর্বশেষ ডিউরেবল পাওয়ারহাউজ অপো এ৫ (৬ জিবি + ১২৮ জিবি) বাংলাদেশে নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এই ডিভাইসটি সারাদেশে অপোর অনুমোদিত স্টোরগুলোয় পাওয়া যাচ্ছে। যারা একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স চান, তাদের জন্য এই ডিভাইসটি একদম যথা
৩ ঘণ্টা আগে