প্রযুক্তি ডেস্ক
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। স্মার্টফোনের সঙ্গে কম্পিউটার যুক্ত করার মাধ্যমে এ হোয়াটসঅ্যাপ ওয়েব কাজ করে। এ সময় প্রাথমিক স্মার্টফোনেও ইন্টারনেটের সঙ্গে যুক্ত রাখতে হয়। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ বন্ধ হলে অথবা ফোন বন্ধ হলে হোয়াটসঅ্যাপ ওয়েব আর কাজ করবে না।
কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাইলে শুরুতেই আপনার মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাপকে ডেস্কটপের হোয়াটসঅ্যাপ ওয়েবের সঙ্গে যুক্ত করতে হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে হোয়াটসঅ্যাপ ইনস্টল করা থাকলে ডেস্কটপ থেকে এই ম্যাসেজিং করা যাবে।
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন:
হোয়াটসঅ্যাপ ওয়েবে লগ ইন করতে কম্পিউটার স্ক্রিনে web. whatsapp. com ওপেন করুন। এখানে একটি স্ক্যান কোড পাবেন। এবার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা ওপরে ডান দিকে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। আর আইফোন গ্রাহকেরা হোয়াটসঅ্যাপ সেটিংস ওপেন করুন। এরপর লিঙ্কড ডিভাইসে ক্লিক করুন। এ ক্ষেত্রে স্ক্যান করে কম্পিউটারে হোয়াটসঅ্যাপ সংযুক্ত করে নিন। আইফোন গ্রাহকেরা লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে ওকে বাটনে ট্যাপ করুন। আইওএস ১৪ অথবা এর বেশি ভার্সন থাকলে টাচআইডি বা ফেসআইডির মাধ্যমে আনলক করতে বলবে হোয়াটসঅ্যাপ। বায়োমেট্রিক অথেনটিকেশন এনাবল না থাকলে পিন দিতে হবে। এবার কিউআর স্ক্রিনে কিপ মি সাইনড ইন অপশন এনেবেল করতে পারেন। এতে একবার সাই ইন করার পরে বারবার আর লগ ইন করতে হবে না।
হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে লগ আউট:
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব ওপেন করুন। এবার ওপরে মেনু থেকে চ্যাট লিস্ট সিলেক্ট করে লগ আউট অপশনটি বেছে নিন। অ্যান্ড্রয়েড গ্রাহকেরা থ্রি ডট মেনু সিলেক্ট করে লিঙ্কড ডিভাইস থেকে যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউট-এ ট্যাপ করুন। আইফোন গ্রাহকেরা সেটিং অপশনে গিয়ে, লিঙ্কড ডিভাইস ওপেন করে, যে ডিভাইস থেকে লগ আউট করতে চান, তা সিলেক্ট করে লগ আউটে ট্যাপ করুন।
প্রসঙ্গত, শিগগিরই মাল্টি ডিভাইস সাপোর্ট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। তখন ফোন ইন্টারনেটের সঙ্গে যুক্ত না থাকলেও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। তবে এই ফিচার আসতে একটু সময় লাগবে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
৩ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে