নওরোজ চৌধুরী
দৈনন্দিন জীবনে ইন্টারনেট এখন অবশ্য প্রয়োজনীয় একটা ব্যাপার। হাতের প্রিয় মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপ আর তাতে ইন্টারনেট সংযোগ এখন স্বাভাবিক যাপনের মধ্যেই পড়ে। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রায় প্রতিদিন কিছু না কিছু ফাইল বা ছবি ডাউনলোড করতে হয়।
ইলিশ মাছ ভাজা প্রায় আমাদের সবার প্রিয়। কাঁটা আছে জেনেও আমরা মুখের ভেতর খেতে খেতেই মাছ থেকে কাঁটা আলাদা করে ফেলতে পারি, যদিও অনেকে সেটা পারে না। যা-ই হোক, ইন্টারনেট ব্যবহার বা ফাইল ডাউনলোডেও এমন কিছু কাঁটা আছে, সেগুলো বাছতে জানতে হবে বা শিখতে হবে। অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপে ফাইল ডাউনলোড করার সময় ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায়। ফলে অচেনা এক্সটেনশন যুক্ত হওয়ায় অন্য ফাইলগুলো আর খোলে না। এসব ঝামেলা থেকে দূরে থাকতে হবে।
অচেনা সাইট থেকে দূরে থাকুন
ফাইল নামানোর সময় গুগলই জানিয়ে দেবে কোনটি বিশ্বস্ত বা কোনটি থেকে ডাউনলোড করলে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। বিশ্বাসযোগ্য সাইট বের করার জন্য গুগলে বেস্ট সেফ মুভি বা সফটওয়্যার ডাউনলোড সাইট ইত্যাদি নামে খুঁজতে হবে। সার্চে যে ব্লগ বা ভিডিওগুলো দেখাবে, সেসব ওয়েবসাইট অনেকেই ব্যবহার করেছে বলে গুগল ব্যবহারের জন্য সাজেশন দিয়ে থাকে। তাই সেগুলো থেকে ক্ষতি হওয়ার ভয় তেমন থাকে না। তা ছাড়া আরেকটা উপায়ও আছে।
ইন্টারনেট ব্রাউজ করার সময় যেসব ওয়েবসাইট ততটা নিরাপদ মনে হবে না, সেসব ওয়েবসাইট ভিজিট করার আগে ভিপিএন কানেক্ট করে ব্রাউজ করা। ইন্টারনেট থেকে নিজেকে গোপন রাখতে অনেকটা সহায়তা করে ভিপিএনগুলো, যা হ্যাকারদের কাছ থেকে আমাদের বাস্তব তথ্য গোপন রাখে।
ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ভিডিও বা মুভি ডাউনলোডই বেশি করা হয়। সে ক্ষেত্রে দেখা যায়, একটা ফাইল ডাউনলোড করার জন্য হাজারটা লিংক দেওয়া থাকে আবার সেই লিংকগুলো বা তার আশপাশে ক্লিক করলে হুট করে স্বয়ংক্রিয়ভাবে একটা নিউ ট্যাব ওপেন হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়। একে বলা হয় পপ অ্যাড। পপ অ্যাডগুলোর কোনো ভরসা নেই। হুটহাট করে অ্যাডাল্ট সাইটে নিয়ে যায় আবার অপ্রয়োজনীয় কিছু এক্সটেনশন অ্যাড করতে বলে, যা ক্ষতিকর হতে পারে। তাই পপ অ্যাডসওয়ালা সাইটে অ্যাড ব্লকার ব্যবহার করা বা পপ অ্যাড করার সঙ্গে সঙ্গে কেটে দেওয়া দরকার।
অপ্রয়োজনীয় এক্সটেনশন অ্যাড করবেন না
প্রায়ই দেখা যায়, আমাদের ডিভাইসগুলোয় অপ্রয়োজনীয় এক্সটেনশন অ্যাড করা থাকে, সেগুলো থেকে বিরত থাকতে হবে।
অ্যান্টিভাইরাস অন রাখা
ডিভাইসগুলোতে অ্যান্টিভাইরাস অন করে রাখতে হবে। এটা ইন্টারনেট ব্যবহারের সময় খুব কাজে দেয়। ফাইল ভাইরাস স্ক্যান করতে হবে। তাতে ক্ষতিকর ফাইল অন হবে না।
এ ছাড়া, ফাইল সাইজ ভালো করে দেখে যেকোনো ফাইল ডাউনলোড করতে হবে। আপডেট ব্রাউজার অধিকাংশ মানুষই ব্যবহার করে না। ডাউনলোডের ক্ষেত্রে আপডেট ব্রাউজার ব্যবহার খুব জরুরি। সবচেয়ে জরুরি হলো, যথাসম্ভব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ও সব ডেটা ব্যাকআপ করে রাখা।
দৈনন্দিন জীবনে ইন্টারনেট এখন অবশ্য প্রয়োজনীয় একটা ব্যাপার। হাতের প্রিয় মোবাইল ফোন কিংবা ল্যাপটপ বা ডেস্কটপ আর তাতে ইন্টারনেট সংযোগ এখন স্বাভাবিক যাপনের মধ্যেই পড়ে। ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে প্রায় প্রতিদিন কিছু না কিছু ফাইল বা ছবি ডাউনলোড করতে হয়।
ইলিশ মাছ ভাজা প্রায় আমাদের সবার প্রিয়। কাঁটা আছে জেনেও আমরা মুখের ভেতর খেতে খেতেই মাছ থেকে কাঁটা আলাদা করে ফেলতে পারি, যদিও অনেকে সেটা পারে না। যা-ই হোক, ইন্টারনেট ব্যবহার বা ফাইল ডাউনলোডেও এমন কিছু কাঁটা আছে, সেগুলো বাছতে জানতে হবে বা শিখতে হবে। অনেক সময় ল্যাপটপ বা ডেস্কটপে ফাইল ডাউনলোড করার সময় ভাইরাস বা ম্যালওয়্যার ডাউনলোড হয়ে যায়। ফলে অচেনা এক্সটেনশন যুক্ত হওয়ায় অন্য ফাইলগুলো আর খোলে না। এসব ঝামেলা থেকে দূরে থাকতে হবে।
অচেনা সাইট থেকে দূরে থাকুন
ফাইল নামানোর সময় গুগলই জানিয়ে দেবে কোনটি বিশ্বস্ত বা কোনটি থেকে ডাউনলোড করলে ভাইরাস আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকবে না। বিশ্বাসযোগ্য সাইট বের করার জন্য গুগলে বেস্ট সেফ মুভি বা সফটওয়্যার ডাউনলোড সাইট ইত্যাদি নামে খুঁজতে হবে। সার্চে যে ব্লগ বা ভিডিওগুলো দেখাবে, সেসব ওয়েবসাইট অনেকেই ব্যবহার করেছে বলে গুগল ব্যবহারের জন্য সাজেশন দিয়ে থাকে। তাই সেগুলো থেকে ক্ষতি হওয়ার ভয় তেমন থাকে না। তা ছাড়া আরেকটা উপায়ও আছে।
ইন্টারনেট ব্রাউজ করার সময় যেসব ওয়েবসাইট ততটা নিরাপদ মনে হবে না, সেসব ওয়েবসাইট ভিজিট করার আগে ভিপিএন কানেক্ট করে ব্রাউজ করা। ইন্টারনেট থেকে নিজেকে গোপন রাখতে অনেকটা সহায়তা করে ভিপিএনগুলো, যা হ্যাকারদের কাছ থেকে আমাদের বাস্তব তথ্য গোপন রাখে।
ফাইল ডাউনলোডের ক্ষেত্রে ভিডিও বা মুভি ডাউনলোডই বেশি করা হয়। সে ক্ষেত্রে দেখা যায়, একটা ফাইল ডাউনলোড করার জন্য হাজারটা লিংক দেওয়া থাকে আবার সেই লিংকগুলো বা তার আশপাশে ক্লিক করলে হুট করে স্বয়ংক্রিয়ভাবে একটা নিউ ট্যাব ওপেন হয়ে অন্য ওয়েবসাইটে চলে যায়। একে বলা হয় পপ অ্যাড। পপ অ্যাডগুলোর কোনো ভরসা নেই। হুটহাট করে অ্যাডাল্ট সাইটে নিয়ে যায় আবার অপ্রয়োজনীয় কিছু এক্সটেনশন অ্যাড করতে বলে, যা ক্ষতিকর হতে পারে। তাই পপ অ্যাডসওয়ালা সাইটে অ্যাড ব্লকার ব্যবহার করা বা পপ অ্যাড করার সঙ্গে সঙ্গে কেটে দেওয়া দরকার।
অপ্রয়োজনীয় এক্সটেনশন অ্যাড করবেন না
প্রায়ই দেখা যায়, আমাদের ডিভাইসগুলোয় অপ্রয়োজনীয় এক্সটেনশন অ্যাড করা থাকে, সেগুলো থেকে বিরত থাকতে হবে।
অ্যান্টিভাইরাস অন রাখা
ডিভাইসগুলোতে অ্যান্টিভাইরাস অন করে রাখতে হবে। এটা ইন্টারনেট ব্যবহারের সময় খুব কাজে দেয়। ফাইল ভাইরাস স্ক্যান করতে হবে। তাতে ক্ষতিকর ফাইল অন হবে না।
এ ছাড়া, ফাইল সাইজ ভালো করে দেখে যেকোনো ফাইল ডাউনলোড করতে হবে। আপডেট ব্রাউজার অধিকাংশ মানুষই ব্যবহার করে না। ডাউনলোডের ক্ষেত্রে আপডেট ব্রাউজার ব্যবহার খুব জরুরি। সবচেয়ে জরুরি হলো, যথাসম্ভব শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা ও সব ডেটা ব্যাকআপ করে রাখা।
বর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১৮ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
২০ ঘণ্টা আগে