ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে