ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যক্তিগত বা পেশাদার যোগাযোগের জন্য বিশ্বব্যাপী মেসেজ আদান-প্রদানের জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। তাড়াহুড়োর সময় ভুল মেসেজ পাঠালে তা এডিট করারও সুযোগ দেয় প্ল্যাটফরমটি। ফলে বিব্রতকর পরিস্থিতি থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা।
গত বছর প্ল্যাটফরমটিতে মেসেজ এডিটিংয়ের ফিচার যুক্ত করেছিল মেটা। এই সুবিধার মাধ্যমে মেসেজ এডিটিংয়ের জন্য ১৫ মিনিট সময় পাবেন ব্যবহারকারীরা। ১৫ মিনিট পর মেসেজ আর এডিট করা যাবে না। তবে এডিট করা মেসেজের নিচে ‘এডিটেড’ টেক্সট যুক্ত হবে। ফলে মেসেজটি এডিট করা হয়েছে বলে বুঝতে পারবেন অপর প্রান্তের ব্যক্তি।
এডিট করা মেসেজগুলো হোয়াটসঅ্যাপের এন্ড–টু–এন্ড এনক্রিপশন সুবিধার আওতাভুক্ত।
অ্যান্ড্রয়েডে
১. অ্যান্ড্রয়েড স্মার্টফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। যে কাউকে একটি নতুন মেসেজ পাঠান।
২. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে ওপরের দিকে কয়েকটি অপশন দেখা যাবে।
৩. ওপরের ডান পাশে থাকা তিনটি ডটে ট্যাপ করুন। এর ফলে একটি নতুন মেনু দেখা যাবে।
৪. মেনু থেকে এডিট বাটনে ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করুন। এভাবে এডিট করা মেসেজ আবার পাঠানো যাবে।
আইফোনে
১. আইফোনের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। এরপর একটি মেসেজ থ্রেডে ট্যাপ করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মেসেজটির ওপর ট্যাপ করে ধরে রাখুন। ফলে নিচের দিকে একটি মেনু চালু হবে।
৪. মেনু থেকে এডিট অপশন ট্যাপ করুন।
৫. এরপর মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
কম্পিউটারে
কম্পিউটারে হোয়াটসঅ্যাপ লিংক থাকলে এসব ডিভাইস থেকেও পাঠানো মেসেজ ডিলিট করা যাবে। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. কম্পিউটারের হোয়াটসঅ্যাপ থেকে কোনো মেসেজ থ্রেড চালু করুন।
২. নতুন একটি মেসেজ পাঠান।
৩. মাউসের কার্সরটি মেসেজের ওপর নিয়ে যান। ফলে মেসেজের পাশে ইমোজি আইকোন দেখা যাবে।
৪. ইমোজি আইকোন বা তার পাশে থাকা নিম্নমুখী তীর আইকোনে ট্যাপ করুন। ফলে একটি মেনু চালু হবে।
৫. মেনুর এডিট অপশনে ক্লিক করুন।
৬. মেসেজটি আবার লিখুন বা ভুল সংশোধন করুন।
৬. এবার ডান পাশের টিক চিহ্নের মতো আইকোনে ট্যাপ করে মেসেজটি পুনরায় পাঠান।
ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
২ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৩ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের সরবরাহ সীমিত করতে বাইডেন প্রশাসনের সময়ে জারি হওয়া একটি নিয়মে বড় পরিবর্তনের পথে হাঁটছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ‘ফ্রেমওয়ার্ক ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিফিউশন’ নামের নিয়মে থাকা
৪ ঘণ্টা আগে