অনলাইন ডেস্ক
অ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
অ্যাপ বিশ্লেষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস–এর ডেটা অনুযায়ী, প্রথম দুই দিনে আইওএস ডিভাইসে অ্যাপটি প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার ডাউনলোড হয়, যা ক্যাপকাটের এর প্রথম দুই দিনের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
তবে, এডিটস অ্যাপটির শুরুটা শুধু সংখ্যার দিক দিয়েই নয়, অন্যান্য দিক থেকেও শক্তিশালী ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত, আইওএসে ১২ লাখ বার ডাউনলোড হয়েছে এডিটস অ্যাপটি এবং অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। অর্থাৎ প্রথম তিন দিনে মোট ৭১ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনা করলে, ক্যাপকাট এর প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ডাউনলোড হয়েছিল মাত্র ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। এই পার্থক্য এডিটস অ্যাপের দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং মেটার শক্তিশালী সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের প্রতিফলন।
এডিটস অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে ৩ লাখ ৮১ হাজার বার ডাউনলোড হয়েছে, যেখানে ক্যাপকাট মাত্র ৩ হাজার ৪০০ বার ডাউনলোড হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই আইফোনের অ্যাপ স্টোরের টপ ওভারঅল চার্ট এবং টপ অ্যাপ (গেম ছাড়া) ক্যাটাগরিতে ১ নম্বরে উঠে আসে এডিটস অ্যাপ এবং পরের দিন দ্বিতীয় স্থানে চলে যায়। শুক্রবার পর্যন্ত এটি তৃতীয় স্থানে অবস্থান করছিল।
ডাউনলোডের সংখ্যা এবং নতুন ইনস্টলের গতির ওপর ভিত্তি করে অ্যাপ স্টোরের তালিকার শীর্ষস্থান নির্ধারণ করা হয়। এর ফলে এডিটস এখন ক্যাপকাটের এর তুলনায় অনেক ওপরে রয়েছে। প্রথম তিন দিনে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ক্যাপকাট ছিল যথাক্রমে ১৪ ও ১০ নম্বরে।
তবে, ক্যাপকাটের বিশাল ব্যবহারকারী সংখ্যার তুলনায় এখনো অনেক পিছিয়ে এডিটস অ্যাপ। ২০২০ সালের এপ্রিলে ক্যাপকাট চালু পর এটি বিশ্বব্যাপী (চীনের বাইরে) ১২২ কোটি বার ডাউনলোড হয়েছে, যা এডিটস এর তুলনায় অনেক বেশি।
এডিটস অ্যাপটি নিয়ে সোশ্যাল মিডিয়া বিপণন পরামর্শক লিয়া হাবারম্যানের বলেন, অ্যাপটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই অ্যাপটির ব্যবহার সহজ, বিল্ট-ইন অ্যানালিটিক, বিজ্ঞাপন মুক্ত প্রকৃতি,৪কে ভিডিও সাপোর্ট এবং ওয়াটারমার্ক মুক্ত এক্সপোর্টের প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচক বলছেন যে, এডিটস অ্যাপটিতে এখনো ক্যাপকাটের মতো অনেক ফিচার, যেমন: টেমপ্লেট এবং ট্রানজিশন ইফেক্টের অভাব রয়েছে।
ভবিষ্যতে, ক্যাপকাটের মতো জনপ্রিয়তা অর্জন করলে এডিটস অ্যাপটি পেইড টিয়ার চালু বা বিজ্ঞাপন সংযোজনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
অ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
অ্যাপ বিশ্লেষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস–এর ডেটা অনুযায়ী, প্রথম দুই দিনে আইওএস ডিভাইসে অ্যাপটি প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার ডাউনলোড হয়, যা ক্যাপকাটের এর প্রথম দুই দিনের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
তবে, এডিটস অ্যাপটির শুরুটা শুধু সংখ্যার দিক দিয়েই নয়, অন্যান্য দিক থেকেও শক্তিশালী ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত, আইওএসে ১২ লাখ বার ডাউনলোড হয়েছে এডিটস অ্যাপটি এবং অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। অর্থাৎ প্রথম তিন দিনে মোট ৭১ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনা করলে, ক্যাপকাট এর প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ডাউনলোড হয়েছিল মাত্র ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। এই পার্থক্য এডিটস অ্যাপের দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং মেটার শক্তিশালী সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের প্রতিফলন।
এডিটস অ্যাপটি শুধু যুক্তরাষ্ট্রেই প্রথম তিন দিনে ৩ লাখ ৮১ হাজার বার ডাউনলোড হয়েছে, যেখানে ক্যাপকাট মাত্র ৩ হাজার ৪০০ বার ডাউনলোড হয়েছিল।
যুক্তরাষ্ট্রে প্রথম দিনেই আইফোনের অ্যাপ স্টোরের টপ ওভারঅল চার্ট এবং টপ অ্যাপ (গেম ছাড়া) ক্যাটাগরিতে ১ নম্বরে উঠে আসে এডিটস অ্যাপ এবং পরের দিন দ্বিতীয় স্থানে চলে যায়। শুক্রবার পর্যন্ত এটি তৃতীয় স্থানে অবস্থান করছিল।
ডাউনলোডের সংখ্যা এবং নতুন ইনস্টলের গতির ওপর ভিত্তি করে অ্যাপ স্টোরের তালিকার শীর্ষস্থান নির্ধারণ করা হয়। এর ফলে এডিটস এখন ক্যাপকাটের এর তুলনায় অনেক ওপরে রয়েছে। প্রথম তিন দিনে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরে ক্যাপকাট ছিল যথাক্রমে ১৪ ও ১০ নম্বরে।
তবে, ক্যাপকাটের বিশাল ব্যবহারকারী সংখ্যার তুলনায় এখনো অনেক পিছিয়ে এডিটস অ্যাপ। ২০২০ সালের এপ্রিলে ক্যাপকাট চালু পর এটি বিশ্বব্যাপী (চীনের বাইরে) ১২২ কোটি বার ডাউনলোড হয়েছে, যা এডিটস এর তুলনায় অনেক বেশি।
এডিটস অ্যাপটি নিয়ে সোশ্যাল মিডিয়া বিপণন পরামর্শক লিয়া হাবারম্যানের বলেন, অ্যাপটি কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অনেকেই অ্যাপটির ব্যবহার সহজ, বিল্ট-ইন অ্যানালিটিক, বিজ্ঞাপন মুক্ত প্রকৃতি,৪কে ভিডিও সাপোর্ট এবং ওয়াটারমার্ক মুক্ত এক্সপোর্টের প্রশংসা করেছেন। তবে কিছু সমালোচক বলছেন যে, এডিটস অ্যাপটিতে এখনো ক্যাপকাটের মতো অনেক ফিচার, যেমন: টেমপ্লেট এবং ট্রানজিশন ইফেক্টের অভাব রয়েছে।
ভবিষ্যতে, ক্যাপকাটের মতো জনপ্রিয়তা অর্জন করলে এডিটস অ্যাপটি পেইড টিয়ার চালু বা বিজ্ঞাপন সংযোজনের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ
বাংলাদেশের টেক দুনিয়ার পরিচিত মুখ স্যামজোন। ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার এখন ৩ দশমিক ৯৬ মিলিয়নের বেশি, আর মোট ভিউ সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৭৩২ মিলিয়ন। সহজ ভাষায় টেক রিভিউ, গ্যাজেট টিপস, আনবক্সিং আর টিউটরিয়াল বানিয়ে তিনি লাখো মানুষের আস্থা অর্জন করেছেন।
৩ মিনিট আগেবিশ্ববিখ্যাত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে গেছেন মার্কিন প্রকৌশলী ক্রিস্টিনা বালান। অবশেষে সেই লড়াইয়ে বড় জয় পেলেন তিনি।
২৩ মিনিট আগেএকসঙ্গে অনেকজনকে বার্তা পাঠানোর বা বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়ার কার্যকরী মাধ্যম হলো মেসেঞ্জার। এই প্ল্যাটফর্মে গ্রুপ খুলে পরিবার, সহপাঠী, অফিসের টিম কিংবা পুরোনো বন্ধুরা সবাইকে এক জায়গায় নিয়ে সহজেই যোগাযোগ রাখা যায়। এতে একই সময়ে সবাইকে একই বার্তা পাঠানো যায় এবং দলগত কাজ বা আড্ডা আরও উপভোগ্য হয়ে ওঠে।
২৭ মিনিট আগেনতুন শুল্কনীতি প্রকাশের পর থেকে বিশ্বের সব ব্যবসায়ীর কপালে ভাঁজ এনে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বিশেষ করে টেক ব্যবসায়ীরা চিন্তায় পড়ে গিয়েছিলেন বিভিন্ন গ্যাজেট ও ইলেকট্রনিক যন্ত্রাংশের দাম নিয়ে।
২৮ মিনিট আগে