অনলাইন ডেস্ক
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই কল্পকাহিনী এবার বাস্তবে পরিণত হতে পারে। কারণ, সম্ভাব্য খুনিদের চিহ্নিত করার জন্য অ্যালগরিদমভিত্তিক সফটওয়্যার তৈরির কাজ করছে যুক্তরাজ্য। ব্যক্তিগত ডেটা ব্যবহার করে হত্যাকাণ্ড সংঘটিত করার আগেই সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করতে সাহায্য করবে এই সফটওয়্যার।
প্রকল্পটি প্রথমে ‘হোমিসাইড প্রেডিকশন প্রকল্প’ নামে পরিচিত ছিল। পরে ‘ঝুঁকি মূল্যায়ন উন্নয়নে ডেটা শেয়ারিং’ নামে আবার নামকরণ করা হয়েছে। প্রকল্পটি পরিচালনা করছে যুক্তরাজ্যের মন্ত্রণালয় অব জাস্টিস। এতে অ্যালগরিদম ও ব্যক্তিগত ডেটা ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে প্রবেশন সার্ভিসের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, প্রবেশন বলতে কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তি স্থগিত রেখে কারারুদ্ধ বা কোনো প্রতিষ্ঠানে আবদ্ধ না করে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ দেওয়াকে বোঝায়।
সরকারের দাবি, প্রকল্পটি বর্তমানে শুধু গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি প্রবেশন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের মধ্যে গুরুতর সহিংসতা ঘটানোর ঝুঁকি বুঝতে সাহায্য করবে।
আগের রক্ষণশীল প্রশাসনের অধীনে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তবে গত বছর ক্ষমতায় আসা লেবার সরকারের অধীনেও প্রকল্পটি চালু রয়েছে।
এই প্রকল্পের কথা জনসম্মুখে প্রকাশ করেছে নাগরিক স্বাধীনতার জন্য কাজ করা সংগঠন স্টেটওয়াচ। একটি ফ্রিডম অব ইনফরমেশন (এফওআই) অনুরোধের মাধ্যমে।
স্টেটওয়াচের গবেষক সোফিয়া লায়াল বলেন, টুলটি অপরাধী হওয়ার আগেই মানুষের প্রোফাইল তৈরি করবে এবং এটি বিচারব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্যকে আরও জোরদার করবে। গবেষণায় দেখা গেছে, ‘অপরাধ পূর্বাভাস’ সিস্টেমগুলো প্রকৃতপক্ষে ত্রুটিপূর্ণ। তবে সরকার এমন এআই সিস্টেমগুলোকে চালু রাখতে চায়, যা কিছু করার আগেই মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করবে।
হত্যার পূর্বাভাস এই টুল তৈরির কাজ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন লায়াল।
লেখক ফিলিপ ক ডিকের ১৯৫৬ সালের উপন্যাস ‘মাইনরিটি রিপোর্ট’–এ সম্ভাব্য হত্যাকারীদের পূর্বাভাস দিতে অ্যালগরিদম ব্যবহারের ধারণাটি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছিল। এই উপন্যাসের ওপর ভিত্তি করে ২০০২ সালে একই নামে একটি সিনেমা তৈরি হয়। সিনেমায় অভিনয় করেন টম ত্রুজ।
সিনেমার কাল্পনিক জগতে তথাকথিত ‘প্রেক্রাইম’ নামের পুলিশ অফিসারেরা অপরাধ সংঘটিত হওয়ার আগেই হত্যাকারীদের গ্রেপ্তার করে। তবে এই গল্পে প্রেকগনিশন (ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা) ব্যবহার করা হয়েছে, যেখানে অ্যালগরিদমের পরিবর্তে মানসিক ক্ষমতার মাধ্যমে পূর্বাভাস দেওয়া হয়।
বাস্তব জগতে যুক্তরাষ্ট্রের পুলিশের অনেক বিভাগে প্রেডিকটিভ পুলিশিং বা পূর্বাভাসমূলক পুলিশিং ব্যবহার করা হচ্ছে। তবে এর গ্রহণযোগ্যতা ও নিয়ন্ত্রণ নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা ও আইনগত চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।
প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের জীবনযাত্রা কতটা বদলে যেতে পারে, তার চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে বিখ্যাত সিনেমা মাইনরিটি রিপোর্টে। যেখানে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে পূর্বাভাস দিতে ব্যবহৃত হয় একধরনের বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি (প্রেকগ), আর তার ভিত্তিতে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীকে আটক করা হয়। তবে এই কল্পকাহিনী এবার বাস্তবে পরিণত হতে পারে। কারণ, সম্ভাব্য খুনিদের চিহ্নিত করার জন্য অ্যালগরিদমভিত্তিক সফটওয়্যার তৈরির কাজ করছে যুক্তরাজ্য। ব্যক্তিগত ডেটা ব্যবহার করে হত্যাকাণ্ড সংঘটিত করার আগেই সম্ভাব্য অপরাধীদের চিহ্নিত করতে সাহায্য করবে এই সফটওয়্যার।
প্রকল্পটি প্রথমে ‘হোমিসাইড প্রেডিকশন প্রকল্প’ নামে পরিচিত ছিল। পরে ‘ঝুঁকি মূল্যায়ন উন্নয়নে ডেটা শেয়ারিং’ নামে আবার নামকরণ করা হয়েছে। প্রকল্পটি পরিচালনা করছে যুক্তরাজ্যের মন্ত্রণালয় অব জাস্টিস। এতে অ্যালগরিদম ও ব্যক্তিগত ডেটা ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে প্রবেশন সার্ভিসের তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে।
উল্লেখ্য, প্রবেশন বলতে কোনো অপরাধীকে তার প্রাপ্য শাস্তি স্থগিত রেখে কারারুদ্ধ বা কোনো প্রতিষ্ঠানে আবদ্ধ না করে সমাজে খাপ খাইয়ে চলার সুযোগ দেওয়াকে বোঝায়।
সরকারের দাবি, প্রকল্পটি বর্তমানে শুধু গবেষণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এবং এটি প্রবেশন প্রক্রিয়ায় থাকা ব্যক্তিদের মধ্যে গুরুতর সহিংসতা ঘটানোর ঝুঁকি বুঝতে সাহায্য করবে।
আগের রক্ষণশীল প্রশাসনের অধীনে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল। তবে গত বছর ক্ষমতায় আসা লেবার সরকারের অধীনেও প্রকল্পটি চালু রয়েছে।
এই প্রকল্পের কথা জনসম্মুখে প্রকাশ করেছে নাগরিক স্বাধীনতার জন্য কাজ করা সংগঠন স্টেটওয়াচ। একটি ফ্রিডম অব ইনফরমেশন (এফওআই) অনুরোধের মাধ্যমে।
স্টেটওয়াচের গবেষক সোফিয়া লায়াল বলেন, টুলটি অপরাধী হওয়ার আগেই মানুষের প্রোফাইল তৈরি করবে এবং এটি বিচারব্যবস্থার অন্তর্নিহিত বৈষম্যকে আরও জোরদার করবে। গবেষণায় দেখা গেছে, ‘অপরাধ পূর্বাভাস’ সিস্টেমগুলো প্রকৃতপক্ষে ত্রুটিপূর্ণ। তবে সরকার এমন এআই সিস্টেমগুলোকে চালু রাখতে চায়, যা কিছু করার আগেই মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করবে।
হত্যার পূর্বাভাস এই টুল তৈরির কাজ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ করেছেন লায়াল।
লেখক ফিলিপ ক ডিকের ১৯৫৬ সালের উপন্যাস ‘মাইনরিটি রিপোর্ট’–এ সম্ভাব্য হত্যাকারীদের পূর্বাভাস দিতে অ্যালগরিদম ব্যবহারের ধারণাটি গুরুত্বসহকারে তুলে ধরা হয়েছিল। এই উপন্যাসের ওপর ভিত্তি করে ২০০২ সালে একই নামে একটি সিনেমা তৈরি হয়। সিনেমায় অভিনয় করেন টম ত্রুজ।
সিনেমার কাল্পনিক জগতে তথাকথিত ‘প্রেক্রাইম’ নামের পুলিশ অফিসারেরা অপরাধ সংঘটিত হওয়ার আগেই হত্যাকারীদের গ্রেপ্তার করে। তবে এই গল্পে প্রেকগনিশন (ভবিষ্যদ্বাণী করার ক্ষমতা) ব্যবহার করা হয়েছে, যেখানে অ্যালগরিদমের পরিবর্তে মানসিক ক্ষমতার মাধ্যমে পূর্বাভাস দেওয়া হয়।
বাস্তব জগতে যুক্তরাষ্ট্রের পুলিশের অনেক বিভাগে প্রেডিকটিভ পুলিশিং বা পূর্বাভাসমূলক পুলিশিং ব্যবহার করা হচ্ছে। তবে এর গ্রহণযোগ্যতা ও নিয়ন্ত্রণ নিয়ে ক্রমবর্ধমান সমালোচনা ও আইনগত চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৬ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১০ ঘণ্টা আগে