ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
ব্রাজিলে প্রায় কৃষকের ভূমিকা নিয়েছে রোবট। এই যন্ত্র ক্ষেত ঘুরে ফসলের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। শুধু তাই নয়, নির্দিষ্ট ফসলের ক্ষেতে আগাছা নির্মূলের ওষুধও ছিটিয়ে দিচ্ছে। তাতে কৃষকের ব্যয়সাশ্রয় হচ্ছে খরচ বাঁচে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
‘সোলিক্স এজি রোবোটিকস’ নামে এই রোবট বাজারে এনেছে এগ্রিকালচার স্টার্টআপ কোম্পানি সোলিনফটেক। কোম্পানিটির সিইও ব্রিটালডো হার্নান্দেজ বলেছে, বিশ্বের বৃহত্তম খাদ্য উৎপাদনকারী দেশ ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে কৃষি সরঞ্জামের চাহিদা বাড়ছে। দুই দেশেই কৃষি রোবট দ্রুত সরবরাহের পরিকল্পনা করছে কোম্পানি।
কোম্পানিটি দাবি করছে, তারাই প্রথম এত বড় পরিসরে কৃষি রোবট তৈরি করেছে। অন্যান্য কৃষি প্রযুক্তি ড্রোন ও স্যাটেলাইটের মতো এই রোবটও খাদ্য উৎপাদনে অপচয় রোধ করে। সেই সঙ্গে বিভিন্ন বিশ্লেষণী তথ্য ব্যবহার করে উন্নত ফলন ও টেকসই উৎপাদনে সাহায্য করে।
হার্নান্দেজ বলেছে, যন্ত্রটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ‘হান্টার’ নামে এক ফিচার রয়েছে, যা আলোকরশ্মি ও বৈদ্যুতিক শকের মাধ্যমে পোকামাকড় দমন করে। রোবটটি প্রতিদিন ২৪ ঘণ্টা কৃষি খামার পরিদর্শন করতে পারে। এটি কৃষি খামারের বাস্তুতন্ত্রকে বুঝতে পারে ও সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।
হার্নান্দেজ আরও বলেন, ‘আমরা এমন এক রোবট বানাতে চেয়েছি যেটা কৃষি খামারেই থাকে।’
এবছর ব্রাজিল ও যুক্তরাষ্ট্রে ৪০টি ও আগামী বছর ২৫০টি রোবট সরবরাহের পরিকল্পনা নিয়েছে সোলিনফটেক। গত বছরের চেয়ে এবছর ২০টি রোবট বেশি সরবরাহ হবে।
কোম্পানিটি বলছে, তাদের দুটি কারখানায় প্রতি বছর প্রায় ১ হাজার ৬০০ রোবট উৎপাদন করা যায়। তাদের একটি কারখানা ব্রাজিলে ও আরেকটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
সোলিনফটেক বলছে, ভুট্টা উৎপাদনের সঙ্গে জড়িত যুক্তরাষ্ট্রের কৃষকেরা রোবটটির স্প্রে ফিচারটি পরীক্ষা করে দেখেছেন। এই ফিচারটি ব্যবহারের ফলে হারবিসাইডের ব্যবহার ৯৫ শতাংশ কম হয়েছে।
এই রোবটটি সৌরশক্তিতে চলে। রোবটটি সয়া, ভুট্টা, আখ, পেঁয়াজ, আলু ও টমেটোসহ অনেক ফসল পর্যবেক্ষণ করতে পারে।
ব্রাজিলের ট্রাজানো পরিবার সোলিনফটেক কোম্পানিকে সমর্থন দিচ্ছে। এই পরিবারটি ‘ম্যাগাজিন লুইজা’র মালিক। তাদের বাৎসরিক আয় ৬ কোটি ডলার।
চিনি উৎপাদক কোম্পানি রাইজেন এই রোবট নিচ্ছে বলে কোম্পানি দাবি করছে।
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
১ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
২ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ দিন আগে