কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মেমোরি’ ফিচার যোগ করছে ওপেনএআই। এর মাধ্যমে চ্যাটবটটি আগের কথোপকথনের ইতিহাস মনে রাখতে পারবে। ফলে আগের চ্যাটের তথ্য ব্যবহারকারীকে পুনরাবৃত্তি করতে হবে না।
গত মঙ্গলবার এক ব্লগপোস্টে চ্যাটজিপিটি বলেছে, ফিচারটি কিছুসংখ্যক ফ্রি ও পেইড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি এখনো পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। পুরোপুরি উন্মুক্ত হলে ফিচারটি চ্যাটবটে ডিফল্টভাবে চালু থাকবে। তবে ব্যবহারকারীরা যেকোনো সময় এটি বন্ধ করে দিতে পারবে। এজন্য চ্যাটের শেষে চ্যাটজিপিটিকে কথোপকথনের ইতিহাস ভুলে যাওয়ার নির্দেশনা দিলেই হবে। আবার সব চ্যাটের মেমোরি একেবারে মুছেও ফেলা যাবে।
কোন পরিপ্রেক্ষিতে ফিচারটি কাজে লাগবে, তা নিয়ে ব্লগপোস্টটে ওপেনএআই কিছু ধারনা দিয়েছে। কোম্পানিটি বলেছে, ব্যবসায়িক বা অফিসের কাজে ফিচারটি সাহায্য করবে। যেমন—কণ্ঠের টোন, ভাষা ও প্রোগ্রামিংয়ের জন্য তৈরি করা ফ্রেমওয়ার্ক মনে রাখতে পারবে এই ফিচার।
তবে এই ফিচার সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে ব্যবহারকারীর গোপনীয়তার বিঘ্ন হতে পারে। চ্যাটজিপিটির কর্মস্থল, ফ্যামিলি ও মেডিকেল তথ্য চ্যাটের মাধ্যমে অনেকই ভুলে প্রকাশ করতে পারে। আর এসব তথ্য মুছে না ফেলার আগেই চ্যাটজিপিটির অ্যাকাউন্ট হ্যাক হলে, ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তা বিঘ্ন হতে পারে। আর বিষয়টি নিয়ে উদ্বেগ অমূলক নয়। কারণ ইতিমধ্যেই একবার চ্যাটজিপিটির চ্যাটের ইতিহাস ফাঁস হয়েছে।
এই ধরনের ঝুঁকি কমানোর জন্য ব্যবহারকারীদের ‘টেম্পরারি চ্যাট’ ফিচার ব্যবহারের সুবিধা দেবে ওপেনএআই। এই ফিচার ব্যবহার করলে ব্যবহারকারীর চ্যাটে দেওয়া কোনো তথ্য চ্যাটবটটি মনে রাখবে না। তবে ব্যবহারকারী কোনো নির্দিষ্ট তথ্য মনে রাখার অনুরোধ করলে সেই ইতিহাস মনে রাখবে চ্যাটজিপিটি। এসব ফিচারে পাশাপাশি নতুন একটি সহযোগী ফিচার যুক্ত করা হয়েছে। চ্যাটের সময় কোনো তথ্য গুরুত্বপূর্ণ বলে মনে হলে চ্যাটজিপিটি ইতিহাস মনে রাখার জন্য ব্যবহারকারীর অনুমতি চাইবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
একসময় কনটেন্ট তৈরি বিষয়টি ছিল ব্যয়বহুল। ক্যামেরা, স্টুডিও আর পেশাদার টিম নিয়ে কাজ করতে হতো। কিন্তু প্রযুক্তি সে অবস্থাকে একেবারে মিনিমাল জায়গায় নিয়ে এসেছে। এখন একটি স্মার্টফোন দিয়েই কনটেন্ট নির্মাণ সম্ভব। সঙ্গে কিছু গ্যাজেট আর গিয়ার থাকলে তো কথাই নেই।
১৯ ঘণ্টা আগেফ্রিল্যান্সিং করে শুধু ছেলেরা নন, অনেকটা এগিয়েছেন মেয়েরাও। তাঁদের একজন ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী স্নিগ্ধা আক্তার বৃষ্টি। পড়াশোনার পাশাপাশি সংসার সামলে ফ্রিল্যান্সিং করে মাসে তাঁর আয় প্রায় লাখ টাকা। দুটি প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া ম্যানেজার তিনি এবং বিব্র্যান্ড নামে একটি এজেন্সির
১৯ ঘণ্টা আগেমাউন্ট এভারেস্টের দুর্গম যাত্রাপথ এখন প্রযুক্তির ছোঁয়ায় আরও নিরাপদ হতে চলেছে। মিলন পান্ডে নামের এক ড্রোনচালক এই বিপজ্জনক পথে পর্বতারোহীদের জন্য আশার আলো হয়ে উঠেছেন। খাবার, জরুরি সরঞ্জাম এবং চিকিৎসাসামগ্রী এখন ড্রোনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গম এলাকায়, যা কমিয়ে দিচ্ছে প্রাণহানির ঝুঁকি।
১৯ ঘণ্টা আগেদেশের তরুণদের উদ্ভাবনী চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ‘বিডিঅ্যাপস ইনোভেশন সামিট ২০২৫’ আয়োজন করেছে রবি আজিয়াটা লিমিটেড। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
১৯ ঘণ্টা আগে