প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
পুরোনো ও কাটডাউট ভার্সন দিয়েই ডিপসিকের মতো এআই অ্যাপ বানিয়েছে চীন। মূলত এরপরই যুক্তরাষ্ট্রের মনে হয়েছে, কমদামি ও কম সক্ষমতার এসব চিপও আর চীনকে দেওয়া যাবে না এবং যথারীতি চীনে দুর্বল চিপ রপ্তানিতেও নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন।
২ দিন আগেঅন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সম্প্রতি ‘টেলিকম খাতে নেটওয়ার্ক ও ব্যবসা পরিচালনার লাইসেন্স পুনর্বিন্যাসের’ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ আইন সংশোধনের যে খসড়া তৈরি করা হয়েছে, তাতে আইসিএক্স বাদ দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে বাংলাদেশের ডিজিটাল...
২ দিন আগেডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
৩ দিন আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৪ দিন আগে