প্রযুক্তি ডেস্ক
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
ভুয়া তথ্যের বিস্তার রোধে নিষ্ক্রিয় থাকায় ব্রাজিলে নিষিদ্ধ হতে পারে ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম । দেশটিতে আগামী অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে ভুয়া তথ্যের বিস্তার রোধের পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানালেও টেলিগ্রামের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি , এমনটাই দাবি ব্রাজিলের নির্বাচন আদালত। তাই ব্রাজিলে এই অ্যাপ নিষিদ্ধের বিষয়টি তারা বিবেচনায় আনছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে , টেলিগ্রাম দুবাই থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। দক্ষিণ আমেরিকায় তাদের কোনো অফিস না থাকলেও অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে জনপ্রিয়তার দিকে দ্বিতীয় অবস্থানে আছে টেলিগ্রাম। গত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই টেলিগ্রামের নির্বাহী পরিচালক এবং প্রতিষ্ঠাতা পাভেল দুরভের সঙ্গে ভুয়া তথ্যের বিষয়ে কথা বলার জন্য সাক্ষাৎ চেয়েছেন ব্রাজিলের শীর্ষ আদালতের প্রধান লুইস রবার্তো বারোসো।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বারোসো জানিয়েছেন , ব্রাজিলে ২০২২ সালের নির্বাচনে সবাইকে জাতীয় আইন ও বিচারিক সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। তা ছাড়াও , দেশটিতে নির্বাচনী ব্যবস্থার বৈধতা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের বিস্তার রোধে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের নির্বাহীর সঙ্গে আলোচনা করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত কোনো বিষয়েই মন্তব্য করতে রাজি হয়নি টেলিগ্রাম।
ব্রাজিলের স্মার্টফোন ব্যবহারকারীদের ৫৩ শতাংশই টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন। দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর প্রায় ১০লাখ সাবস্ক্রাইবার রয়েছে এই অ্যাপে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে বলসোনারোর কিছু পোস্ট সরিয়ে নেওয়ার পর তার মিত্ররাও টেলিগ্রামের দিকে ঝুঁকেছে।
ফেব্রুয়ারির শুরুতেই টেলিগ্রামের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রাজিলের নির্বাচন আদালত।
গত সপ্তাহে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফয়েসার জানিয়েছিলেন , মহামারি-সম্পর্কিত বিধিনিষেধের বিরোধিতাকারী ব্যক্তিদের কাছে জনপ্রিয় হয়ে উঠলেও জার্মানিতেও নিষিদ্ধ হতে পারে টেলিগ্রাম।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে