প্রযুক্তি ডেস্ক
প্রাথমিকভাবে প্রকাশের পর মাউন্টেন ভ্যালি জায়ান্টের এআই চ্যাটবট গুগল বার্ড খুব একটা ভালো অবস্থায় যেতে পারেনি। তবে চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করা গুগল বার্ড এআই চ্যাটবট এখন অনেক নতুন বৈশিষ্ট্যসহ সংশোধিত হয়ে এসেছে। কিন্তু নতুন উন্নতি কী?
গুগল বার্ড ল্যামডা থেকে বেরিয়ে এখন পাম-২ বা প্যাথওয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল-২ দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে বাংলা ভাষাসহ একাধিক ভাষায় এই কৃত্রিম চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। পিএএলএম-২ বা পাম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গানও বানানো যাবে।
বার্ড যা করতে পারে
» গুগল বার্ড ছবি পড়তে ও শনাক্ত করতে পারে। চাইলে ছবি দেখে ক্যাপশনও লিখে দিতে পারে।
» ভয়েস রিকগনিশনের মাধ্যমে বার্ডকে ছবির জন্য বলা যাবে এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে ইমেজ আউটপুট পাওয়া যাবে। এমনকি এই ছবিগুলোকে সম্পাদনা করা যাবে। অথবা সম্পাদনার জন্য সেগুলোকে অ্যাডোবি এক্সপ্রেসে টেনে আনা যাবে। মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেশন টুলের সঙ্গে একটি বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাওয়া যাবে
গুগল বার্ডে।
» মাইক্রোসফট বিং এআই চ্যাট যখন সবার জন্য উন্মুক্ত হয়, তখন এটি ছবির সঙ্গে সাড়া দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে। গুগল বার্ডের ভিজ্যুয়াল আরও উন্নত করা হয়েছে।
» গুগলের সব সার্ভিস ব্যবহার করতে সক্ষম বার্ড। গুগল বার্ড এবং গুগলের গুগল সিট, ডক এমনকি ম্যাপের মতো পরিষেবাগুলোর মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করছে এটি।
» একাধিক প্লাগইন ব্যবহারের সুবিধা আছে বার্ডে।
» সহজেই এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
» গুগল বার্ডে কোড লেখা যাবে সহজে।
» ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে। এতে একটি সম্পূর্ণ নতুন ডার্ক থিমের দেখা মিলবে, যা গাঢ় ও ধূসর রঙের বিভিন্ন শেডের একটি ভালো মিশ্রণ ব্যবহারে বেশ আকর্ষণীয় দেখায়।
সূত্র: গুগল, বিবম ডটকম
প্রাথমিকভাবে প্রকাশের পর মাউন্টেন ভ্যালি জায়ান্টের এআই চ্যাটবট গুগল বার্ড খুব একটা ভালো অবস্থায় যেতে পারেনি। তবে চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ করা গুগল বার্ড এআই চ্যাটবট এখন অনেক নতুন বৈশিষ্ট্যসহ সংশোধিত হয়ে এসেছে। কিন্তু নতুন উন্নতি কী?
গুগল বার্ড ল্যামডা থেকে বেরিয়ে এখন পাম-২ বা প্যাথওয়েজ ল্যাঙ্গুয়েজ মডেল-২ দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে বাংলা ভাষাসহ একাধিক ভাষায় এই কৃত্রিম চ্যাটবট ব্যবহার করা যাচ্ছে। পিএএলএম-২ বা পাম-২ এর মাধ্যমে টেক্সট থেকে গানও বানানো যাবে।
বার্ড যা করতে পারে
» গুগল বার্ড ছবি পড়তে ও শনাক্ত করতে পারে। চাইলে ছবি দেখে ক্যাপশনও লিখে দিতে পারে।
» ভয়েস রিকগনিশনের মাধ্যমে বার্ডকে ছবির জন্য বলা যাবে এবং অ্যাডোবি ফায়ারফ্লাইয়ের মাধ্যমে ইমেজ আউটপুট পাওয়া যাবে। এমনকি এই ছবিগুলোকে সম্পাদনা করা যাবে। অথবা সম্পাদনার জন্য সেগুলোকে অ্যাডোবি এক্সপ্রেসে টেনে আনা যাবে। মিডজার্নির মতো এআই ইমেজ জেনারেশন টুলের সঙ্গে একটি বিল্ট-ইন ইমেজ জেনারেটর পাওয়া যাবে
গুগল বার্ডে।
» মাইক্রোসফট বিং এআই চ্যাট যখন সবার জন্য উন্মুক্ত হয়, তখন এটি ছবির সঙ্গে সাড়া দেওয়ার ক্ষমতাসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য ঘোষণা করে। গুগল বার্ডের ভিজ্যুয়াল আরও উন্নত করা হয়েছে।
» গুগলের সব সার্ভিস ব্যবহার করতে সক্ষম বার্ড। গুগল বার্ড এবং গুগলের গুগল সিট, ডক এমনকি ম্যাপের মতো পরিষেবাগুলোর মধ্যে একটি নিরবচ্ছিন্ন সংযোগ তৈরি করছে এটি।
» একাধিক প্লাগইন ব্যবহারের সুবিধা আছে বার্ডে।
» সহজেই এটি স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
» গুগল বার্ডে কোড লেখা যাবে সহজে।
» ডার্ক থিম দিয়ে গুগল বার্ডকে সাজানো যাবে। এতে একটি সম্পূর্ণ নতুন ডার্ক থিমের দেখা মিলবে, যা গাঢ় ও ধূসর রঙের বিভিন্ন শেডের একটি ভালো মিশ্রণ ব্যবহারে বেশ আকর্ষণীয় দেখায়।
সূত্র: গুগল, বিবম ডটকম
দীর্ঘ ভ্রমণের আগে গাড়ির ট্যাংক পূর্ণ করাটা স্বাভাবিক ব্যাপার। তবে আকাশপথে এ যুক্তি খুব একটা কার্যকর নয়। বাণিজ্যিক বিমান সাধারণত ওড়ার সময় তার ট্যাংকভর্তি করে জ্বালানি নেয় না এবং এটি কোনো ভুলে নয়—বরং সম্পূর্ণ পরিকল্পিত, হিসাব করা ও বিধি অনুসারে।
৯ ঘণ্টা আগেঅ্যাপল তাদের প্রথম আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তিতে ২০২৭ সালে এক বৈপ্লবিক ডিজাইনের আইফোন আনতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান। ব্লুমবার্গে প্রকাশিত তার ‘পাওয়ার অন’ নিউজলেটারে তিনি উল্লেখ করেন, অ্যাপল সেই বছরে ‘প্রায় সম্পূর্ণ কাচের, বাঁকানো ডিসপ্লের আইফোন’ বাজারে আনবে, যাতে কোনো
১০ ঘণ্টা আগেপার্থ শহরের আর্ট গ্যালারি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে (এজিডব্লিউএ) অদ্ভুত প্রদর্শনী দেখতে জড়ো হচ্ছেন দর্শনার্থীরা। তবে তাঁরা এসেছেন এমন এক সংগীতশিল্পীর পরিবেশনা দেখতে, যিনি আর জীবিত নেই...
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ক্রমবর্ধমান প্রভাব গোটা বিশ্বের মতো এবার ক্যাথলিক চার্চকেও ভাবিয়ে তুলেছে। এই প্রেক্ষাপটেই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কথা বললেন নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ।
১৪ ঘণ্টা আগে