চীনের আলিবাবার সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চুক্তি করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। এই চুক্তির লক্ষ্য হলো চীনের আইফোনের জন্য নতুন এআই ফিচার তৈরি করা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আইফোনের বিক্রি কমে গেছে। তাই চীনা স্মার্টফোন বাজারে আরও বড় জায়গা দখল করতে চাইছে অ্যাপল। এ ক্ষেত্রে এআইকে সমাধান হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দি ইনফরমেশন এসব তথ্য জানিয়েছে।
যদি আলিবাবার সঙ্গে অ্যাপল চুক্তি করে, তাহলে এটি পুরোপুরি অপ্রত্যাশিত হবে না। কারণ চীনে আইফোনে ‘অ্যাপল ইনটেলিজেন্স’ এআই ফিচার ব্যবহার করার জন্য চীনা সরকারের অনুমোদন নেই। আর এই অনুমোদনের জন্য অ্যাপলের একটি চীনা অংশীদারত্বের প্রয়োজন।
তবে, প্রথমে এই চুক্তির জন্য আলিবাবার কথা বিবেচনা করেনি অ্যাপল। শুরুতে বাইডুর সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিল কোম্পানিটি। তবে বাইডুর এআই মডেলগুলো তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত নয়। এরপর, অ্যাপল টেনসেন্ট এবং টিকটক মালিক বাইটড্যান্সসহ অন্য চীনা এআই ডেভেলপারদের কথাও বিবেচনা করেছিল।
এমনকি ডিপসিকের সঙ্গেও কাজ করার কথা চিন্তা করেছিল অ্যাপল। তবে অ্যাপল মনে করছে, বর্তমানে ডিপসিকের কর্মীসংখ্যা ও অভিজ্ঞতা তাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়।
অবশেষে, চুক্তির জন্য আলিবাবাকে পছন্দ করে অ্যাপল। কারণ আলিবাবার কাছে চীনা গ্রাহকদের বিশাল পরিমাণে ডেটা রয়েছে। কেনাকাটা, পেমেন্ট ও সাধারণ ডিজিটাল আচরণের তথ্যের সাহায্যে চীনের আইফোন ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত এবং স্থানীয় ফিচার তৈরিতে সাহায্য করবে আলিবাবার এআই। এ ছাড়া, আলিবাবার সহায়তায় অ্যাপল চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বী (যেমন: হুয়াওয়ে) তুলনায় নিজেদের আলাদা করে উপস্থাপন করতে পারবে। এদিকে দীর্ঘদিন ধরেই এআই ফিচারসহ স্মার্টফোন বিক্রির প্রচেষ্টা চালিয়ে আসছে হুয়াওয়েও।
এআই ফিচারগুলোর অনুমোদন দ্রুত প্রাপ্তির জন্য আলিবাবার সহায়তা অ্যাপলকে সাহায্য করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে চীনে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা স্মার্ট সিরি প্রতিক্রিয়া, উন্নত সার্চ ক্ষমতা এবং ব্যক্তিগত ফিচার পেতে পারে।
দীর্ঘদিন ধরেই নিজেদের ইকোসিস্টেমে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে অ্যাপল। তবে এই অংশীদারত্বের জন্য আইফোনে আলিবাবার এআইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। চীনের বাজারে টিকে থাকতে অ্যাপলের জন্য এটি একটি প্রয়োজনীয় সমঝোতা। তবে আঞ্চলিক পার্থক্যগুলো কীভাবে অ্যাপলের পণ্যে পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে অ্যাপলের প্রধান লক্ষ্য স্পষ্ট—চীনের স্থানীয় প্রতিযোগীদের মতো তাদের আইফোনগুলো আরও আধুনিক ও উন্নত করে তুলতে হবে। আলিবাবার সঙ্গে সম্ভাব্য এই পার্টনারশিপ বিশ্বের স্মার্টফোনে অন্যতম বৃহত্তম বাজারগুলোর অ্যাপলকে টিকে থাকতে সাহায্য করবে।
তথ্যসূত্র: টেকরেডার
চীনের আলিবাবার সঙ্গে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চুক্তি করতে পারে টেক জায়ান্ট অ্যাপল। এই চুক্তির লক্ষ্য হলো চীনের আইফোনের জন্য নতুন এআই ফিচার তৈরি করা। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আইফোনের বিক্রি কমে গেছে। তাই চীনা স্মার্টফোন বাজারে আরও বড় জায়গা দখল করতে চাইছে অ্যাপল। এ ক্ষেত্রে এআইকে সমাধান হিসেবে বিবেচনা করছে কোম্পানিটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দি ইনফরমেশন এসব তথ্য জানিয়েছে।
যদি আলিবাবার সঙ্গে অ্যাপল চুক্তি করে, তাহলে এটি পুরোপুরি অপ্রত্যাশিত হবে না। কারণ চীনে আইফোনে ‘অ্যাপল ইনটেলিজেন্স’ এআই ফিচার ব্যবহার করার জন্য চীনা সরকারের অনুমোদন নেই। আর এই অনুমোদনের জন্য অ্যাপলের একটি চীনা অংশীদারত্বের প্রয়োজন।
তবে, প্রথমে এই চুক্তির জন্য আলিবাবার কথা বিবেচনা করেনি অ্যাপল। শুরুতে বাইডুর সঙ্গে কাজ করার পরিকল্পনা করেছিল কোম্পানিটি। তবে বাইডুর এআই মডেলগুলো তাদের চাহিদা অনুযায়ী উপযুক্ত নয়। এরপর, অ্যাপল টেনসেন্ট এবং টিকটক মালিক বাইটড্যান্সসহ অন্য চীনা এআই ডেভেলপারদের কথাও বিবেচনা করেছিল।
এমনকি ডিপসিকের সঙ্গেও কাজ করার কথা চিন্তা করেছিল অ্যাপল। তবে অ্যাপল মনে করছে, বর্তমানে ডিপসিকের কর্মীসংখ্যা ও অভিজ্ঞতা তাদের চাহিদা অনুযায়ী যথেষ্ট নয়।
অবশেষে, চুক্তির জন্য আলিবাবাকে পছন্দ করে অ্যাপল। কারণ আলিবাবার কাছে চীনা গ্রাহকদের বিশাল পরিমাণে ডেটা রয়েছে। কেনাকাটা, পেমেন্ট ও সাধারণ ডিজিটাল আচরণের তথ্যের সাহায্যে চীনের আইফোন ব্যবহারকারীদের জন্য আরও ব্যক্তিগত এবং স্থানীয় ফিচার তৈরিতে সাহায্য করবে আলিবাবার এআই। এ ছাড়া, আলিবাবার সহায়তায় অ্যাপল চীনের স্থানীয় প্রতিদ্বন্দ্বী (যেমন: হুয়াওয়ে) তুলনায় নিজেদের আলাদা করে উপস্থাপন করতে পারবে। এদিকে দীর্ঘদিন ধরেই এআই ফিচারসহ স্মার্টফোন বিক্রির প্রচেষ্টা চালিয়ে আসছে হুয়াওয়েও।
এআই ফিচারগুলোর অনুমোদন দ্রুত প্রাপ্তির জন্য আলিবাবার সহায়তা অ্যাপলকে সাহায্য করতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এই চুক্তির ফলে চীনে অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা স্মার্ট সিরি প্রতিক্রিয়া, উন্নত সার্চ ক্ষমতা এবং ব্যক্তিগত ফিচার পেতে পারে।
দীর্ঘদিন ধরেই নিজেদের ইকোসিস্টেমে কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে অ্যাপল। তবে এই অংশীদারত্বের জন্য আইফোনে আলিবাবার এআইয়ে অন্তর্ভুক্ত করতে হবে। চীনের বাজারে টিকে থাকতে অ্যাপলের জন্য এটি একটি প্রয়োজনীয় সমঝোতা। তবে আঞ্চলিক পার্থক্যগুলো কীভাবে অ্যাপলের পণ্যে পরিবর্তন আনবে তা এখনো স্পষ্ট নয়।
বর্তমানে অ্যাপলের প্রধান লক্ষ্য স্পষ্ট—চীনের স্থানীয় প্রতিযোগীদের মতো তাদের আইফোনগুলো আরও আধুনিক ও উন্নত করে তুলতে হবে। আলিবাবার সঙ্গে সম্ভাব্য এই পার্টনারশিপ বিশ্বের স্মার্টফোনে অন্যতম বৃহত্তম বাজারগুলোর অ্যাপলকে টিকে থাকতে সাহায্য করবে।
তথ্যসূত্র: টেকরেডার
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে