Ajker Patrika

কম্পিউটারের জন্য আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

ফিচার ডেস্ক
কম্পিউটারের জন্য আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম

গুগল অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, শিগগিরই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। হাওয়াইতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিটে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলহ এই ঘোষণা দেন। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন।

রিক অস্টারলহ বলেন, এত দিন গুগল স্মার্টফোনের জন্য আলাদা এবং কম্পিউটারের জন্য আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। এবার গুগল কোয়ালকমের সঙ্গে মিলে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, যা একসঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। তিনি জানান, অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং ডিভাইসের জন্য কাজ করবে।

অ্যান্ড্রয়েড পিসিতে এআই

বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল তাদের জেমিনি এআই মডেলকে আরও উন্নত করছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সঙ্গে ব্যবহারের উপযোগী করে তুলছে। এবার সেই জেমিনি মডেল আসবে অ্যান্ড্রয়েড পিসিতেও। অস্টারলহ বলেন, ‘আমরা আমাদের পুরো এআই স্ট্যাক, জেমিনি মডেল, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ও ডেভেলপার কমিউনিটিকে কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছি। এতে আমাদের ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’

কবে আসছে বাজারে?

গুগল এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গুগল এবার প্রকাশ্যে বিষয়টি ঘোষণা করেছে, তাই অ্যান্ড্রয়েড-চালিত ল্যাপটপ বাজারে আসতে খুব বেশি দেরি হবে না। এ ছাড়া ধারণা করা হচ্ছে, এই ল্যাপটপগুলো মূলত নিম্ন ও মধ্যম সারির বাজারের জন্যই আসবে। অর্থাৎ, দাম হবে তুলনামূলক কম। যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই কিনতে পারেন।

কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?

অনেক বিশেষজ্ঞ মনে করছেন, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে একটি বড় পরিবর্তন আনবে। এত দিন কম্পিউটার বাজারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল উইন্ডোজ ও ম্যাকওএস। সেই বাজারে এখন প্রবেশ করছে গুগল। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় সুবিধা হলো বিপুলসংখ্যক অ্যাপ ও ডেভেলপার কমিউনিটি। তাই অ্যান্ড্রয়েড পিসি আসলে ব্যবহারকারীরা মোবাইলের মতোই সহজে নানা ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার গেম, প্রোডাকটিভিটি অ্যাপ, ক্লাউড সার্ভিস—সবকিছু একত্রে পাওয়া যাবে।

সব মিলিয়ে অ্যান্ড্রয়েড পিসি আসার ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার চোখ গুগলের দিকে। কবে তারা বাজারে আনবে এই নতুন ডিভাইস, আর তা কতটা পরিবর্তন আনবে আমাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে।

সূত্র: ভার্জ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত