ফিচার ডেস্ক
গুগল অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, শিগগিরই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। হাওয়াইতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিটে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলহ এই ঘোষণা দেন। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন।
রিক অস্টারলহ বলেন, এত দিন গুগল স্মার্টফোনের জন্য আলাদা এবং কম্পিউটারের জন্য আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। এবার গুগল কোয়ালকমের সঙ্গে মিলে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, যা একসঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। তিনি জানান, অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং ডিভাইসের জন্য কাজ করবে।
অ্যান্ড্রয়েড পিসিতে এআই
বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল তাদের জেমিনি এআই মডেলকে আরও উন্নত করছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সঙ্গে ব্যবহারের উপযোগী করে তুলছে। এবার সেই জেমিনি মডেল আসবে অ্যান্ড্রয়েড পিসিতেও। অস্টারলহ বলেন, ‘আমরা আমাদের পুরো এআই স্ট্যাক, জেমিনি মডেল, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ও ডেভেলপার কমিউনিটিকে কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছি। এতে আমাদের ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’
কবে আসছে বাজারে?
গুগল এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গুগল এবার প্রকাশ্যে বিষয়টি ঘোষণা করেছে, তাই অ্যান্ড্রয়েড-চালিত ল্যাপটপ বাজারে আসতে খুব বেশি দেরি হবে না। এ ছাড়া ধারণা করা হচ্ছে, এই ল্যাপটপগুলো মূলত নিম্ন ও মধ্যম সারির বাজারের জন্যই আসবে। অর্থাৎ, দাম হবে তুলনামূলক কম। যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই কিনতে পারেন।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে একটি বড় পরিবর্তন আনবে। এত দিন কম্পিউটার বাজারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল উইন্ডোজ ও ম্যাকওএস। সেই বাজারে এখন প্রবেশ করছে গুগল। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় সুবিধা হলো বিপুলসংখ্যক অ্যাপ ও ডেভেলপার কমিউনিটি। তাই অ্যান্ড্রয়েড পিসি আসলে ব্যবহারকারীরা মোবাইলের মতোই সহজে নানা ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার গেম, প্রোডাকটিভিটি অ্যাপ, ক্লাউড সার্ভিস—সবকিছু একত্রে পাওয়া যাবে।
সব মিলিয়ে অ্যান্ড্রয়েড পিসি আসার ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার চোখ গুগলের দিকে। কবে তারা বাজারে আনবে এই নতুন ডিভাইস, আর তা কতটা পরিবর্তন আনবে আমাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে।
সূত্র: ভার্জ
গুগল অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিল, শিগগিরই ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। হাওয়াইতে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন সামিটে গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলহ এই ঘোষণা দেন। মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো আমন।
রিক অস্টারলহ বলেন, এত দিন গুগল স্মার্টফোনের জন্য আলাদা এবং কম্পিউটারের জন্য আলাদা প্ল্যাটফর্ম ব্যবহার করেছে। এবার গুগল কোয়ালকমের সঙ্গে মিলে একটি অভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, যা একসঙ্গে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটারে ব্যবহার করা যাবে। তিনি জানান, অ্যান্ড্রয়েড সব ধরনের কম্পিউটিং ডিভাইসের জন্য কাজ করবে।
অ্যান্ড্রয়েড পিসিতে এআই
বর্তমানে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল তাদের জেমিনি এআই মডেলকে আরও উন্নত করছে এবং অ্যান্ড্রয়েড সিস্টেমের সঙ্গে ব্যবহারের উপযোগী করে তুলছে। এবার সেই জেমিনি মডেল আসবে অ্যান্ড্রয়েড পিসিতেও। অস্টারলহ বলেন, ‘আমরা আমাদের পুরো এআই স্ট্যাক, জেমিনি মডেল, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যাপ্লিকেশন ও ডেভেলপার কমিউনিটিকে কম্পিউটারের মধ্যে নিয়ে যাচ্ছি। এতে আমাদের ব্যবহারকারীরা আরও স্বাচ্ছন্দ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারবে।’
কবে আসছে বাজারে?
গুগল এখনো নির্দিষ্ট কোনো সময়সীমা জানায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু গুগল এবার প্রকাশ্যে বিষয়টি ঘোষণা করেছে, তাই অ্যান্ড্রয়েড-চালিত ল্যাপটপ বাজারে আসতে খুব বেশি দেরি হবে না। এ ছাড়া ধারণা করা হচ্ছে, এই ল্যাপটপগুলো মূলত নিম্ন ও মধ্যম সারির বাজারের জন্যই আসবে। অর্থাৎ, দাম হবে তুলনামূলক কম। যাতে সাধারণ ব্যবহারকারীরা সহজেই কিনতে পারেন।
কেন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ?
অনেক বিশেষজ্ঞ মনে করছেন, গুগলের এই পদক্ষেপ প্রযুক্তি খাতে একটি বড় পরিবর্তন আনবে। এত দিন কম্পিউটার বাজারে মূল প্রতিদ্বন্দ্বী ছিল উইন্ডোজ ও ম্যাকওএস। সেই বাজারে এখন প্রবেশ করছে গুগল। অ্যান্ড্রয়েডের সবচেয়ে বড় সুবিধা হলো বিপুলসংখ্যক অ্যাপ ও ডেভেলপার কমিউনিটি। তাই অ্যান্ড্রয়েড পিসি আসলে ব্যবহারকারীরা মোবাইলের মতোই সহজে নানা ধরনের অ্যাপ ব্যবহার করতে পারবেন। আবার গেম, প্রোডাকটিভিটি অ্যাপ, ক্লাউড সার্ভিস—সবকিছু একত্রে পাওয়া যাবে।
সব মিলিয়ে অ্যান্ড্রয়েড পিসি আসার ঘোষণা প্রযুক্তি দুনিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন সবার চোখ গুগলের দিকে। কবে তারা বাজারে আনবে এই নতুন ডিভাইস, আর তা কতটা পরিবর্তন আনবে আমাদের দৈনন্দিন কম্পিউটার ব্যবহারে।
সূত্র: ভার্জ
তথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
১৩ ঘণ্টা আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
১ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
২ দিন আগেমার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি ধাক্কার মুখে পড়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’ ব্যবস্থার ওপর বড় প্রভাব ফেলতে পারে।
২ দিন আগে