চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংকে ছাড়িয়ে গেল হুয়াওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার পরও প্রথমবারের মতো চীনা প্রযুক্তি জায়ান্ট এই মাইলফলক অর্জন করল।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, এই বছরের প্রথম তিন মাসে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৫৭ শতাংশ বেড়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের বিক্রি উল্টো ৪২ শতাংশ কমেছে। এসময়ে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি ৪৯ শতাংশ বেড়েছে।
গত বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের শেয়ার বা দখল ছিল ৫৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে ২৩ শতাংশে নেমেছে। অন্যদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের ১৪ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উঠেছে।
হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের সাফল্যের প্রধান কারণ হলো—কোম্পানিটি ৫জি মডেলের ওপর গুরুত্ব দিয়েছে। বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনের চালানের মধ্যে ৮৪ শতাংশতেই ৫জি সুবিধা ছিল। তবে গত বছরের প্রথম ত্রৈমাসিকে হুয়াওয়ের ফোল্ডেবল ফোনে এই সুবিধা ছিল না।
কাউন্টারপয়েন্ট বলছে, কোম্পানির জনপ্রিয় ফোল্ডেবল মডেলগুলো হল—মেট এক্স ৫ (বইয়ের মতো নকশা) ও পকেট ২ (ঝিনুকের মতো নকশা)। হুয়াওয়ের ফোনগুলো মধ্যপ্রাচ্যে পাওয়া গেলেও চীনেই কোম্পানিটির ফোন বেশি বিক্রি হয়।
তবে ফোল্ডেবল ফোনের বাজারে নতুন ফোন নিয়ে আসতে অনেক দেরি করছে স্যামসাং। এ কারণেই স্যামসাং প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মটোরোলাও এই প্রতিযোগিতায় ভালো এগিয়েছে। ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের তুলনায় এই বছর একই সময়ে কোম্পানিটির চালান ১ হাজার ৪৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এখন বাজারে ১১ শতাংশ শেয়ার নিয়ে চতুর্থ বৃহত্তম ফোল্ডেবল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মটোরোলার রেজর ৪০ মডেলটি উত্তর আমেরিকার একটি শীর্ষ মডেল হয়ে উঠেছে।
অনার ফোনের শেয়ারদর ১২ শতাংশ হয়ে কোম্পানিটি তৃতীয় অবস্থানে রয়েছে। ফোল্ডেবল ফোন হিসেবে এই বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি চালান হয়েছে অনার ম্যাজিক ভি২ ফোন।
২০২১ সাল থেকে প্রথমবারের মতো ঝিনুকের নকশাকে ছাড়িয়ে গেছে বইয়ের নকশায় তৈরি ফোল্ডেবল চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী চালানের ৫৫ শতাংশ দখল করেছে এই ধরনের মডেল।
স্যামসাং এখন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ মডেল দুটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: গিজমোচীনা
চলতি বছরে প্রথম ত্রৈমাসিকে বিশ্বের শীর্ষস্থানীয় ফোল্ডেবল স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাংকে ছাড়িয়ে গেল হুয়াওয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার পরও প্রথমবারের মতো চীনা প্রযুক্তি জায়ান্ট এই মাইলফলক অর্জন করল।
গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, এই বছরের প্রথম তিন মাসে হুয়াওয়ের ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৫৭ শতাংশ বেড়েছে। অপরদিকে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাংয়ের বিক্রি উল্টো ৪২ শতাংশ কমেছে। এসময়ে বিশ্বব্যাপী ফোল্ডেবল স্মার্টফোনের বিক্রি ৪৯ শতাংশ বেড়েছে।
গত বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের শেয়ার বা দখল ছিল ৫৮ শতাংশ। চলতি বছরের একই সময়ে তা কমে ২৩ শতাংশে নেমেছে। অন্যদিকে ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে হুয়াওয়ের ১৪ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে উঠেছে।
হুয়াওয়ের ফোল্ডেবল ফোনের সাফল্যের প্রধান কারণ হলো—কোম্পানিটি ৫জি মডেলের ওপর গুরুত্ব দিয়েছে। বছরের প্রথম ত্রৈমাসিকে ফোল্ডেবল ফোনের চালানের মধ্যে ৮৪ শতাংশতেই ৫জি সুবিধা ছিল। তবে গত বছরের প্রথম ত্রৈমাসিকে হুয়াওয়ের ফোল্ডেবল ফোনে এই সুবিধা ছিল না।
কাউন্টারপয়েন্ট বলছে, কোম্পানির জনপ্রিয় ফোল্ডেবল মডেলগুলো হল—মেট এক্স ৫ (বইয়ের মতো নকশা) ও পকেট ২ (ঝিনুকের মতো নকশা)। হুয়াওয়ের ফোনগুলো মধ্যপ্রাচ্যে পাওয়া গেলেও চীনেই কোম্পানিটির ফোন বেশি বিক্রি হয়।
তবে ফোল্ডেবল ফোনের বাজারে নতুন ফোন নিয়ে আসতে অনেক দেরি করছে স্যামসাং। এ কারণেই স্যামসাং প্রতিযোগিতায় পিছিয়ে যেতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মটোরোলাও এই প্রতিযোগিতায় ভালো এগিয়েছে। ২০২৩ এর প্রথম ত্রৈমাসিকের তুলনায় এই বছর একই সময়ে কোম্পানিটির চালান ১ হাজার ৪৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি এখন বাজারে ১১ শতাংশ শেয়ার নিয়ে চতুর্থ বৃহত্তম ফোল্ডেবল ব্র্যান্ডে পরিণত হয়েছে। গবেষণায় বলা হয়েছে, মটোরোলার রেজর ৪০ মডেলটি উত্তর আমেরিকার একটি শীর্ষ মডেল হয়ে উঠেছে।
অনার ফোনের শেয়ারদর ১২ শতাংশ হয়ে কোম্পানিটি তৃতীয় অবস্থানে রয়েছে। ফোল্ডেবল ফোন হিসেবে এই বছরের প্রথম ত্রৈমাসিকে সবচেয়ে বেশি চালান হয়েছে অনার ম্যাজিক ভি২ ফোন।
২০২১ সাল থেকে প্রথমবারের মতো ঝিনুকের নকশাকে ছাড়িয়ে গেছে বইয়ের নকশায় তৈরি ফোল্ডেবল চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে বিশ্বব্যাপী চালানের ৫৫ শতাংশ দখল করেছে এই ধরনের মডেল।
স্যামসাং এখন গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও ফ্লিপ ৬ মডেল দুটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে।
তথ্যসূত্র: গিজমোচীনা
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে