আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
আইওএসের মতো ফিচার অ্যান্ড্রয়েডে নিয়ে এল গুগল ম্যাপস। নতুন ফিচারটির মাধ্যমে দিকনির্দেশনার পাশাপাশি আইফোনের মতো অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপে আবহাওয়াও দেখা যাবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল সর্বপ্রথম ফিচারটি বিষয়ে তথ্য তুলে ধরে। ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, অ্যান্ড্রয়েডের গুগল ম্যাপ অ্যাপের সার্চ বারের নিচের দিকে বাম পাশের কোনায় একটি ছোট আয়তক্ষেত্রকার বক্স যুক্ত করা হয়েছে। এই বক্সে তাপমাত্রা, আবহাওয়া ও বায়ুর গুণমান (একিউআই) নির্দেশ করা হবে।
ম্যাপের বিভিন্ন স্থান অনুযায়ী আইওএসের সংস্করণের মতো মানগুলো পরিবর্তন হবে। তবে অন্য অপশন নির্বাচন করা হলে উইজেটগুলো অদৃশ্য হয়ে যাবে।
আবহাওয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য ওই বক্সের ওপর গ্রাহকেরা ট্যাপ করতে পারবে। বক্সেটিতে ট্যাপের মাধ্যমে দিনের তাপমাত্রা ও আবহাওয়ার অবস্থা, সসর্বোচ্চ ও নিম্ন তাপমাত্রা, ঘণ্টায় ঘণ্টায় এর পরিবর্তন এবং একিউআই বা এয়ার কোয়ালিটি ইনডেক্সের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবার একিউআই অপশনে ট্যাপ করলে বিদ্যমান বায়ুর মানের স্তর দেখাবে।
বিভিন্ন জায়গায় যাওয়ার পথ খুঁজতে প্রতি মাসে দুনিয়ার ১০০ কোটির বেশি মানুষ গুগল ম্যাপস ব্যবহার করেন। এই ফিচারের মাধ্যমে গুগল ম্যাপ অ্যাপ থেকে বের না হয়েই আবহাওয়া দেখা যাবে। তাই ফিচারটি গাড়ি চালানোর সময়ের জন্য খুবই কাজে দেবে।
নাইনটুফাইভগুগল বলছে, অ্যান্ড্রয়েড ফোনে ফিচারটির আপডেট দেওয়া শুরু করেছে অ্যাপল। তাই ফিচারটি পেতে গুগল ম্যাপস আপডেট করতে হবে।
গত বছরে ম্যাপসে এআইভিত্তিক ৬টি নতুন ফিচার নিয়ে আসার ঘোষণা দেয় গুগল। ভিজ্যুয়াল সার্চ, বিষয়ভিত্তিক সার্চ, রাস্তার জন্য ইমারসিভ ভিউ, ড্রাইভিং ও নেভিগেশন, ইভি চার্জারের তথ্য, গুগল লেন্সের সক্ষমতা বৃদ্ধি মতোর ফিচারগুলো আনা হবে জানানো হয়।
তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০
সামাজিক যোগাযোগ মাধ্যম অতিরিক্ত ব্যবহারের ফলে অনেকেই মানসিক কষ্টে ভোগেন ও দৈনন্দিন জীবনে বিঘ্ন হয়। এই ধরনের ব্যক্তিরা ভুয়া সংবাদে বেশি বিশ্বাস করে এবং সেগুলো ছড়িয়ে দেয়ার প্রবণতাও তাদের মধ্যে বেশি। এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটির (এমএসইউ) এক নতুন গবেষণায়।
৯ ঘণ্টা আগেতাইওয়ানের প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইট বাজারে এনেছে তাদের নতুন এক্স ৮৭০ অরাস স্টিলথ আইস মাদারবোর্ড। এই মাদারবোর্ডে ব্যবহার করা হয়েছে বড় আকারের ৬৪ মেগাবাইটের বায়োস (BIOS) চিপ, যা সাধারণত দেখা যায় না। আগে যেখানে অনেক এএম ৪ (AM4) মাদারবোর্ডে ১৬ মেগাবাইটের বিআইওএস চিপ থাকত, সেখানে গিগাবাইটের নতুন এই...
১০ ঘণ্টা আগেবিমান ভ্রমণের মূল উদ্দেশ্য দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছানো হলেও আধুনিক যুগে যাত্রা অভিজ্ঞতা আগের তুলনায় অনেক বেশি আরামদায়ক ও উপভোগ্য। এর পেছনে বড় ভূমিকা রাখছে—বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের উন্নতি। মোবাইল বা ট্যাবলেটের ওপর নির্ভর না করেই যাত্রীরা এখন বিমানে বসেই সিনেমা, টিভি শো বা গান...
১১ ঘণ্টা আগেআপনি যদি সম্প্রতি একটি দ্রুতগতির নতুন রাউটার কিনে থাকেন, তবে পুরনোটি ফেলে দেওয়ার আগে আরেকবার ভাবুন। কারণ, আপনার পুরনো রাউটারটিকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। বাসা বা অফিসের কিছু স্থানে ওয়াই-ফাই সংকেত দুর্বল হলে সেই পুরনো রাউটারটিকে ওয়াই-ফাই এক্সটেন্ডার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
১২ ঘণ্টা আগে