Ajker Patrika

গুগল মেসেজে আসছে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার

গুগল মেসেজে আসছে স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার

অ্যান্ড্রয়েড ফোনে টেক্সট বা খুদে বার্তা আদান প্রদানের জন্য গুগল মেসেজ ব্যবহার করা হয়। এই অ্যাপে ক্যামেরা ব্যবহার করে ছবি তোলা ও পাঠানোর সুবিধাও রয়েছে। এবার স্ন্যাপচ্যাটের মতো ফিল্টার যুক্ত করা হচ্ছে অ্যাপটিতে। 

এক প্রতিবেদনে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভ বলছে, গোপনে গুগল মেসেজে ফেস ফিল্টার চালু করছে গুগল এবং অ্যাপের ক্যামেরা দিয়ে এসব ফিল্টার ব্যবহার করা যাবে। অ্যাপটির ক্যামেরা চালু করলে শাটার বাটনের বাম পাশে ফিল্টারের আইকোনটি দেখা যাবে। এই আইকোনে ট্যাপ করে ফিল্টারগুলো ব্যবহার করা যাবে। 

গুগল মেসেজে নয়টি ফিল্টার ব্যবহার করে ছবি তোলা ও ভিডিও ধারণ করা যাবে। খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এসব ফিল্টার ব্যবহারকারীর মুখভঙ্গি নকল করতে পারবে। এগুলোর মধ্যে কিছু ফিল্টার পুরো মুখ ঢেকে ফেলবে। 

খরগোশ, ডাইনোসর, চশমা মেকআপ ও টুপির মতো ফিল্টার এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। ছবি: অ্যান্ড্রয়েড অথোরিটি তবে ফিল্টারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। তাই গুগল মেসেজের বেটা সংস্করণে ফিল্টারগুলো দেখতে পাওয়া যাবে। তবে পর্যায়ক্রমে সব অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল মেসেজ অ্যাপে ফিল্টারগুলো পাওয়া যাবে। এসব ফিল্টার গুগল মিট অ্যাপেও পাওয়া যায়। 

নিজের ছবি তুলে জিআইএফ তৈরি করার ফিচার নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছে করেছে গুগল। অ্যাপটির ক্যামেরায় তিন সেকেন্ডের ভিডিও তুললে ফিচারটি ব্যবহারকারীর অভিব্যক্তি দিয়ে একটি জিআইএফ তৈরি করে দেবে। ভিডিওটি শুরুর আগে স্ক্রিনে একটি কাউন্টডাউন দেখানো হবে। ৩ সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ বন্ধ হয়ে যাবে। জিআইএফগুলো মেসেজের মাধ্যমে আদান প্রদান করা যাবে। 

তথ্যসূত্র: নাইনটুফাইভ গুগল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত