ফিচার ডেস্ক
উদ্ভাবনের ক্ষেত্রে আবারও স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের রোবোটিকস দল টিম এটলাস ও কোড ব্ল্যাক। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন বা বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে দল দুটি। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে। ইন্দোনেশীয় যুব বিজ্ঞানী সমিতি বা আইওয়াইএসে আয়োজিত এই প্রতিযোগিতায় ২১টির বেশি দেশ থেকে ২৪৫টির বেশি প্রতিযোগী দল অংশ নেয়। প্রতিযোগিতায় টিম এটলাস অর্জন করে আইওয়াইএসে বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক এবং বাংলাদেশের প্রথম নারী রোবোটিকস টিম কোড ব্ল্যাক অর্জন করে মিকা বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক।
কোড ব্ল্যাক স্বর্ণপদক ও মিকা বিশেষ পুরস্কার জিতেছে তথ্য ও রোবোটিকস ক্যাটাগরিতে। তাদের প্রকল্পের নাম গ্রিন বোট-হাইড্রক্স। এটি একটি আন্ডারওয়াটার ও বন্যায় উদ্ধারকারী রোবট। পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববিজ্ঞান রক্ষা, অ্যাকুয়াকালচার এবং কৃষি, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, পর্যটন, বিনোদন এবং প্রত্নতত্ত্ব গবেষণাতেও এই রোবট কাজ করতে পারবে। টিম ব্ল্যাক কোড জানায়, তাদের লক্ষ্য এই রোবটকে কার্যকর এবং বিভিন্ন শিল্পে সহায়ক করে তোলা। এর আগে নারীদের রোবোটিকস দলটি ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক এবং মিকা বিশেষ পুরস্কার অর্জন করে। কোড ব্ল্যাকের সদস্য ছিলেন জান্নাতুল ফেরদৌস ফাবিন, নুসরাত জাহান সিনহা, রামিসা হাসান সম্প্রীতি, অ্যাননেশা আবনি হাসান, প্রজ্ঞা লাবণী রায়, ফাইরুজ বিনতে কবীর, সানিয়া ইসলাম সারা ও নুসরাত জাহান নওরিন।
২০১৬ সাল থেকে টিম এটলাস রোবোটিকসের বিভিন্ন শাখায় কাজ করছে। কৃষি রোবট অ্যাগ্রোভার নিয়ে ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলটি। এ দলে ছিলেন সানি জুবায়ের, মো. ইজহার হোসেন ইফতি, জিয়া মোহাম্মদ সায়েফ উল্লাহ, মোস্তাকিম রহমান মাহির, আবদুল্লাহ আল জুনায়েদ, মুহাম্মদ মাহদি মারজান, ফায়েক আবদী, এস এম মুস্তাফি, সানান শিকদার ও মো. সাদ ইসলাম।
টিম এটলাসের উদ্ভাবনী রোবটের নাম অ্যাগ্রোভার। এটি মূলত কৃষি রোবট। টিম এটলাসের অন্যান্য অর্জনের মধ্যে আরও দুটি স্বর্ণপদক আছে বিশ্ব বিজ্ঞান পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতা এবং আইএসআইএফ ২০২২ প্রতিযোগিতায়। এ ছাড়া তারা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে নবম স্থান অধিকার করে।
উদ্ভাবনের ক্ষেত্রে আবারও স্বর্ণপদক পেয়েছে বাংলাদেশের রোবোটিকস দল টিম এটলাস ও কোড ব্ল্যাক। ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন বা বিশ্ব উদ্ভাবন প্রতিযোগিতা ও প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে দল দুটি। গত ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালয়েশিয়ার মাহসা বিশ্ববিদ্যালয়ে। ইন্দোনেশীয় যুব বিজ্ঞানী সমিতি বা আইওয়াইএসে আয়োজিত এই প্রতিযোগিতায় ২১টির বেশি দেশ থেকে ২৪৫টির বেশি প্রতিযোগী দল অংশ নেয়। প্রতিযোগিতায় টিম এটলাস অর্জন করে আইওয়াইএসে বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক এবং বাংলাদেশের প্রথম নারী রোবোটিকস টিম কোড ব্ল্যাক অর্জন করে মিকা বিশেষ পুরস্কার ও স্বর্ণপদক।
কোড ব্ল্যাক স্বর্ণপদক ও মিকা বিশেষ পুরস্কার জিতেছে তথ্য ও রোবোটিকস ক্যাটাগরিতে। তাদের প্রকল্পের নাম গ্রিন বোট-হাইড্রক্স। এটি একটি আন্ডারওয়াটার ও বন্যায় উদ্ধারকারী রোবট। পরিবেশ সংরক্ষণ এবং সামুদ্রিক জীববিজ্ঞান রক্ষা, অ্যাকুয়াকালচার এবং কৃষি, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ, পর্যটন, বিনোদন এবং প্রত্নতত্ত্ব গবেষণাতেও এই রোবট কাজ করতে পারবে। টিম ব্ল্যাক কোড জানায়, তাদের লক্ষ্য এই রোবটকে কার্যকর এবং বিভিন্ন শিল্পে সহায়ক করে তোলা। এর আগে নারীদের রোবোটিকস দলটি ওয়ার্ল্ড সায়েন্স এনভায়রনমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিটিশন ২০২৪-এ স্বর্ণপদক এবং মিকা বিশেষ পুরস্কার অর্জন করে। কোড ব্ল্যাকের সদস্য ছিলেন জান্নাতুল ফেরদৌস ফাবিন, নুসরাত জাহান সিনহা, রামিসা হাসান সম্প্রীতি, অ্যাননেশা আবনি হাসান, প্রজ্ঞা লাবণী রায়, ফাইরুজ বিনতে কবীর, সানিয়া ইসলাম সারা ও নুসরাত জাহান নওরিন।
২০১৬ সাল থেকে টিম এটলাস রোবোটিকসের বিভিন্ন শাখায় কাজ করছে। কৃষি রোবট অ্যাগ্রোভার নিয়ে ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দলটি। এ দলে ছিলেন সানি জুবায়ের, মো. ইজহার হোসেন ইফতি, জিয়া মোহাম্মদ সায়েফ উল্লাহ, মোস্তাকিম রহমান মাহির, আবদুল্লাহ আল জুনায়েদ, মুহাম্মদ মাহদি মারজান, ফায়েক আবদী, এস এম মুস্তাফি, সানান শিকদার ও মো. সাদ ইসলাম।
টিম এটলাসের উদ্ভাবনী রোবটের নাম অ্যাগ্রোভার। এটি মূলত কৃষি রোবট। টিম এটলাসের অন্যান্য অর্জনের মধ্যে আরও দুটি স্বর্ণপদক আছে বিশ্ব বিজ্ঞান পরিবেশ ও প্রকৌশল প্রতিযোগিতা এবং আইএসআইএফ ২০২২ প্রতিযোগিতায়। এ ছাড়া তারা অস্ট্রেলিয়ান রোভার চ্যালেঞ্জে নবম স্থান অধিকার করে।
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে