প্রযুক্তি ডেস্ক
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে মেটার একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে দেরি করা হচ্ছে। মেটার দুজন কর্মী সূত্রে এফটি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই বাজেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে মেটায়। ফলে বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এবার কত কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
সম্প্রতি, মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা জানায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।
ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’
গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে মেটার একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে দেরি করা হচ্ছে। মেটার দুজন কর্মী সূত্রে এফটি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই বাজেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে মেটায়। ফলে বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এবার কত কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে।
সম্প্রতি, মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা জানায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে।
ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে