Ajker Patrika

আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা

প্রযুক্তি ডেস্ক
আবারও ছাঁটাইয়ের পথে হাঁটছে মেটা

গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে প্রযুক্তি জায়ান্টগুলো। মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করে মেটা। কয়েক মাস না পেরোতেই আবারও ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে মেটার একাধিক দলের বাজেট চূড়ান্ত করতে দেরি করা হচ্ছে। মেটার দুজন কর্মী সূত্রে এফটি জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরেই বাজেট নিয়ে এক ধরনের অনিশ্চয়তা বিরাজ করছে মেটায়। ফলে বাজেট চূড়ান্ত করতে বিলম্ব হচ্ছে। তবে এবার কত কর্মী ছাঁটাই করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চলতি মাসের শুরুতে ২০২৩ সালকে ‘দক্ষতার বছর’ হিসেবে অভিহিত করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সে সময় মেটা ঘোষণা করে, ২০২৩ সালে প্রতিষ্ঠানের খরচ ৮৯ বিলিয়ন ডলার থেকে ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে। 

সম্প্রতি, মোট ২০ শতাংশ কর্মী ছাঁটাই করার কথা জানায় প্রযুক্তি প্রতিষ্ঠান ইয়াহু। জানা যায়, কোম্পানি পুনর্গঠনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বিবিসির প্রতিবেদন অনুযায়ী,বর্তমানে ইয়াহুর কর্মীর সংখ্যা ৮ হাজার ৬০০। নিজেদের বিজ্ঞাপন বিভাগ নতুন করে ঢেলে সাজানোর কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গত বছরের শেষ নাগাদ এই বিভাগে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘটনা ঘটেছে। 

ইয়াহুর এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, ‘এমন সিদ্ধান্ত কখনোই সহজ নয়। তবে আমরা প্রত্যাশা করছি, এসব পরিবর্তন আমাদের বিজ্ঞাপনী ব্যবসাকে দীর্ঘ মেয়াদে তুলনামূলক সহজ ও শক্তিশালী করে তুলবে। ফলে, গ্রাহক ও অংশীদারদের কাছে তুলনামূলক ভালো মানের সেবা দিতে পারবে ইয়াহু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত