কয়েক দিন আগেই আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) ১৭.২ সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল। কিন্তু এই আপডেট ইন্সটল করার পর আইফোনে কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তাই এক সপ্তাহ না যেতেই অ্যাপলকে আইওএসের নতুন সংস্করণ আনতে হলো।
আইওএস ১৭.২.১ সংস্করণ আনার বিষয়ে দুই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে চীন ও জাপানের বিজ্ঞপ্তিতে ‘ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার’ ত্রুটির কথা বলা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে এ দুই সংবাদ বিজ্ঞপ্তির অসংগতি তুলে ধরেছেন আইএসভিত্তিক ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ব্র্যান্ডন বুচ।
আইওএস ১৭.২. ১ সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।
ইতিমধ্যে আইওএস ১৭.৩ সংস্করণের বেটা টেস্টিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আইওএস ১৭.৩ সংস্করণের নতুন নিরাপত্তাবিষয়ক অপশন ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ও অ্যাপল মিউজিক প্লেলিস্টে কলাবরেটিভ অপশন পাওয়া যাবে।
যদিও ফিচার দুটি গত সপ্তাহে উন্মোচন হওয়া আইওএস ১৭.২ সংস্করণে থাকার কথা ছিল। তবে নতুন জার্নাল অ্যাপ ছাড়াও স্প্যাশিয়াল ভিডিও, অ্যাকশন বাটনে ট্রান্সলেশনের নতুন অপশন, কন্ট্রাক্ট কি ভেরিফিকেশনের মতো মজার মজার নতুন ১৭টি ফিচার আইওএস ১৭.২ সংস্করণে যুক্ত করেছে অ্যাপল।
এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটগুলো ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
কয়েক দিন আগেই আইওএস (আইফোন অপারেটিং সিস্টেম) ১৭.২ সংস্করণ নিয়ে এসেছে অ্যাপল। কিন্তু এই আপডেট ইন্সটল করার পর আইফোনে কিছু ত্রুটি ধরা পড়েছে। আর তাই এক সপ্তাহ না যেতেই অ্যাপলকে আইওএসের নতুন সংস্করণ আনতে হলো।
আইওএস ১৭.২.১ সংস্করণ আনার বিষয়ে দুই ধরনের সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে অ্যাপল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের জন্য দেওয়া বিজ্ঞপ্তিতে ত্রুটির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। তবে চীন ও জাপানের বিজ্ঞপ্তিতে ‘ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার’ ত্রুটির কথা বলা হয়েছে।
এক্স প্ল্যাটফর্মে এ দুই সংবাদ বিজ্ঞপ্তির অসংগতি তুলে ধরেছেন আইএসভিত্তিক ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর ব্র্যান্ডন বুচ।
আইওএস ১৭.২. ১ সংস্করণ ইনস্টল করার জন্য আইফোনের সেটিংস থেকে জেনারেল অপশনে গিয়ে সফটওয়্যার আপডেট দিতে হবে।
ইতিমধ্যে আইওএস ১৭.৩ সংস্করণের বেটা টেস্টিং শুরু হয়েছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই আপডেট আসার সম্ভাবনা রয়েছে। আইওএস ১৭.৩ সংস্করণের নতুন নিরাপত্তাবিষয়ক অপশন ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ ও অ্যাপল মিউজিক প্লেলিস্টে কলাবরেটিভ অপশন পাওয়া যাবে।
যদিও ফিচার দুটি গত সপ্তাহে উন্মোচন হওয়া আইওএস ১৭.২ সংস্করণে থাকার কথা ছিল। তবে নতুন জার্নাল অ্যাপ ছাড়াও স্প্যাশিয়াল ভিডিও, অ্যাকশন বাটনে ট্রান্সলেশনের নতুন অপশন, কন্ট্রাক্ট কি ভেরিফিকেশনের মতো মজার মজার নতুন ১৭টি ফিচার আইওএস ১৭.২ সংস্করণে যুক্ত করেছে অ্যাপল।
এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০,১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে নতুন আপডেটগুলো ইনস্টল করা যাবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপের কল পরিষেবার ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। দেশটির ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাস ও প্রতারণার মতো অপরাধে ব্যবহারকারীদের তথ্য রাশিয়ার আইন-শৃঙ্খলা বাহিনীকে না দেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০ মিনিট আগেবর্তমান ডিজিটাল যুগে কনটেন্ট নির্মাণ আর শুধু একক প্রচেষ্টা নয়। একাধিক ক্রিয়েটরের সহযোগিতায় সৃজনশীলতা আরও সমৃদ্ধ হয়। কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সংযোগ ও কাজের সুবিধার্থে ইউটিউব চালু করেছে ‘কোলাবোরেশন ফিচার’।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১৮ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৯ ঘণ্টা আগে