এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) আবারও নতুন পরিবর্তন নিয়ে আসছে ইলন মাস্ক। এই পরিবর্তনের ফলে এক্সের কোনো পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা পোস্টদাতা ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। এক্সের ইঞ্জিনিয়ারিং ডিরেক্টর হাওফি ওয়াং এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াং বলেন, ‘ব্যবহারকারীর প্রোফাইল পেজ থেকে পাবলিক ‘‘লাইক’’ সরিয়ে ফেলবে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমটি।’ অর্থ্যাৎ অন্যদের পোস্টে কারা কারা লাইক দিয়েছে তা দেখা যাবে না।
আইওএসের এক্স অ্যাপে লাইক টাব সরিয়ে ফেলা হয়েছে বলে গত মঙ্গলবার প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের বিশ্লেষক অ্যারন পেরিস জানান। এই পোস্টের উত্তরেই ওয়াং বলেন, ‘আমরা লাইক ফিচারটি প্রাইভেট করে দিয়েছি।’
ওয়াং আরও বলেন, ‘পাবলিক লাইক ভুল আচরণকে উদ্বুদ্ধ করে। যেমন: অনেকেই ট্রলের (ব্যঙ্গ) সম্মুখীন হওয়ার ভয়ে বা নিজের ভাবমূর্তি রক্ষায় বিভিন্ন ‘‘এজি’’ বা উত্তেজনাপূর্ণ পোস্টে লাইক দেওয়া থেকে বিরত থাকে।’
ফিচারটি কিভাবে কাজ করবে তা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ওয়াং। এর ফলে কারা তাদের পোস্টে লাইক দিয়েছে তা শুধু পোস্টদাতারা দেখতে পারবে। তবে অন্যরা সেই তালিকা দেখতে পারবে না। তবে পোস্টে কয়জন লাইকের ও রিপ্লাইয়ের সংখ্যা অন্যরা দেখতে পারবে।
এক্সের অ্যাপে পাবলিক লাইক সরিয়ে ফেলার কোড প্রকাশ পেয়েছে। তাই এক্সের ইঞ্জিনিয়াররা শিগগরিই ফিচারটি চালু করতে পারে।
এক্সের প্রিমিয়াম প্ল্যানের সাবস্ক্রাইবাররা তাদের প্রোফাইলের লাইক ট্যাব লুকিয়ে রাখতে পারে। ফলে পোস্টে কারা লাইক দিয়েছে সেই তালিকা দেখার সুবিধা একেবারেই সরিয়ে ফেলা হবে।
তবে এই ফিচার সরিয়ে ফেললে ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। কারণ অনেকেই ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে এসব পোস্টে লাইক দিতে পারে। ফলে পোস্টগুলো লাইক সংখ্যা বেশি দেখা যাবে।
২০২২ সালে এক্স অধিগ্রহণের পর সাবস্ক্রিপশন প্ল্যান যুক্ত করে ইলন মাস্ক। এ ছাড়া প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের কোম্পানির নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা এআই চ্যাটবট গ্রোক উন্মোচন করে এক্স।
তথ্যসূত্র: ম্যাশাবল
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
৭ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১০ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৪ ঘণ্টা আগে