আজকের পত্রিকা ডেস্ক
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা, এমনকি কুকুর বা পোষা প্রাণীর মাথায় মজার টুপি বসানো যাবে।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে যেকোনো ছবি এডিট করতে পারবেন, একসঙ্গে আপলোড করতে পারবেন ১০টি ছবি বা অন্যান্য ফাইল। সবচেয়ে সুবিধার বিষয় হলো—একই ছবি একাধিকবার এডিট করা যাবে ও প্রতিটি পরিবর্তনের পর আগেরটা থেকে যাবে অক্ষত।
জেমিনির এই নতুন ইমেজ এডিটরের মাধ্যমে ছবির ওপর টেক্সটও বসানো যাবে।
গুগল জানিয়েছে, এডিটরের ভেতরে রয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়। এর ফলে ছবিতে এলোমেলো কোলাজ দেখা যাবে না। বরং আলো, রং সবকিছুই বাস্তবসম্মত থাকবে।
এডিটরের পাশাপাশি বড় আপডেট এসেছে ফাইল আপলোডে। এখন থেকে একসঙ্গে ১০টি ছবি, পিডিএফ কিংবা অন্যান্য ফাইল আপলোড করে জেমিনিকে সেগুলো বিশ্লেষণের কাজ দেওয়া যাবে। শিক্ষকেরা চাইলে তৈরি করতে পারবেন চিত্রসহ স্টোরি বোর্ড, ডিজাইনারেরা বানাতে পারবেন পণ্যের ছবির পোর্টফোলিও, আর স্থপতিরা মিটিং চলাকালেই কাঙ্ক্ষিত ডিজাইনের পরিবর্তন দেখতে পারবেন।
তবে এই সুবিধা যেন ভুলভাবে কেউ ব্যবহার না করতে পারে, সে জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি এডিট করা ছবির গায়ে থাকবে দুই স্তরের ওয়াটারমার্ক বা জলছাপ—এর মধ্যে একটি দৃশ্যমান, অন্যটি গুগলের ‘সিংথআইডি’ প্রযুক্তিতে তৈরি, যা শুধু সফটওয়্যার দিয়ে ধরা যাবে। পাশাপাশি অনৈতিক অনুরোধ আটকানোর ফিল্টারও যুক্ত করা হবে।
সব মিলিয়ে জেমিনির এই নতুন ফিচারগুলো গুগলের বৃহৎ পরিকল্পনারই অংশ। শুধু তথ্য খোঁজার মেশিন নয়, বরং মানুষ যেন সৃজনশীল ও কার্যকরী কাজে জেমিনিকে সহকারী হিসেবে ভাবতে পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল বলেছে, জেমিনির নিজস্ব ছবি সম্পাদনার ফিচার ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ৪৫টির বেশি ভাষায় এবং অধিকাংশ দেশে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টেক রেডার ও টেকক্রাঞ্চ
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম জেমিনি এখন সরাসরি ছবি বা এডিট সম্পাদনা করতে পারবে। জেমিনির চ্যাট ইন্টারফেস থেকে ব্যবহারকারীরা সহজেই যেকোনো ছবি সম্পাদনার নির্দেশনা দিতে পারবেন। এটি গুগলের পক্ষ থেকে একটি বড় আপডেট, যেখানে ছবির ব্যাকগ্রাউন্ড বদলানো থেকে শুরু করে ছোটখাটো দাগ মুছে ফেলা, এমনকি কুকুর বা পোষা প্রাণীর মাথায় মজার টুপি বসানো যাবে।
নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা চ্যাটের মাধ্যমে যেকোনো ছবি এডিট করতে পারবেন, একসঙ্গে আপলোড করতে পারবেন ১০টি ছবি বা অন্যান্য ফাইল। সবচেয়ে সুবিধার বিষয় হলো—একই ছবি একাধিকবার এডিট করা যাবে ও প্রতিটি পরিবর্তনের পর আগেরটা থেকে যাবে অক্ষত।
জেমিনির এই নতুন ইমেজ এডিটরের মাধ্যমে ছবির ওপর টেক্সটও বসানো যাবে।
গুগল জানিয়েছে, এডিটরের ভেতরে রয়েছে একাধিক প্রযুক্তির সমন্বয়। এর ফলে ছবিতে এলোমেলো কোলাজ দেখা যাবে না। বরং আলো, রং সবকিছুই বাস্তবসম্মত থাকবে।
এডিটরের পাশাপাশি বড় আপডেট এসেছে ফাইল আপলোডে। এখন থেকে একসঙ্গে ১০টি ছবি, পিডিএফ কিংবা অন্যান্য ফাইল আপলোড করে জেমিনিকে সেগুলো বিশ্লেষণের কাজ দেওয়া যাবে। শিক্ষকেরা চাইলে তৈরি করতে পারবেন চিত্রসহ স্টোরি বোর্ড, ডিজাইনারেরা বানাতে পারবেন পণ্যের ছবির পোর্টফোলিও, আর স্থপতিরা মিটিং চলাকালেই কাঙ্ক্ষিত ডিজাইনের পরিবর্তন দেখতে পারবেন।
তবে এই সুবিধা যেন ভুলভাবে কেউ ব্যবহার না করতে পারে, সে জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিটি এডিট করা ছবির গায়ে থাকবে দুই স্তরের ওয়াটারমার্ক বা জলছাপ—এর মধ্যে একটি দৃশ্যমান, অন্যটি গুগলের ‘সিংথআইডি’ প্রযুক্তিতে তৈরি, যা শুধু সফটওয়্যার দিয়ে ধরা যাবে। পাশাপাশি অনৈতিক অনুরোধ আটকানোর ফিল্টারও যুক্ত করা হবে।
সব মিলিয়ে জেমিনির এই নতুন ফিচারগুলো গুগলের বৃহৎ পরিকল্পনারই অংশ। শুধু তথ্য খোঁজার মেশিন নয়, বরং মানুষ যেন সৃজনশীল ও কার্যকরী কাজে জেমিনিকে সহকারী হিসেবে ভাবতে পারে, সেই লক্ষ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।
গুগল বলেছে, জেমিনির নিজস্ব ছবি সম্পাদনার ফিচার ধাপে ধাপে উন্মুক্ত করা হচ্ছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি ৪৫টির বেশি ভাষায় এবং অধিকাংশ দেশে পাওয়া যাবে।
তথ্যসূত্র: টেক রেডার ও টেকক্রাঞ্চ
সামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৩ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
১৪ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
১৬ ঘণ্টা আগেবিভিন্ন বিষয়ে নিজের চিন্তাভাবনা প্রকাশ করতে কখনোই পিছপা হননি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে ব্যবসাসফল নির্মাতা জেমস ক্যামেরন। এবার জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও নিজস্ব মতামত দিলেন। টাইটানিক ও অ্যাভাটারের সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাত ৭০ বছর বয়সী এই পরিচালক।
১৮ ঘণ্টা আগে