Ajker Patrika

টিকটকে প্লে–লিস্ট তৈরি করবেন যেভাবে 

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৯: ২১
টিকটকে প্লে–লিস্ট তৈরি করবেন যেভাবে 

সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যতম সৃজনশীল প্ল্যাটফরম হলো টিকটক। নাচের ভিডিও থেকে শুরু করে লাইফস্টাইল টিপস, কমেডি, শিক্ষণীয় কনটেন্ট শেয়ার করা হয় এখানে। এসব কনটেন্টের মধ্যে বিভিন্ন ধরনের বিষয়বস্তু তুলে ধরা হয়। এসব কনটেন্ট প্রোফাইলে ভালোমতো গুছিয়ে রাখলে পছন্দের ভিডিওগুলো সহজেই উপভোগ করতে পারেন ফলোয়াররা। এ ক্ষেত্রে একটি কার্যকর উপায় হতে পারে ভিডিওগুলোর প্লে–লিস্ট তৈরি করা।

টিকটক প্লে-লিস্ট তৈরি করবেন কেন
টিকটকে প্লে-লিস্ট তৈরি করার মাধ্যমে ভিডিওগুলো একসঙ্গে একটি নির্দিষ্ট থিম বা বিষয়বস্তুর অধীনে গ্রুপ করে রাখা যায়। এতে প্রোফাইল আরও ব্যবহারবান্ধব হয়ে ওঠে। একাধিক ভিডিওর মধ্যে সুসংগঠিত প্লে–লিস্ট থাকলে দর্শকের জন্য তা খুঁজে বের করা সহজ হয়ে যায় এবং তাদের আগ্রহ অনুযায়ী কনটেন্ট দেখতে পারে।

এ ছাড়া প্লে–লিস্ট আপনার অ্যাকাউন্টের মোট ওয়াচ টাইম বাড়াতে সাহায্য করতে পারে।

টিকটকে নিজের ভিডিওর গ্রুপ তৈরি করার কিছু কৌশল:

যদি আপনি বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করেন, তাহলে আপনার ভিডিওগুলো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করুন, যেমন: ‘ড্যান্স ভিডিও’ , ‘টিপস’ ও ‘গেমিং’। 
যদি আপনি টিকটকের ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও তৈরি করেন, তাহলে আপনার প্লে–লিস্টগুলোর নাম দিন #BookTok, #BeautyTok, এবং #FilmTok–এভাবে হ্যাশট্যাগ দিতে পারেন। সেই সম্প্রদায়ের অন্যরা আপনাকে খুঁজে পেতে পারে।

টিকটকে প্লে-লিস্ট তৈরি করার পূর্বশর্ত
নিজের ভিডিও দিয়ে প্লে–লিস্ট তৈরি করতে অবশ্যই ভিডিওগুলো পাবলিকভাবে শেয়ার করতে হবে। অনেক সময় ফিচারটি দেখা যায় না। এই  ফিচার ব্যবহার করার জন্য প্রোফাইলে ১০ হাজার ফলোয়ার থাকতে হতে পারে।

টিকটকে প্লে-লিস্ট তৈরি করবেন যেভাবে
দুই উপায়ে টিকটকে প্লে-লিস্ট তৈরি করা যায়।  সেগুলো তুলে ধরা হলো—

পদ্ধতি ১: কোনো ভিডিও থেকে প্লে-লিস্ট তৈরি
১. টিকটকে প্রোফাইলে গিয়ে আপনার পাবলিশ করা যেকোনো ভিডিও চালু করুন। এবার ডান দিকে নিচে থাকা মেনু আইকনে (তিন ডট) ট্যাপ করুন।
২. এখন ‘অ্যাড টু প্লে-লিস্ট’ অপশন নির্বাচন করুন। এ ছাড়া ভিডিওতে দীর্ঘ সময় ধরে চাপ দিলে একটি পপ-আপ মেনু খুলবে, যেখানে ‘অ্যাড টু প্লে-লিস্ট’ অপশনটি পাওয়া যাবে।
৩. যদি আপনি নতুন প্লে-লিস্ট তৈরি করতে চান, তাহলে ‘ক্রিয়েট প্লে-লিস্ট’ অপশনে ট্যাপ করুন এবং প্লে-লিস্টের নাম দিন।
আপনি যদি কোনো পুরোনো প্লে-লিস্টে ভিডিওটি যোগ করতে চান, তাহলে সেই প্লে-লিস্ট নির্বাচন করুন।
৪. প্লে-লিস্ট তৈরি হলে বা আগের কোনো প্লে-লিস্টে ভিডিওটি যুক্ত হলে ‘ডান’ বাটনে ট্যাপ করুন।
এভাবে আপনি সহজেই আপনার টিকটক ভিডিওগুলো প্লে-লিস্টে যোগ করতে পারেন।
 
পদ্ধতি ২: প্রোফাইল থেকে তৈরি করুন
১. টিকটকের নিচে বাম কোনায় ‘প্রোফাইল’ আইকনে ট্যাপ করুন।
২. এরপর ‘ভিডিওস’ ট্যাবটি খুলুন। এটি প্রোফাইলের বাম দিকে থাকে। এই ট্যাবে সব ভিডিও থাকে।
৩. এবার ‘শর্ট ভিডিও ইনটু প্লে-লিস্ট’ অপশনটি নির্বাচন করুন।
তবে প্রথম প্লে-লিস্ট তৈরি করার পর এই অপশন আর দেখা যাবে না। অতিরিক্ত প্লে-লিস্ট তৈরি করতে আপনার প্লে-লিস্টের পাশে থাকা ‘প্লাস’ (+) আইকোনে  ট্যাপ করুন। 
৪. নতুন প্লে-লিস্টের নাম দিন।
৫. আপনার প্লে-লিস্টে ভিডিও যুক্ত করুন। আপনি যতগুলো ভিডিও চান, ততগুলো ভিডিও একই সঙ্গে যোগ করতে পারেন।
৬. ভিডিওগুলো ‘ভিউ কাউন্ট’ (ভিডিওগুলো কতবার দেখা হয়েছে), ‘পাবলিশ করার সময়’ অনুযায়ী বা আপনার পছন্দমতো সাজান।
৭. সবশেষে ‘ক্রিয়েট প্লে-লিস্ট’ বাটনে ট্যাপ করুন এবং প্লে-লিস্টটি সেভ করুন।

তবে একটি ভিডিওতে কেবল একটাই প্লে-লিস্টে থাকতে পারে। যদি আপনি সেই ভিডিও অন্য প্লে-লিস্টে যোগ করতে চান, তাহলে প্রথমে সেটি পুরোনো প্লে-লিস্ট থেকে সরিয়ে ফেলতে হবে।

তথ্যসূত্র: লাইফ ওয়্যার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত