Ajker Patrika

আসতে চলেছে জিমেইলের বিকল্প এক্সমেইল

প্রযুক্তি ডেস্ক
আসতে চলেছে জিমেইলের বিকল্প এক্সমেইল

ইলন মাস্ককে ‘আলোচনার সমার্থক’ বললে বোধ হয় ভুল হবে না। প্রযুক্তি বিশ্বে সত্যিই আলোচনার আরেক নাম ইলন মাস্ক। নিত্যনতুন চিন্তাভাবনার বাস্তব রূপ দিয়ে হাজির হন বলে বরাবরই তিনি থাকেন আলোচনায়। ইলেকট্রনিকস মেইল পরিষেবা চালু করার কথা বলে সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন তিনি। আর এতেই সাড়া জেগেছে সারা বিশ্বে।

এবার গুগলের জিমেইলের সঙ্গে লড়তে মাঠে হাজির হচ্ছে এক্সমেইল। চারদিকে যখন গুঞ্জন শোনা যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছে জিমেইল, সেই মাহেন্দ্রক্ষণেই এক্সমেইলের আগমনী খবর ঘোষণা করেন টেসলা–প্রধান। তবে গুগল জানিয়েছে, বন্ধ হবে না জিমেইল। প্রযুক্তি বিশ্ব তাই ধরে নিয়েছে, জিমেইলের প্রতি ইলন মাস্কের এটি একটি চ্যালেঞ্জ। কেননা নতুন যোগাযোগমাধ্যম এক্সমেইল যে চালু হতে চলেছে, এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। টেসলা–প্রধান টুইটার কিনে নাম রেখেছিলেন এক্স। এবার সেই নামেই চালু করতে চলেছেন যোগাযোগের নতুন প্ল্যাটফর্ম এক্সমেইল। 

তবে নতুন এই যোগাযোগমাধ্যম নিয়ে খুব বেশি তথ্য জানাননি মাস্ক বা তাঁর প্রতিষ্ঠান এক্স। ধরে নেওয়া হচ্ছে, জিমেইলের মতোই একটি বিকল্প অনলাইন প্ল্যাটফর্ম হবে এটি। ফলে এতে কী কী ফিচার থাকবে, সুবিধাইবা কেমন হবে, তা নিয়ে কৌতূহলের পারদ বেড়েই চলেছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে। তাঁদের কেউ কেউ দাবি করছেন, এক্সমেইল ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত ও নিরাপদ রাখবে। পাশাপাশি দ্রুত ও সহজ ইন্টারফেস থাকবে এতে। তবে বিষয়গুলো টেসলা–প্রধানের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি। তবে ই-মেইল পরিষেবায় ইলন মাস্কের দূরদর্শিতা নিয়ে অনেকেই মন্তব্য করা শুরু করেছেন। বিখ্যাত সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট রিহা ফ্রিডম্যান বলেছেন, এক্সের জিমেইল সংস্করণ আসার যথেষ্ট সম্ভাবনা আছে এবং এখানে বিশেষ কিছু চমক থাকবে বলেও আশা করা যায়। মূলত মাইক্রো ব্লগিং সাইট এক্সের মাধ্যমে ব্যবহারকারীদের বিভিন্ন অ্যাপের সব সুবিধা দিতে এক্সে নিয়মিত নতুন সুবিধা চালু করা হচ্ছে।

এই মুহূর্তে এক্স প্ল্যাটফর্ম একাধিক ফিচারের ওপর কাজ শুরু করেছে। এমনকি বিনা মূল্যে সব ইউজারের অডিও-ভিডিও কল করার সুবিধা হাজির করেছে এক্স, যা আগে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সহজ ছিল। এ ছাড়া অনলাইন পেমেন্ট ফিচার নিয়েও কাজ শুরু করেছেন ইলন মাস্ক। অন্যদিকে জিমেইল বন্ধ হওয়া নিয়ে চাউর খবরকে ভুল জানিয়ে এইচটিএমএল ভিউ নামের একটি ফিচার বন্ধ করে দিয়ে স্ট্যান্ডার্ড ভিউ ফিচার চালু করতে চলেছে গুগল। 

প্রযুক্তি বোদ্ধাদের ধারণা, জিমেইলকে চাপে ফেলতে এক্সমেইল সম্পর্কে খুব দ্রুত বড় ঘোষণা দিতে পারেন ইলন মাস্ক। চলতি বছরেই দেখা যেতে পারে সেই চমক। মুখোমুখি লড়াই জিমেইল নাকি এক্সমেইল, কে টিকে থাকবে, সেটি জানতে হলে করতে হবে অপেক্ষা।

সূত্র: ডেইলি মেইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত