Ajker Patrika

চীনে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করবে হোন্ডা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১১: ০৫
চীনে বৈদ্যুতিক গাড়ির কারখানা তৈরি করবে হোন্ডা

জাপানের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা চীনে বৈদ্যুতিক গাড়ি তৈরির কারখানা নির্মাণের ঘোষণা দিয়েছে। এতে চীনের প্রতিষ্ঠান ডংফেং মোটরসও যুক্ত রয়েছে। তারা যৌথ বিনিয়োগের মাধ্যমে এই কারখানা নির্মাণ করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার তারা এই ঘোষণা দিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি তৈরির কারখানাটি নির্মাণ করা হবে চীনের উহান শহরে। ২০২৪ সাল থেকে তারা ওই কারখানায় গাড়ি নির্মাণ শুরু করবে। সেখানে তারা শুধু বৈদ্যুতিক গাড়ি নির্মাণ করবে। 

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই কারখানায় তারা বছরে ১ লাখ ২০ হাজার বৈদ্যুতিক গাড়ি তৈরি করতে পারবে। 

উল্লেখ্য, চলতি বছরে হোন্ডা তার ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে মিলে চীনে ১০টি মডেলের নতুন গাড়ি বাজারে আনবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত