অ্যাপলের এয়ারপডস প্রো হেডফোনের জন্য প্রথমবারের মতো ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্রের সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে এয়ারপডসটি একটি শ্রবণযন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই সপ্তাহের শুরুতে অ্যাপল জানিয়েছিল, একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোম্পানিটির নতুন এয়ারপডস প্রো ২ একটি ব্যক্তিগত শ্রবণযন্ত্রে ‘পরিণত’ করা যাবে। এর ফলে ব্যবহারকারীর চারপাশের শব্দ বা বক্তৃতার বিশেষ কিছু শব্দ বা আওয়াজকে উচ্চ স্বরে উচ্চারণ করে শ্রবণযোগ্য করে তুলতে পারবে এয়ারপডসটি। এভাবে এয়ারপডসটি শ্রবণ সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করবে।
অ্যাপল বলছে, ‘নতুন শ্রবণ স্বাস্থ্য বিষয়ক ফিচারগুলো এই শরতে ১০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।’
স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সফটওয়্যারটি একবার ইনস্টল এবং ব্যবহারকারীর শ্রবণ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হলে এয়ারপডস প্রো-এর সংস্করণগুলো একটি ওটিসি শ্রবণযন্ত্র হিসেবে কাজ করবে। এটি স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের শব্দ শুনতে সাহায্য করবে।
এফডিএ–এর ডিভাইস এবং রেডিওলজিক্যাল হেলথ সেন্টারের অন্তর্বর্তী পরিচালক মিশেল টারভার বলেছেন, ‘শ্রবণহানি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা যা লাখেরও বেশি আমেরিকানকে প্রভাবিত করছে।’
যুক্তরাষ্ট্রের ৩ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক কানে কম শোনেন। এটি বয়স, উচ্চ শব্দের এক্সপোজারসহ অন্যান্য কারণে হতে পারে।
২০২২ সালে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ওভার-দ্য-কাউন্টার শ্রবণযন্ত্র বিক্রির অনুমোদন দেয়। স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যাযুক্ত প্রাপ্তবয়স্কদের মেডিকেল পরীক্ষা, প্রেসক্রিপশন বা অডিওলজিস্ট দেখানোর প্রয়োজন ছাড়াই সরাসরি দোকান বা অনলাইন বিক্রেতাদের থেকে শ্রবণযন্ত্র কেনার সুযোগ দেয় এই অনুমোদন।
অ্যাপলের শ্রবণযন্ত্রের ফিচারটি একটি সফটওয়্যার-ভিত্তিক মোবাইল মেডিকেল অ্যাপ্লিকেশন। এটি আইফোনের মতো আইওএস ডিভাইস ব্যবহার করে সেটআপ করা হয়। ব্যবহারকারীর শ্রবণ স্তরের তথ্য আইওএস হেলথ থেকে সংগ্রহ করে ফিচারটি কাস্টমাইজ করা যায়।
অ্যাপলের এয়ারপডস প্রো হেডফোনের জন্য প্রথমবারের মতো ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) হিয়ারিং এইড বা শ্রবণযন্ত্রের সফটওয়্যার ব্যবহারের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এর ফলে এয়ারপডসটি একটি শ্রবণযন্ত্র হিসেবে ব্যবহার করা যাবে। গত বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই সপ্তাহের শুরুতে অ্যাপল জানিয়েছিল, একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমে কোম্পানিটির নতুন এয়ারপডস প্রো ২ একটি ব্যক্তিগত শ্রবণযন্ত্রে ‘পরিণত’ করা যাবে। এর ফলে ব্যবহারকারীর চারপাশের শব্দ বা বক্তৃতার বিশেষ কিছু শব্দ বা আওয়াজকে উচ্চ স্বরে উচ্চারণ করে শ্রবণযোগ্য করে তুলতে পারবে এয়ারপডসটি। এভাবে এয়ারপডসটি শ্রবণ সমস্যা আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করবে।
অ্যাপল বলছে, ‘নতুন শ্রবণ স্বাস্থ্য বিষয়ক ফিচারগুলো এই শরতে ১০০ টিরও বেশি দেশ ও অঞ্চলের এয়ারপডস প্রো ২ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে।’
স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা বলেছে, সফটওয়্যারটি একবার ইনস্টল এবং ব্যবহারকারীর শ্রবণ প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা হলে এয়ারপডস প্রো-এর সংস্করণগুলো একটি ওটিসি শ্রবণযন্ত্র হিসেবে কাজ করবে। এটি স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যায় আক্রান্ত প্রাপ্তবয়স্কদের শব্দ শুনতে সাহায্য করবে।
এফডিএ–এর ডিভাইস এবং রেডিওলজিক্যাল হেলথ সেন্টারের অন্তর্বর্তী পরিচালক মিশেল টারভার বলেছেন, ‘শ্রবণহানি একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা যা লাখেরও বেশি আমেরিকানকে প্রভাবিত করছে।’
যুক্তরাষ্ট্রের ৩ কোটিরও বেশি প্রাপ্তবয়স্ক কানে কম শোনেন। এটি বয়স, উচ্চ শব্দের এক্সপোজারসহ অন্যান্য কারণে হতে পারে।
২০২২ সালে স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ওভার-দ্য-কাউন্টার শ্রবণযন্ত্র বিক্রির অনুমোদন দেয়। স্বল্প থেকে মাঝারি শ্রবণ সমস্যাযুক্ত প্রাপ্তবয়স্কদের মেডিকেল পরীক্ষা, প্রেসক্রিপশন বা অডিওলজিস্ট দেখানোর প্রয়োজন ছাড়াই সরাসরি দোকান বা অনলাইন বিক্রেতাদের থেকে শ্রবণযন্ত্র কেনার সুযোগ দেয় এই অনুমোদন।
অ্যাপলের শ্রবণযন্ত্রের ফিচারটি একটি সফটওয়্যার-ভিত্তিক মোবাইল মেডিকেল অ্যাপ্লিকেশন। এটি আইফোনের মতো আইওএস ডিভাইস ব্যবহার করে সেটআপ করা হয়। ব্যবহারকারীর শ্রবণ স্তরের তথ্য আইওএস হেলথ থেকে সংগ্রহ করে ফিচারটি কাস্টমাইজ করা যায়।
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে